Emni.

Emni. Never give up �

11/04/2025

দেখতে সুন্দর হইলে প্রতিদিন ২টা ছবি আপলোড দিতাম আর শুক্রবার উপলক্ষে ৫টা

30/03/2025

ফুল দেওয়ার চেয়েও ফুলের মত যত্নে রাখা মানুষের বেশি প্রয়োজন!💙

07/03/2025

তুমরা চবাই কেমন আচো?অনেকদিন পর পেচবুকে আসলাম।

07/03/2025

ইয়ে বেকার ইন্তেজার কা ওয়াক্ত খো গায়া ইয়ে জনম কে লিয়ে
হাম তো মেরি চাহাত মে ইতনা তামান্না অওর দারদ ভি দেখানে লিয়ে মুকতালিফ হো
মেরা অপ্সরা চালি গায়ি আপনি রাস্তি পার
ম্যায় তো কাভি ফিরানে কে লিয়ে কাবিল নেহি রাহা

02/03/2025

"মাথামোটারা পড়ার বই ছাড়া কিছু বোঝে না_ শুধু বই পড়ে আর ফার্স্ট-সেকেন্ড হয়। "

একী কাণ্ড
হুমায়ূন আহমেদ

02/03/2025

ছোট্ট সুপ্রভা। তোমার প্রসঙ্গ "অপেক্ষা"উপন্যাসে আর আসবে না।কারন তোমার জন্যে কেউ অপেক্ষা করে থাকবে না। মৃত্য মানুষদের জন্য আমারা অপেক্ষা করি না। আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্যে।এই চরম সত্যটি না জেনেই তুমি হারিয়ে গেলে।

অপেক্ষা - হুমায়ূন আহমেদ

02/03/2025

আমি নিজে হিন্দু হলেও রোজা আসলে প্রতিবছর ই মনের ভেতর এক ধরনের উৎসব মুখর অনুভূতি সৃষ্টি হয়!

Ramadan Mubarak 🖤

02/03/2025

মানুষের নৈতিকতাবোধ মূলত আত্মকেন্দ্রিক,
তারা শুধু তাকেই ভালো বলে;
যা তাদের নিজের স্বার্থের জন্য ভালো 😊

28/02/2025

পৃথিবীর সবচেয়ে বড় রোগ হলো,

যখন নিয়ম করে আপনি কাউকে বলবেন আপনি কি করছেন, কিংবা আপনি ভালো আছেন।

নিয়ম করে প্রতিদিন সেই মানুষটার সাথে কথা বলবেন, তার কথা শুনতে ইচ্ছা হবে।

আবার নিয়ম করে তার উপর রাগ করবেন কিংবা মাঝে মাঝে আপনার অভিমান অভিযোগ থাকবে।

এই অসুখে পড়লে আপনি কখনোই আর সুস্থ হতে পারবেন নাহ!

✍️ অনিন্দ্য আকাশ

#লিখালিখি

Posted by

মানুষ যন্ত্রণাকে যতটা রোমান্টিসাইজ করে, এমনকি রোমান্স করাও ততটা রোমান্টিক না।আমাদের সামনে সমস্ত পৃথিবী খোলা ছিলো। সাগর-প...
28/02/2025

মানুষ যন্ত্রণাকে যতটা রোমান্টিসাইজ করে, এমনকি রোমান্স করাও ততটা রোমান্টিক না।

আমাদের সামনে সমস্ত পৃথিবী খোলা ছিলো। সাগর-পাহাড়-অরণ্য। প্রেম ও সৌন্দর্য। লিচু আর কাঁঠাল। আকাশ আর পাতাল। মানবের অকল্পনীয় সব অর্জন। কিন্তু আমাদের ছুঁয়ে গেল বিষাদ। দুঃখ আর যন্ত্রণা!

হরিণ শাবক জন্মেই দৌড়ায়, মানুষ জন্মেই কাঁদে। যে যা করতে আসে আরকি!

জীবনের যন্ত্রণায় সিলভিয়া প্লাথ নিজের মাথা টোস্টারে ঢুকিয়ে দিয়েছিলেন, তাঁর কবিতাকে মানুষ ভালোবেসে দুঃখের স্মারক বানালো। জীবনানন্দের অকালমৃত্যু কি তাঁর কবিতার উপমার উপমা বদলে দেয়নি!

ভিনসেন্ট ভ্যানগগের জরা আর দুর্দশাই কি তাঁর শিল্পকে শ্রেষ্ঠের চেয়েও বেশি ভালোবাসা দিলো? আমি জানি না। আমি জানি দুঃখের চেয়ে সরল অনুবাদ আর কিছু হয়না। কাউকে কাঁদতে দেখলে খারাপ লাগে। সে স্বজাতি হোক বা জার্মান হোক।

যন্ত্রণায় চিরজীবী হয়েছেন এমন মানুষ, শিল্পী অসংখ্য। 27 club নামে তো একটা টার্মই আছে। গত দুই শতাব্দীতে পৃথিবীর সবচেয়ে গুণী আর বিখ্যাত মানুষদের একটা বড় অংশ ২৭ বছর বয়সে নির্মম ভাবে মারা গিয়েছেন। সেখান থেকেই 27 club কথাটি আসে। কার্ট কোবিন, জিম মরিসন, জিমি হ্যনরিক্স, সিলভিয়া প্লাথ সহ পঞ্চাশের বেশি শিল্পী ২৭ এর ক্লাবে আছেন।

আজকের নন্দনতত্ত্বকে অনেকটাই দখল করে আছে দুঃখময়তা। একবিংশ শতাব্দীতে বিষাদই সবচেয়ে সার্বজনীন আর সমাদৃত। দুঃখ আমাদের এত ভোগায় তবু তার এমন অস্বাভাবিক জনপ্রিয়তা কেন? দুঃখের পৃষ্ঠপোষক কে? আমার তো স্বয়ং খোদাকেই সন্দেহ হয়।

- দিগ্বিজয় আজাদ

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Emni. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Emni.:

Share