জাতীয় বিশ্ববিদ্যালয় : National University

জাতীয় বিশ্ববিদ্যালয় : National University Tazul Easy Math Solution
(2)

♥জব প্রিপারেশন স্টাডি প্লান ও সাজেশন♥
গণিত বেসিকসহ প্রিলি,লিখিত ও শর্টকাট সমাধান।
বিসিএস,নিবন্ধন,প্রাইমারি সহ সকল মন্ত্রনালয়ে
গণিত ও ইংরেজি, বাংলা ও সাধারণ জ্ঞানের সকল টপিকের বেসিক ও সুপার শর্ট টেকনিক এই পেজে পাবেন।ধন্যবাদ।

31/07/2025
এসব পোস্ট সবার চোখে পড়ে না
31/07/2025

এসব পোস্ট সবার চোখে পড়ে না

30/07/2025

29/07/2025

📵তিতা হলেও সত্য,
স্নাতক (সম্মান) কমপ্লিট করার পরেই একজন শিক্ষার্থীর চূড়ান্ত অসম্মানের জীবন শুরু!!

২০ বছর বয়সের আগে প্রত্যেকটা ছেলেমেয়ের যেসব বিষয় জানা এবং মানা উচিৎ..✍️----------তাজুল ইসলাম১) এই বয়সে যৌ'নতা নিয়ে আগ্রহ ...
29/07/2025

২০ বছর বয়সের আগে প্রত্যেকটা ছেলেমেয়ের যেসব বিষয় জানা এবং মানা উচিৎ..
✍️----------তাজুল ইসলাম

১) এই বয়সে যৌ'নতা নিয়ে আগ্রহ হবে এটা স্বাভাবিক। মাথায় উদ্ভট কথাবার্তা ঘুরপাক খাবে। কিন্তু ভুলেও এসবের ফাদে পা দেওয়া যাবে না না না

২) এই বয়সের আগে প্রেমের মোহ জন্মাবে কিন্তু ভাই বিশ্বাস করেন, এই বয়সে প্রেম খুব একটা টেকে না।
--- কারণ দুজনেই ইম্যাচুয়ার থাকে তখন। তাছাড়া এই বয়সে প্রেম করলে পড়াশোনার ১২ টা বাজিয়ে ফেলবেন। আবেগকে কন্ট্রোল করলে নিজেকে অনেকদূর এগিয়ে নিয়ে যেতে পারবেন।

৩) নিজেকে বাবা-মায়ের চেয়ে বেশি জ্ঞানী ভাবিয়েন না।
এই বয়সে আগ বাড়াইয়া পাকনামি করার প্রবনতা থাকবে কিন্তু দিনশেষে দেখবেন মা-বাবার কথাই ঠিক। সো, বাবা-মার অবাধ্য সন্তান হইওয়েন না না না।

৪। খারাপ সঙ্গ একেবারে ত্যাগ করবেন। যেইসব ছেলে রাস্তার মোড়ে বা টঙ্গে দাঁড়িয়ে বেনসন টান মারে এইসব ছেলে থেকে কয়েকশো হাত দূরে থাকতে হবে। শুধু এরা না যারা খারাপ কাজ করে তাদের থেকে দূরে থাকতে হবে।

৫। পড়াশোনার পাশাপাশি যেকোনো একটা স্কিল ডেভেলপ করবেন। পড়শোনা তো সবাই করে কিন্তু স্কিল ডেভেলপ খুব কমে মানুষই করে। রাঁন্না হক, আর্ট হোক, হ্যা'কিং হোক কিছু একটা শিখবেন। জীবনে প্রেম করে কাজে না লাগলেও এগুলো ঠিকি কাজে লাগবে৷

৬। রাত জেগে থাকার একটা টেন্ডেন্সি থাকবে তখন। মনে হবে আরে এখন আমরা কিশোর, সমস্যা নাই রাত জাগলে। কিন্তু সমস্যা অবশ্যই আছে। তাই ১১.৩০ এর আগেই শুয়ে পড়তে হবে।

৭। টাকার মর্ম বুঝতে হবে৷ আপনার মায়ের ১০০ টাকায় সারাদিন চলে যায় কিন্তু আপনার ফুচকা খাওয়ার বিল-ই লাগে ২০০ টাকা। এমনটা হলে কিন্তু চলবে না৷ তখন থেকেই একটা সঞ্চয়ী মনোভাব গড়ে তুলতে হবে৷

৮। বড়দের শ্রদ্ধা করা শিখতে হবে। দেখা হলে সালাম-আদাব এর সহিত কথা বলতে হবে৷ মনে রাখবেন একদিন আপনি ওই বড়দের কাতারে যাবেন সো....

৯। নিজেকে সময় দেন। যাকে বলতেছেন "তোমাকে ছাড়া আমার চলবে না", গিয়ে দেখেন আপনারে জাস্ট পোস্টে রিয়েক্ট দেন বলে ফ্রেন্ডলিস্টে রাখছে৷ সো আবেগ ক্ষয় না করে সঠিক সময়ের জন্য সঞ্চয় করুন।

এই বয়সে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বেশি, তাই মুটামুটি এগুলো মেনে চললে পরবর্তী জীবন টা আরও সুন্দর ও গোছানো হবে। 🌸💖

✍️----------তাজুল ইসলাম

29/07/2025

তোমার প্রতিটি ব্যর্থতা ❌📉
তোমাকে সফলতার আরও এক ধাপ কাছে নিয়ে যাচ্ছে 📈🎯,
শুধু থেমে যেও না 🚶‍♂️🔥

✍️----------তাজুল ইসলাম

49তম বিসিএস (শিক্ষা) গণিত
28/07/2025

49তম বিসিএস (শিক্ষা) গণিত

28/07/2025

27/07/2025

এখনকার দিনে বাচ্চাদের গরমে স্কুল বন্ধ দিলে তাদের মা বাবা ঘুরতে নিয়ে যায় 😊

আর আমাদের সময় স্কুল বন্ধ দিলে মাথার চুল ফালাইয়া টাকলা করে দিত 🙂

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when জাতীয় বিশ্ববিদ্যালয় : National University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জাতীয় বিশ্ববিদ্যালয় : National University:

Share