জাতীয় বিশ্ববিদ্যালয় : National University

জাতীয় বিশ্ববিদ্যালয় : National University Tazul Easy Math Solution
(1)

♥BCS, নিবন্ধন, প্রাইমারি ও সকল মন্ত্রণালয় পরীক্ষার প্রস্তুতি♥
♥প্রাইমারি ও নিবন্ধনের জন্য আমাদের ১০০ দিনের স্টাডি প্লান শুরু হয়েছে।♥
♦ফ্রীতে গ্রুপে এড হতে ইনবক্সে নক দিন।♦
📝 গণিত, ইংরেজি, বাংলা ও সাধারণ জ্ঞানের বেসিক + শর্ট টেকনিক সব একসাথে।(তাজুল ইসলাম)

26/08/2025

♥টিউশন করা একজন চাকরিপ্রার্থীকে প্রস্তুতির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এগিয়ে দেয়♦
আপনি কি এটার সাথে একমত নাকি ভিন্নমত পোষণ করেন??কমেন্ট করে জানাবেন।

সামনে আসছে নিবন্ধন ও প্রাইমারি সার্কুলার।যখন পড়তে পড়তে ক্লান্ত হবেন তখন হতাশ হলে চলবে না।নিজেকে নিজেই খুঁজে বের করতে হবে...
25/08/2025

সামনে আসছে নিবন্ধন ও প্রাইমারি সার্কুলার।
যখন পড়তে পড়তে ক্লান্ত হবেন তখন হতাশ হলে চলবে না।নিজেকে নিজেই খুঁজে বের করতে হবে।
আর নিজেকে খুঁজতে এখন থেকে প্রতিদিন একটা করে অনুপ্রেণনামূলক উক্তি শেয়ার করা হবে।
যেটা স্বপ্ন পূরনের জন্য টার্নিং পয়েন্ট হিসেবে নতুন করে পড়তে সাহায্যে করবে ইনশাআল্লাহ।
এসব উক্তি পাবেন whatsapp স্টাডিগ্রুপে।
এডমিন পোস্ট✍️----------তাজুল ইসলাম
আর হ্যা,
সামনে আসছে নিবন্ধন ও প্রাইমারি সার্কুলার। কারা কারা প্রস্তুতি নিচ্ছেন? এবার নিবন্ধন পরীক্ষা পদ্ধতি অনেকটাই পরিবর্তন হতে চলছে। বলা যায় বিশেষ বিসিএর এর মতো হবে।
প্রশ্নপত্র স্টান্ডার্ট লেবেলের হবে।------ তাজুল ইসলাম
তাই বাংলা, ইংরেজি,গণিত ও সাধারন জ্ঞান বিষয়গুলো বেসিক সহ পড়তে হবে।
যারা গণিত এবং ইংরেজিতে দূর্বল তারা এই দূর্বলতা কাঠিয়ে উঠতে পারবেন,যাস্ট সঠিক গাইডলাই ও প্রোপার ওয়েতে হার্ড ওয়ার্ক এর মাধ্যমে।

যেভাবে পড়লে বেসিক সহ জানতে পারবেন,তার পুরোপুরি গাইডলাইন পাবেন আমাদের এই গ্রুপে এবং পাশাপাশি হোয়াটঅ্যাপ স্টাডি গ্রুপে। একদম ফ্রিতে
নিবন্ধন,প্রাইমারি, বিসিএসসহ অন্যান্য সকল অধিদপ্তর বা মন্ত্রনালয়ে জব প্রস্তুতি নিতে জয়েন করেন আমাদের
হোয়াটঅ্যাপ স্টাডি গ্রুপে।
লিংকঃ কমেন্ট বক্সে দেওয়া আছে।

স্টাডি বিষয়ক যে কোনো সমস্যা সমাধানে মেসেজ,কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন।
তো আজ আপনাদের সামনে তুলে ধরলাম জবের পরীক্ষায় বাংলায় কিভাবে নিজেকে অন্য সবার চেয়ে বেশি এগিয়ে থাকবেন।

✅ জবের পরীক্ষায় বাংলা ব্যাকরণে ভালো করতে যা যা করতে হবে--------তাজুল ইসলাম
🔶 ১! প্রথমেই টপিক বাছাই করে নিতে হবেঃ
প্রথমে বাংলা ব্যাকরণে যেসব অধ্যায় থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী, সেগুলো বাচাই করতে হবে:
✔️ ভাষা, ধ্বনি ও বর্ণ
✔️ সন্ধি বিচ্ছেদ
✔️ সমাস
✔️ কারক ও বিভক্তি
✔️ প্রকৃতি ও প্রত্যয়
✔️ উপসর্গ ও অনুসর্গ
✔️ পদ প্রকরণ
✔️ বাক্য প্রকরণ
✔️ বাচ্য
👉 এরপর মুখস্থ অংশ
✔️ সমার্থক ও বিপরীতার্থক শব্দ
✔️শব্দ প্রকরণ
✔️ বানান শুদ্ধিকরণ
✔️ এককথায় প্রকাশ
✔️ বাগধারা ও প্রবাদ-প্রবচন
✔️ পারিভাষিক শব্দ
--------তাজুল ইসলাম
🔶 ২! প্রতিটি অধ্যায়ের বেসিক নিয়ম আগে ভালোভাবে বুঝে নিতে হবেঃ
কোন অধ্যায়ে কী কী নিয়ম আছে, তা বের করে একে একে আয়ত্ত করতে হবে।----তাজুল ইসলাম
👉 যেমন, সমাস–এর প্রধানত ৬টি প্রকারভেদ ও তাদের নিয়ম, কারক–এর ৬টি প্রকার ও বিভিন্ন বিভক্তির প্রয়োগ।📝 এগুলো না বুঝে মুখস্থ করলে পরীক্ষার হলে দ্বিধায় পড়তে হবে। তাই বুঝে বুঝে উদাহরণসহ পড়তে হবে।

🔶 ৩! একটি নিয়ম শিখে ৫-১০টি উদাহরণ দিয়ে নিজে অনুশীলন করতে হবে।
✔️ একটি নিয়ম কতভাবে প্রশ্নে আসতে পারে, তা বোঝার জন্য নিয়মের আলোকে অনেক প্রশ্ন সমাধান করুন।
❌ একটি প্রশ্ন ৪-৫ ভাবে না শিখে —
✅ বরং একটি মূল নিয়মের অধীনে বিভিন্ন উদাহরণ চর্চা করুন, যাতে পরীক্ষায় দ্রুত ও নির্ভুলভাবে উত্তর দিতে পারেন।--------তাজুল ইসলাম

🔶 ৪! ব্যাকরণের নিয়মের সাথে সাথে কিছু অংশের জন্য আলাদা নোট রাখতে হবে।
📒 প্রতিদিন ৫-১০টি নতুন বাগধারা, এককথায় প্রকাশ, বা সমার্থক শব্দ লেখার অভ্যাস করুন।
🧠 অর্থ, উৎস এবং বাক্যপ্রয়োগ সহ লিখে কমপক্ষে ৩ বার পড়তে হবে।--------তাজুল ইসলাম

🔶 ৫! বিগত সালের প্রশ্নগুলোর অধ্যায়ভিত্তিক বিশ্লেষণ করতে হবেঃ
যে অধ্যায় বা টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে, সেগুলোতে সর্বোচ্চ গুরুত্ব দিন।
🎯 যেমন:সমাস → প্রতি পরীক্ষায় ২–৩টি প্রশ্ন থাকেই।কারক ও বিভক্তি → প্রায় প্রতি পরীক্ষায় ১–২টি প্রশ্ন আসে।
বানান ও বাক্য শুদ্ধি → প্রতি পরীক্ষায় ৩–৫টি প্রশ্ন থাকে।বাগধারা→ প্রায় প্রতি পরীক্ষায় ১–২টি করে আসে।
এককথায় প্রকাশ → প্রায় প্রতি পরীক্ষায় ১–২টি করে আসে।--------তাজুল ইসলাম

🔶 ৬! বাংলা ব্যাকরণ বুঝে বুঝে শিখতে হবে — মুখস্থ করলে নিয়ম মনে রাখা কঠিনঃ
কারণ ব্যাকরণ = নিয়ম + ব্যাখ্যা + প্রয়োগবিরচন অংশ = নিয়মিত চর্চা + বাক্যে প্রয়োগ
❌ শুধু গাইড বইয়ের উত্তর মুখস্থ করলে পরীক্ষার প্রশ্নে সামান্য পরিবর্তন আসলেই ভুল হওয়ার সম্ভাবনা থাকে।✅ নিজের খাতায় নিয়ম লিখে উদাহরণসহ অনুশীলন করলে তা স্থায়ীভাবে মনে থাকে।--------তাজুল ইসলাম

🔶 ৭! প্রতিটি টপিক থেকে কমপক্ষে ৮০%–৯০% প্রশ্ন সমাধান করতে হবেঃ
এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে, ওই টপিকের উপর আপনার দখল তৈরি হয়েছে।কোনো টপিকের ৪০%-৫০% প্রশ্ন সমাধান করে "আমি সব পারি" মনে করলে আত্মতুষ্টিতে ভুগতে পারেন, যা পরীক্ষার জন্য ঝুঁকিপূর্ণ।--------তাজুল ইসলাম

🔶 ৮! সপ্তাহে ১ দিন কেবল রিভিশনের জন্য রাখুন।
📌 প্রতি সপ্তাহে একদিন শুধু পূর্বে পড়া ব্যাকরণের নিয়ম এবং বিরচন অংশ রিভিশন দিন।নাহলে নতুন কিছু শিখতে গিয়ে পুরোনো পড়া বিষয়গুলো স্মৃতি থেকে হারিয়ে যাবে।✅ নিয়মিত রিভিশন মানেই — পড়া মনে গেঁথে যাওয়া।
✅ ভুল কম, নম্বর বেশি।
-------------তাজুল ইসলাম
বিসিএস,নিবন্ধন,প্রাইমারিসহ অন্যান্য সকল অধিদপ্তর বা মন্ত্রনালয়ে জব প্রস্তুতি নিতে
বাংলা ব্যাকরণে যে কোনো সমস্যা সমাধানে মেসেজ,কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন।
--------------------------তাজুল ইসলাম
==============================

24/08/2025
********পরিপাটি হয়ে গিয়ে অপমানিত হওয়াকেই ভাইভা বলে 🙂
23/08/2025

********পরিপাটি হয়ে গিয়ে অপমানিত হওয়াকেই ভাইভা বলে 🙂

SSC Higher Math Suggestion -2026
22/08/2025

SSC Higher Math Suggestion -2026

কাউকে হারিয়ে দেওয়াটা সহজ। কঠিন হলো, কারো মন জয় করা।
20/08/2025

কাউকে হারিয়ে দেওয়াটা সহজ।
কঠিন হলো, কারো মন জয় করা।

19/08/2025

চ্যাটজিপিটিকে বলা হয়েছে তুমি ১থেকে ১কোটি পর্যন্ত গননা করো.... উত্তরে বাকিটা ইতিহাস

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when জাতীয় বিশ্ববিদ্যালয় : National University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জাতীয় বিশ্ববিদ্যালয় : National University:

Share