Mohammad NaziR

Mohammad NaziR আমি তোমার যোগ্য নই! তবে দেইখো যোগ্য'রা যেন তোমায় না ঠকায়!😪

05/07/2025

মানুষটা বেঁচে আছে মরে যাওয়ার জন্য। তবুও তার জীবন নাটকের প্রথম সংলাপ-

'ভালোভাবে বাঁচতে চাই।'

দুনিয়ার মানুষ মায়া কইরা কত্তো কিছু  করে—বাপে কবুতর পালে। জোড়া থেকে একটা কবুতর উইড়া চইলা যায়। বাকি একটা কবুতর একা হয়।গোলা...
27/06/2025

দুনিয়ার মানুষ মায়া কইরা কত্তো কিছু করে—

বাপে কবুতর পালে। জোড়া থেকে একটা কবুতর উইড়া চইলা যায়। বাকি একটা কবুতর একা হয়।গোলার ধান বেইছা বাপে গঞ্জে গিয়া নতুন সঙ্গী আরেকটা কবুতর কিন্ন্যা আনে। বাপেরে জিগাই কেন করেন এসব আব্বা? বাপে কয়, একলা কবুতর দেখতে ভাল্লাগে না, কবুতরটার লাইগা মায়া লাগে।

মায়েরে দেখতাম সারাজীবন বাপের লগে ঝগড়া হইলেই কইতো, চইলা যামু বাপের বাড়ি, করবো না এই সংসার। মায়ের চুল পাইকা গেছে বাপের লগে ঝগড়া করতে করতে, তবুও বাপেরে ছাইড়া যায় নাই। মায়েরে জিগাইলাম, যাইবা যাইবা কও যাও না কেন মা? মায়ে কয় এই সংসারের লাইগা মায়া লাগে।

ভাইরে দেখলাম ব্যাবসা কইরা প্রতি বছরি লস গুনে। মাঠের জমি বেইচা বেইচা ব্যাবসাতে নিয়া ঢুকায়। ভাইরে কইলাম, এত লস হয় ব্যাবসাখান ছাড়ো না কেন? ভাইয়ে কইলো ব্যাবসা কইরাই বড় হইছে, ছাড়তে পারুম না রে, মায়া লাগে।

বোনের একটা মেয়ে। মেয়েটার দুইটা কিডনি ই নষ্ট। ডাক্তার কইসে একটা কিডনি দিতে পারলে মেয়েটা বাঁইছা যাবে। কিডনির ম্যালা দাম, অত টেকা কই পাবে? মেয়েরে বাঁচাইতে বোন আমার নিজের কিডনি দিতে চায়। কইলাম কেন এমন করো বুবু? কিডনি দিলে তো তুমি ম ই রা যাইবা। বইনে কইলো, কিডনি না দিলে তো আমার মাইয়া ম ই রা যাবে! মাইয়াটার লাইগা আমার বড়ো মায়া লাগে, আমি তো মা।

এই দুনিয়ার মানষে মায়া কইরা কত্তো কিছু করে।

বন্ধুরে দেখলাম এক তরুনী প্রেমে মজনু হইয়্যা তারে হারানোর পর, সারা জীবন একলা থাকলো, একলা হাঁটলো। নতুন কইরা নিজেরে ডুবাইলো না চুবাইলো না কারোর প্রেমে। ধরলো না আর কারোর হাত। বন্ধুরে কই কেন এমন করোস? একটা বিবাহ কর, সংসার কর। ওয় আমারে কয়, তারে ছাড়া নিজেরে আমি আর কাউরে দিতে পারুম না, হেয় যে পিরিতখান রাইখা গেছে সেই পিরিতের লাইগা আমার মায়া লাগে; আমি তারে ভালোবাসি। আমি তো নতুন কইরা আর কাউরে ভালোবাসতে পারুম না।

দুনিয়ার মানুষ মায়া কইরা কত্তো কিছু যে করে, তুমিও করলা। মায়া কইরা ভিক্ষুকরে ভিক্ষা দিলা, ক্ষুাধার্ত্বরে খাবার দিলা, ফুলেরে ছুঁইয়্যা দিলা, নদীর জলে পা ভিঁজাইলা, চাঁন দেইখা রাত্তি জাগলা, বৃষ্টির জলে নিজেরে ভিঁজাইলা, কবিতার লাইনে নিজেরে হারাইলা, গানের সুরে নিজেরে খুঁজলা।

মায়া কইরা তুমি কত অচেনা অজানা মানুষের লাইগা কাইন্দা দুনিয়াদারি এক করলা, শুধু আমার লাইগা একচিমটি আফসোস করলা না। মায়া কইরা তুমি পাখি পুষলা, কু কু র পুষলা, বিড়াল পুষলা শুধু আমারে পুষলানা😪

পাহাড় দেখেছি, সমুদ্র দেখেছি, তেপান্তর দেখেছি, কিন্তু এই অদ্ভুত নির্জনতা আগে কোথাও দেখিনি। এক অন্তহীন শূন্যতা। অথচ চৌকাঠ ...
24/06/2025

পাহাড় দেখেছি, সমুদ্র দেখেছি, তেপান্তর দেখেছি, কিন্তু এই অদ্ভুত নির্জনতা আগে কোথাও দেখিনি। এক অন্তহীন শূন্যতা। অথচ চৌকাঠ ডিঙ্গলেই হট্টগোলের শহর। শুধুই হট্টগোল।

দুনিয়ার মানুষ মায়া কইরা কত্তো কিছু  করে—বাপে কবুতর পালে। জোড়া থেকে একটা কবুতর উইড়া চইলা যায়। বাকি একটা কবুতর একা হয়।গোলা...
20/06/2025

দুনিয়ার মানুষ মায়া কইরা কত্তো কিছু করে—

বাপে কবুতর পালে। জোড়া থেকে একটা কবুতর উইড়া চইলা যায়। বাকি একটা কবুতর একা হয়।গোলার ধান বেইছা বাপে গঞ্জে গিয়া নতুন সঙ্গী আরেকটা কবুতর কিন্ন্যা আনে। বাপেরে জিগাই কেন করেন এসব আব্বা? বাপে কয়, একলা কবুতর দেখতে ভাল্লাগে না, কবুতরটার লাইগা মায়া লাগে।

মায়েরে দেখতাম সারাজীবন বাপের লগে ঝগড়া হইলেই কইতো, চইলা যামু বাপের বাড়ি, করবো না এই সংসার। মায়ের চুল পাইকা গেছে বাপের লগে ঝগড়া করতে করতে, তবুও বাপেরে ছাইড়া যায় নাই। মায়েরে জিগাইলাম, যাইবা যাইবা কও যাও না কেন মা? মায়ে কয় এই সংসারের লাইগা মায়া লাগে।

ভাইরে দেখলাম ব্যাবসা কইরা প্রতি বছরি লস গুনে। মাঠের জমি বেইচা বেইচা ব্যাবসাতে নিয়া ঢুকায়। ভাইরে কইলাম, এত লস হয় ব্যাবসাখান ছাড়ো না কেন? ভাইয়ে কইলো ব্যাবসা কইরাই বড় হইছে, ছাড়তে পারুম না রে, মায়া লাগে।

বোনের একটা মেয়ে। মেয়েটার দুইটা কিডনি ই নষ্ট। ডাক্তার কইসে একটা কিডনি দিতে পারলে মেয়েটা বাঁইছা যাবে। কিডনির ম্যালা দাম, অত টেকা কই পাবে? মেয়েরে বাঁচাইতে বোন আমার নিজের কিডনি দিতে চায়। কইলাম কেন এমন করো বুবু? কিডনি দিলে তো তুমি ম ই রা যাইবা। বইনে কইলো, কিডনি না দিলে তো আমার মাইয়া ম ই রা যাবে! মাইয়াটার লাইগা আমার বড়ো মায়া লাগে, আমি তো মা।

এই দুনিয়ার মানষে মায়া কইরা কত্তো কিছু করে।

বন্ধুরে দেখলাম এক তরুনী প্রেমে মজনু হইয়্যা তারে হারানোর পর, সারা জীবন একলা থাকলো, একলা হাঁটলো। নতুন কইরা নিজেরে ডুবাইলো না চুবাইলো না কারোর প্রেমে। ধরলো না আর কারোর হাত। বন্ধুরে কই কেন এমন করোস? একটা বিবাহ কর, সংসার কর। ওয় আমারে কয়, তারে ছাড়া নিজেরে আমি আর কাউরে দিতে পারুম না, হেয় যে পিরিতখান রাইখা গেছে সেই পিরিতের লাইগা আমার মায়া লাগে; আমি তারে ভালোবাসি। আমি তো নতুন কইরা আর কাউরে ভালোবাসতে পারুম না।

দুনিয়ার মানুষ মায়া কইরা কত্তো কিছু যে করে, তুমিও করলা। মায়া কইরা ভিক্ষুকরে ভিক্ষা দিলা, ক্ষুাধার্ত্বরে খাবার দিলা, ফুলেরে ছুঁইয়্যা দিলা, নদীর জলে পা ভিঁজাইলা, চাঁন দেইখা রাত্তি জাগলা, বৃষ্টির জলে নিজেরে ভিঁজাইলা, কবিতার লাইনে নিজেরে হারাইলা, গানের সুরে নিজেরে খুঁজলা।

মায়া কইরা তুমি কত অচেনা অজানা মানুষের লাইগা কাইন্দা দুনিয়াদারি এক করলা, শুধু আমার লাইগা একচিমটি আফসোস করলা না। মায়া কইরা তুমি পাখি পুষলা, কু কু র পুষলা, বিড়াল পুষলা শুধু আমারে পুষলানা।

কী এমন হইতো আমারে কদ

একটি প্রজন্মকে বোঝানো হয়েছিল -"বিকেলে মাঠে খেলতে যাওয়ার চাইতে টিউটরের কাছে পড়া বেশি গুরুত্বপূর্ণ।"তারা বিকেলের মাঠ ছেড়ে ...
15/07/2024

একটি প্রজন্মকে বোঝানো হয়েছিল -

"বিকেলে মাঠে খেলতে যাওয়ার চাইতে টিউটরের কাছে পড়া বেশি গুরুত্বপূর্ণ।"

তারা বিকেলের মাঠ ছেড়ে পড়ার টেবিলে চলে গেল। মুরুব্বিরা দেখলেন, মাঠ ফাঁকা রাখার চাইতে উঁচু ইমারত নির্মাণ করা বেশি লাভজনক, বেশি বাস্তবসম্মত!

বেঁচে থাকতে হলে জীবনে বিনোদন দরকার । সুস্থ বিনোদনের মাধ্যমগুলো একে একে বন্ধ করে দেওয়া হলো। প্রজন্ম সেটাকে প্রতিস্থাপন করলো মোবাইল, কম্পিউটার আর প্লে-স্টেশনের মাধ্যমে। কেউ অপরিণত বয়সে সম্পর্কে জড়িয়ে পড়ল । কোথাও মাদক এবং কিশোর গ্যাং তৈরি হলো।

তারপর হঠাৎ মুরুব্বিদের বোধোদয় হলো-

"আরে, এই প্রজন্মটা এমন হয়ে যাচ্ছে কেন!"

আজকের প্রজন্মের মধ্যে আমরা যে পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি, তা আমাদের সমাজের পরিবর্তন এবং আমাদের সিদ্ধান্তগুলোর প্রতিফলন। যখন আমরা শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে মাঠের খেলাকে উপেক্ষা করেছি, তখন আমরা শারীরিক ও মানসিক বিকাশের সুযোগগুলো হারিয়েছি। যখন আমরা বিনোদনের মাধ্যমগুলোকে সংকুচিত করেছি, তখন প্রযুক্তির উপর নির্ভরশীলতা বেড়েছে।

আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ বিনোদন ও শারীরিক কার্যকলাপের গুরুত্ব আবারো উপলব্ধি করতে হবে। প্রযুক্তি ও শিক্ষার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং সামাজিক বন্ধনকে মজবুত করা অত্যন্ত জরুরি। শুধুমাত্র তখনই আমরা একটি স্বাস্থ্যকর ও সুস্থ প্রজন্ম তৈরি করতে পারবো।

#---Nazir
#প্রজন্ম

31/05/2024

Viral Shorts

12/05/2024

💔🥀

14/12/2023

💔

06/12/2023

বেপার নাহ বন্ধু ছাড়াও জীবন চলে😪💔

16/10/2023

হুমায়ূন আহমেদ স্যারের এই কথাটা আমার কাছে অনেক ভালো লাগে কাউকে মনে পড়ছে ফোন করো #আবৃত্তি #পুষ্প #কবিতা

সবকিছু তৈরি হয় চীনে..কিন্তু পুরুষ তৈরি হয় ফিলিস্তিনে।💙🇵🇸 #আকসা_আমাদের
09/10/2023

সবকিছু তৈরি হয় চীনে..
কিন্তু পুরুষ তৈরি হয় ফিলিস্তিনে।💙🇵🇸

#আকসা_আমাদের

আমি অধিকার দেখিয়ে—তোমার আরও কাছে থাকতে চেয়েছিলাম,আর তুমি অস্বীকার করে দূরত্ব বাড়িয়ে দিলে!লেখা—নাজিরছবি— অনন্যা
08/10/2023

আমি অধিকার দেখিয়ে—
তোমার আরও কাছে থাকতে চেয়েছিলাম,
আর তুমি অস্বীকার করে দূরত্ব বাড়িয়ে দিলে!

লেখা—নাজির
ছবি— অনন্যা

Address

Gangachara
Rangpur
5400

Telephone

+8801883978899

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad NaziR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share