
11/04/2025
“সামনেই ত পহেলা বৈশাখ”
আমাদের জীবনের সবচেয়ে বড় দুশমন শয়তানের বেশ কিছু মাস্টার প্লান রয়েছে। কুরআনের সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাতায়ালা সেই মাস্টার প্ল্যান সম্পর্কে বিবৃত করেছেন। শয়তান যখন তার দোষে আসমান থেকে বিতাড়িত হলো‚ যখন সে অভিশপ্তদের কাতারে নাম লেখালো‚ তখন সে মহান আল্লাহ সুবাহানাহু তায়ালার সামনে চারটে অঙ্গীকার তথা শপথ করে। সেই চারটা শপথ সম্পর্কে আপনাকে আমাকে অবশ্যই জানতে হবে। জাহান্নামের লেলিহান শিখা থেকে নিজেকে বাঁচানোর জন্য আমাদের জানতে হবে। শয়তানের প্রথম অঙ্গীকার ছিল-
-এবং আমি তাদের অবশ্যই পথভ্রষ্ট করব।
সুরা নিসা‚ আয়াত: ১১৯
এরই প্রেক্ষিতে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারে এই বলে যে‚ “পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় বাঘ-ভাল্লুক আর প্যাঁচার প্রতিমূর্তি মাথায় নিয়ে মিছিল করার মধ্যে খারাপ কিছু নেই; বরং এগুলো তোমাকে দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে শেখাবে। তোমার মতন কত মুসলিমই তো এসব উৎসবে যায়‚ তাদের কি ধর্ম চলে গেছে? ”
শয়তানের টোপগুলো এমনই। আপনার হিতাকাঙ্ক্ষী সেজে আপনাকে আপাত ভালো বুদ্ধি দিয়ে সে আপনাকে পহেলা বৈশাখের বাঘ-ভাল্লুক আর প্যাঁচার মূর্তি মাথায় পরিয়ে আপনাকে দিয়ে মঙ্গল শোভাযাত্রা করাবে।
শয়তান তার মিশনে সর্বৈব বিজয়ী। আমাদের দাবার গুটি বানিয়ে সে নিজের কৃত ওয়াদা পূরণে বদ্ধপরিকর। সে নিজে তো ধ্বংসপ্রাপ্ত আর অভিশপ্ত‚ তবে সে একা ধ্বংস হতে চায় না। সে চায় আল্লাহর বান্দাকে তাঁর রহমত থেকে দূরে সরিয়ে তাদের অভিশপ্ত আর ধ্বংসপ্রাপ্ত করে ছাড়তে।
আমাদের বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহুওয়া তা'য়ালা শত্রুর পরিকল্পনা আমাদের সামনে মেলে ধরেছেন। বলে দিয়েছেন কোন কোন উপায়ে‚ কোন কোন কৌশলে‚ কোন কোন রঙে ঢঙ্গে শত্রু আমাদের সামনে আসতে পারে। এবার আমাদের পালা! শত্রুর হাত থেকে বাঁচতে আমাদের হতে হবে সংকল্পবদ্ধ। সর্বোতভাবে পরাজিত করতে হবে তাকে। নয়তো আমরা হারিয়ে যাব এক নিকষ কালো অন্ধকারের মাঝে।
পরিমার্জিত: বেলা ফুরাবার আগে বই থেকে