Voice Of Sreeja

Voice Of Sreeja Poetry: The language of the soul�

27/07/2025

হয়তো একদিন তুমি বুঝবে—
নীরবতা মানেই ভুলে যাওয়া নয়,
বরং অশ্রু ভেজা অভিমান নিয়ে
চুপচাপ তোমায় আরও বেশি করে ভালোবাসা।

কবিতা: “তবে তাই হোক ”
কলমে : Shirin Ahmed
কন্ঠে: Voice Of Sreeja

#বাংলাকবিতা #কবিতা ゚

19/07/2025

সব ভালোবাসা কি ছুঁয়ে দেওয়ায় থাকে? সব যত্ন কি হাতে ধরে বোঝানো যায়? না, অনেক সময় শুধু মনের মতো কিছু কথা, উষ্ণ কিছু শব্দ দিয়েই একজন ক্লান্ত, ভেঙে পড়া মানুষকে আগলে রাখা যায়। এমনভাবে জড়িয়ে ধরা যায়, যা হয়তো হাতের স্পর্শ থেকেও গভীর।

Line: Collected
Voice: Voice Of Sreeja
Music: Apna Bana le Piya Instrumental By Divyansh Shrivastava

#বাংলাকবিতা #কবিতা ゚

18/07/2025

তাকে ভাবলেই হৃদয়ে শান্তি বিরাজ করে,এক পবিত্র অনুভুতিতে সিক্ত হয় মন।
তাকে ঘিরে হৃদয়ে জাগে না কোনো চাওয়া,
তার কথা তবু হঠাৎই মনে পড়ে যাওয়া! এ কেমন অনুভুতি!

কবিতা: তুমি রবে নিরবে
কলমে: Shirin Ahmed
কন্ঠে: Voice Of Sreeja

#বাংলাকবিতা #কবিতা

16/07/2025

সেদিন শুধু আমি থাকবো না—
থেকে যাবে আমার অভিলাষ,
থেকে যাবে প্রকৃতি-মানসী,
নিরব, অথচ চিরন্তন।

কবিতা: প্রকৃতি-মানসী
কলমে: Jannatul Ferdous
কন্ঠে: Voice Of Sreeja

#বাংলাকবিতা

07/05/2025

এই মন থেকে উঠে যাওয়া ব্যাপারটা খুবই এফেক্টিভ। মানুষ যদি কাউকে একবার সত্যিকারের মন থেকে ছুঁড়ে ফেলে দেয় তবে তার ভালো-খারাপ,যন্ত্রণা, চোখের জল কিছুই সেই মানুষটাকে আর টলাতে পারে না।
তার ভাঙ্গন দেখেও আফসোস হয়না আবার সফলতা দেখলেও আনন্দ হয়না।

Line: Unknown
Vocal: Voice Of Sreeja

#বাংলাকবিতা #কবিতা

29/04/2025

তবু সে দ্বার খোলেনি, দেখেনি কত ফুল ফুটেছিলো তারই নামে। অভিমানে ভরা চিঠি লিখেছি ফুলের খামে।তবু সে দুয়ার খোলেনি, হয়তো সে অভিমানে,
কেনো!কেনো চিনতে পারলাম না তারে?

কবিতা:চিনতে পারিনি তারে
কলমে: Shirin Ahmed
কন্ঠে: Voice Of Sreeja

#বাংলাকবিতা #কবিতা

25/04/2025

প্রিয় দ্বাদশীর চাঁদ,

আমার চাওয়া শুধু এটুকু-ই,আপনি ভালো থাইকেন।আমার লেখা প্রতিটা কবিতার বর্ণে,শব্দে কেবল আপনাকেই খুঁজে পাই ; আপনাকেই ভালোবাসি।

ইতি,
বায়জিদ

কলমে: Bayzid Ahmed
কন্ঠ: Voice Of Sreeja

#বাংলাকবিতা #কবিতা

23/04/2025

বসন্ত!!
তুমি এমনভাবে চলে গেলে;যেন তুমি ছিলেনা কখনো।
গভীর নিশীথে যখন নৈশব্দের ঢেউ খেলা করে, তখন তোমার কন্ঠ আমার কানে ভেসেআসে অতিদূর থেকে।

কলমে: Jannatul Ferdous
কন্ঠে: Voice Of Sreeja

#বাংলাকবিতা #কবিতা

22/04/2025

তুমি কি জানো, বৃষ্টি আমার কত প্রিয়!
তোমার চোখের মতই গভীর, শান্ত আর নিঃশব্দ শিশির।
যখন ঝরে পড়ে ফোটা ফোটা জল,
তোমার কথা মনে পড়ে- নরম, কোমল।

লেখক: Sk Tanvir Rashid
কন্ঠে: Voice Of Sreeja

#বাংলাকবিতা #কবিতা

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Sreeja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share