29/07/2025
২০ বছর বয়সের আগে প্রত্যেকটা ছেলেমেয়ের যেসব বিষয় জানা এবং মানা উচিৎ..
✍️----------তাজুল ইসলাম
১) এই বয়সে যৌ'নতা নিয়ে আগ্রহ হবে এটা স্বাভাবিক। মাথায় উদ্ভট কথাবার্তা ঘুরপাক খাবে। কিন্তু ভুলেও এসবের ফাদে পা দেওয়া যাবে না না না
২) এই বয়সের আগে প্রেমের মোহ জন্মাবে কিন্তু ভাই বিশ্বাস করেন, এই বয়সে প্রেম খুব একটা টেকে না।
--- কারণ দুজনেই ইম্যাচুয়ার থাকে তখন। তাছাড়া এই বয়সে প্রেম করলে পড়াশোনার ১২ টা বাজিয়ে ফেলবেন। আবেগকে কন্ট্রোল করলে নিজেকে অনেকদূর এগিয়ে নিয়ে যেতে পারবেন।
৩) নিজেকে বাবা-মায়ের চেয়ে বেশি জ্ঞানী ভাবিয়েন না।
এই বয়সে আগ বাড়াইয়া পাকনামি করার প্রবনতা থাকবে কিন্তু দিনশেষে দেখবেন মা-বাবার কথাই ঠিক। সো, বাবা-মার অবাধ্য সন্তান হইওয়েন না না না।
৪। খারাপ সঙ্গ একেবারে ত্যাগ করবেন। যেইসব ছেলে রাস্তার মোড়ে বা টঙ্গে দাঁড়িয়ে বেনসন টান মারে এইসব ছেলে থেকে কয়েকশো হাত দূরে থাকতে হবে। শুধু এরা না যারা খারাপ কাজ করে তাদের থেকে দূরে থাকতে হবে।
৫। পড়াশোনার পাশাপাশি যেকোনো একটা স্কিল ডেভেলপ করবেন। পড়শোনা তো সবাই করে কিন্তু স্কিল ডেভেলপ খুব কমে মানুষই করে। রাঁন্না হক, আর্ট হোক, হ্যা'কিং হোক কিছু একটা শিখবেন। জীবনে প্রেম করে কাজে না লাগলেও এগুলো ঠিকি কাজে লাগবে৷
৬। রাত জেগে থাকার একটা টেন্ডেন্সি থাকবে তখন। মনে হবে আরে এখন আমরা কিশোর, সমস্যা নাই রাত জাগলে। কিন্তু সমস্যা অবশ্যই আছে। তাই ১১.৩০ এর আগেই শুয়ে পড়তে হবে।
৭। টাকার মর্ম বুঝতে হবে৷ আপনার মায়ের ১০০ টাকায় সারাদিন চলে যায় কিন্তু আপনার ফুচকা খাওয়ার বিল-ই লাগে ২০০ টাকা। এমনটা হলে কিন্তু চলবে না৷ তখন থেকেই একটা সঞ্চয়ী মনোভাব গড়ে তুলতে হবে৷
৮। বড়দের শ্রদ্ধা করা শিখতে হবে। দেখা হলে সালাম-আদাব এর সহিত কথা বলতে হবে৷ মনে রাখবেন একদিন আপনি ওই বড়দের কাতারে যাবেন সো....
৯। নিজেকে সময় দেন। যাকে বলতেছেন "তোমাকে ছাড়া আমার চলবে না", গিয়ে দেখেন আপনারে জাস্ট পোস্টে রিয়েক্ট দেন বলে ফ্রেন্ডলিস্টে রাখছে৷ সো আবেগ ক্ষয় না করে সঠিক সময়ের জন্য সঞ্চয় করুন।
এই বয়সে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বেশি, তাই মুটামুটি এগুলো মেনে চললে পরবর্তী জীবন টা আরও সুন্দর ও গোছানো হবে। 🌸💖
✍️----------তাজুল ইসলাম