DreamTech-IT Institute

DreamTech-IT Institute DreamTech-IT Institute
Pathways to Success! Let's Build Your Dream Career

23/08/2024
আপনি কি ফ্রিল্যান্সার হতে চান? -ডিজিটাল মার্কেটিং-এর কাজ শিখুন, মার্কেটপ্লেসে হোন সফল!➤ ডিজিটাল মার্কেটিং এর কোর্স  মডিউ...
14/09/2023

আপনি কি ফ্রিল্যান্সার হতে চান?
-ডিজিটাল মার্কেটিং-এর কাজ শিখুন, মার্কেটপ্লেসে হোন সফল!

➤ ডিজিটাল মার্কেটিং এর কোর্স মডিউল এ থাকছে নতুন চমক থাকছে শতভাগ উপার্জনের এবং কাজ পাওয়ার নিশ্চয়তা।

💕💕কোর্সটিতে যাযা থাকছেঃ
---------------------------------
🔥 ডিজিটাল মার্কেটিং ওভারভিউ
🔥 সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান (SEO) ওভারভিউ
🔥 সোশ্যাল মিডিয়া মার্কেটিং রোডম্যাপ
🔥 ইমেল মার্কেটিং ওভারভিউ
🔥 ইউটিউব ভিডিও মার্কেটিং এবং মনিটাইজেশ্ন
🔥গুগল মাই বিসনেস সম্পর্কে বিস্তারিত ধারণা
🔥আউটসোর্সিং মার্কেটপ্লেস নির্দেশিকা ওভারভিউ
🔥 মার্কেটপ্লেস পেমেন্ট পদ্ধতি সমাধান

💕💕ডিজিটাল মার্কেটিং কোর্সটি করে যা যা শিখবেন:
---------------------------------------------------------
➣মার্কেটিং সম্পর্কে জানতে পারবেন।
➣স্যোশাল মিডিয়া মার্কেটং শিখতে পারবেন।
➣এসইও শিখতে পারবেন।
➣গুগলের মার্কেটং প্লাটফর্মগুলো নিয়ে কাজ করতে শিখবেন।
➣ফ্রিল্যন্সিং কিভাবে করতে হয় জানবেন।
➣অনলাইনে কিভাবে নিজের পরিচয় তুলে ধরতে হয়।
➣ব্রান্ড ম্যানেজমেন্ট করতে শিখবেন।

💕💕ডিজিটাল মার্কেটিং শিখে অনলাইন মার্কেটপ্লেস থেকে আয় করার সুযোগ:
---------------------------------------------
১। আপওয়ার্ক
২। ফ্রিল্যান্সার.কম
৩। ফাইভার.কম
৪। এসইওক্লার্ক্স
৫। পিপল পার আওয়ার
আরো অনেক ওয়েবসাইট মার্কেটপ্লেস থেকে টাকা আয়ের সুযোগ পাবেন যদি আপনি ডিজিটাল মার্কেটিং এ দক্ষ হয়ে উঠতে পারেন।

তাহলে আর দেরি কেন! আজই আমাদের বহুল চাহিদাসম্পন্ন ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হয়ে কাজ শেখা শুরু করে দিন! আমাদের গাইডলাইন ও সার্বিক সাপোর্টের মাধ্যমে হয়ে উঠুন ফ্রিল্যান্সিং-এ সেরাদের সেরা!

🌴🌴🌴জয়েন করুন আমাদের ফ্রী ক্লাসে
🔥🔥আগামী কাল ক্লাস লিংক প্রথম কমেন্টে দেওয়া হবে

💞💞আপনার কাঙ্ক্ষিত কোর্সে ভর্তি হতে আজই যোগাযোগ করুন।
ফ্রিল্যান্সিং-এর উপর ফ্রি কনসালটেন্সি পেতে কল করে এই নম্বরে: ০১৭৫১-৪০২৫৮০

Manuser nijer bole kicui nai.
01/06/2023

Manuser nijer bole kicui nai.

বের হচ্ছিলাম বাসা থেকে, এমন সময় বাবা বললো 'তোমার কাছে কি ৫০০ টাকা হবে?'

হঠাৎ কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো, বাবার দিকে তাকিয়ে মনে পড়ে গেলো সেই ক্লাস টু'র একটি

কথা।

বাবাকে বলেছিলাম 'বাবা ২ টাকা দিবা?'

বাবা 'কেন? কি করবে ২ টাকা দিয়ে?' আমিঃ আইসক্রিম খাবো। (তখন এক

টাকায় ৪ টা রঙিন আইসক্রিম অথবা ২ টা

বরফের সাথে নারকেল দেয়া আইসক্রিম পাওয়া যেতো)। বাবা ২ টাকার পরিবর্তে ৫ টাকা দিয়েছিলো।।

বাবা-মা আসলেই বড় অদ্ভুত ক্যারেকটার, তারা সারাজীবন চেষ্টা করেছেন তাদের

সর্বোচ্চটা আমাদের জন্য করার।

সময় কতোটা দ্রুত চলে যায়, আজ বাবা

অবসরপ্রাপ্ত। কেন যেন খুব কান্না পেলো, জানি না। ওয়ালেট হাতড়ে ১০০ টাকা বাদে যা ছিলো সবটা বাবাকে

দিয়ে দিলাম।

বাবাঃ আরে পাগল, এতো দিয়ে আমি কি

করবো?

আমিঃ বাইরে যাও, তোমার দোস্তদের সাথে আড্ডা দিবা, চা নাস্তা খাবা আর কি..

বলেই উল্টো ঘুরে হাঁটা শুরু করলাম, নিজের চোখের পানি

এড়াতে।

আপনজনের জন্য সময়মতো কিছু করতে না পারলে

কিসের চাকুরী, কিসের ব্যবসা, এসব দিয়ে কি হবে, কিসের

প্রাচুর্য, সবই তো ক্ষণস্থায়ী।

আমি মনে করি আমার বলে কিছু নেই, সব সাময়িকভাবে আমাকে ব্যবহারের সুযোগ দিয়েছে ওপরওয়ালা। সবকিছুই

ঠিকঠাক রয়ে যায়, থাকে না শুধু মানুষগুলো...!!!

#সংগৃহীত

👉লিখাটি ভাল লেগে থাকলে প্লিজ পেজে একটা ফলো দিয়েন সাথেই থাকবেন ❤️❤️

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when DreamTech-IT Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share