It's Sohan

It's Sohan আমি বিশ্বাসী, আমি সাহসী আমি পারি, আমি পারবো✊💪💪

- ইনশাআল্লাহ💖🤲

  টাকা ছাড়া পুরুষ মানুষের মতো অসহায় প্রাণী পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই💸💸
23/05/2024


টাকা ছাড়া পুরুষ মানুষের মতো অসহায় প্রাণী পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই💸💸

22/04/2024

Alhamdulillah going to Cox's Bazar for the 6th time🏃‍♂️🏃‍♂️🏃‍♂️





06/04/2024

‎‫اللهمَّ إِنَّكَ عفو تحب العفو فاعفُ عني‬‎
উচ্চারণঃ
"আল্লাহুম্মা ইন্নাকা 'আফুউউন তুহিব্বুল 'আফওয়া ফা 'ফুউ 'আন্নী"
অর্থঃ
হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন।(তিরমিযী-৩৫১৩)

20/02/2024


মহান রাষ্ট্রভাষা আন্দোলনের স্মৃতির গৌরবমাখা মাস ফেব্রুয়ারির কথা এলেই মনে পড়ে সেই চেনা গানের সুর-
‘'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।

#"মনে পড়ে একুশের প্রথম প্রহর থেকে কালো ব্যানার, পতাকা, ব্যাজ আর গোলাপ, গাঁদা, মল্লিকা, ডালিয়ার সুসজ্জিত স্তবক বা মালা নিয়ে প্রভাতফেরি করে পায়ে-পায়ে শহীদ মিনারের দিকে এগিয়ে যাওয়া। "

#"বরাবর ফেব্রুয়ারি প্রথম দিন থেকেই শুরু হয় অমর একুশের বইমেলা। এবারও ফেব্রুয়ারির শুরুতে বইমেলা শুরু হচ্ছে....!"

#"ফেব্রুয়ারিতে শিল্প–সংস্কৃতি, সৃজন–মননের, উদ্‌যাপনের বহুমাত্রিক উদ্যোগ উৎসব চলতে থাকে মাসজুড়ে। বইমেলা, শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্যোৎসবসহ নানা আয়োজনে মাসটি একটি ভিন্ন রকমের দ্যোতনা নিয়ে আসে বাঙালির জীবনে।"

"ফেব্রুয়ারিতেই আবার শীতের কুহেলী কাটিয়ে বাংলা ঋতুচক্রের ঋতুরাজ বসন্তেরও আগমন ছুঁই ছুঁই।
তাই প্রত্যাশা থাকবে জীবন ও প্রকৃতিতে ফিরবে চিরচেনা প্রাণচাঞ্চল্য।"

"একুশ আমার অহংকার!"
🇧🇩🌹🇧🇩

মন্তব্য কখনো গন্তব্য ঠেঁকাতে পারে না ।। সৃষ্টির সেরা হিসেবে স্বীকৃতি পেয়েছে মানুষ । মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এ...
04/02/2024

মন্তব্য কখনো গন্তব্য ঠেঁকাতে পারে না ।।
সৃষ্টির সেরা হিসেবে স্বীকৃতি পেয়েছে মানুষ ।
মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে সময়। সময় কে কাজে লাগিয়ে জীবনে পরিশ্রম করতে পারলে জীবনে সফলতা অর্জন করা সম্ভব। জীবনে পরিশ্রম এবং সংগ্রাম করে সফলতা অর্জন করতে হবে।
সফলতা আসবেই আসবে
ইনশাআল্লাহ 💪💪





 #বাস্তবতা ১২ পিস পিঠা বিক্রি করে লাভ হবে কম পক্ষে ২৪ টাকা।১২টি পিঠা এক সাথে বানাতে সময় লাগবে সর্বোচ্চ ৬মিনিট। তাহলে ওর ...
26/01/2024

#বাস্তবতা
১২ পিস পিঠা বিক্রি করে লাভ হবে কম পক্ষে ২৪ টাকা।
১২টি পিঠা এক সাথে বানাতে সময় লাগবে সর্বোচ্চ ৬মিনিট। তাহলে ওর ইনকাম প্রতি ৬ মিনিটে ২৪ টাকা, ১ ঘন্টায় ২৪০ টাকা। যদি সে প্রতিদিন বিকাল ০৫:০০ টা থেকে ১০:০০ টা পর্যন্ত মোট ৫ ঘন্টা ব্যবসা করে তাহলে তার আয় হচ্ছে, ৫x২৪০=১,২০০/- টাকা। হা হিসাব করে দেখেন ১,২০০ টাকা। এটা তার সর্বনিম্ন দৈনিক আয়। (১,২০০ টাকা)।
তাহলে এবার হিসাব করে দেখেন তার মাসিক ইনকাম.....
৩০ x ১,২০০ = ৩৬,০০০/- (৩৬ হাজার টাকা)।
একজন পিঠা বিক্রেতা মাসে আয় করেন ৩৬ হাজার টাকা।
হা ভাই এটাই হলো ব্যবসা।
যেখানে একজন লোক ৯-১০ ঘন্টা মজুরি করে আয় করে ৫০০/- (৫শত টাকা), মাসে ১৫ হাজার টাকা।
সেখানে একজন পিঠা বিক্রেতা দৈনিক ৫ ঘন্টা কাজ করে আয় করছেন ১,২০০/- (১হাজার ২শ টাকা), মাসে ৩৬ হাজার টাকা। তবে সেটা একদিনে হয়নি। কয়েক বছর লেগে থাকার পর এই অবস্থান তৈরি হয়েছে। তাই আমি মনে করি সফলতার শেষ মন্ত্র একটাই "লেগে থাকা"।

08/01/2024

দিন যাচ্ছে প্রয়োজনীয়তা বেড়েই চলতেছে কিন্তু সুযোগ কে পাচ্ছে আপনি নাকি অন্য কেউ???

গ্রামীণফোন যেমন তার সুযোগেই সুযোগ কাজে লাগাচ্ছে
সে আরো সামনে এগিয়ে যাচ্ছে,,,,

আপনি কি আপনার পরিকল্পনা এগিয়ে যাচ্ছেন,,, 🙂

 #টাকাইসব জীবনের জন্য টাকা চাই 💸উপভোগ করার জন্য টাকা চাই💸উপভোগ করার সময় টাকা চাই💸
05/01/2024

#টাকাইসব

জীবনের জন্য টাকা চাই 💸
উপভোগ করার জন্য টাকা চাই💸
উপভোগ করার সময় টাকা চাই💸

আলহামদুলিল্লাহ,,, সময়ের সাথে সব কিছু অর্জন হতে যাচ্ছে। ইনশাআল্লাহ এই ভাবে আমার ছোট বড় সকল প্রাণ প্রিয় মানুষগুলো স্বপ্ন প...
02/01/2024

আলহামদুলিল্লাহ,,,
সময়ের সাথে সব কিছু অর্জন হতে যাচ্ছে।
ইনশাআল্লাহ এই ভাবে আমার ছোট বড় সকল প্রাণ প্রিয় মানুষগুলো স্বপ্ন পূরণ করতে থাকব।



📅২০২৩ সালের সকল প্রশংসা আল্লাহর।কি হারালাম এর কি পেলাম এই হিসাব না করে ।২০২৩ সালে যা পায়নি তা অর্জন করতে হবে ২০২৪ সালে ...
01/01/2024

📅২০২৩ সালের সকল প্রশংসা আল্লাহর।
কি হারালাম এর কি পেলাম এই হিসাব না করে ।
২০২৩ সালে যা পায়নি তা অর্জন করতে হবে ২০২৪ সালে ।📅

২০২৪ সাল জীবনের এচিভমেন্ট গুলো আনতে হবে এই লক্ষ্যে এগিয়ে চলতে হবে ।
আপনার সিদ্ধান্ত আপনাকে বদলে দিবে । ২০২৪ হবে পরিবর্তনের সাল ।
আপনি সিদ্ধান্ত নিন আপনিও ভালো কিছু করতে পারবেন ।
আপনার প্ল্যান কি কখন কিভাবে আপনি আপনার লক্ষে যাবেন কত সময় লাগবে তা সেট করেছেন ? না করলে এখনই করে ফেলুন আপনি কি করবেন কতদূর পর্যন্ত করবেন ।
সকলের জন্য শুভকামনা ২০২৪ সালের জন্য।❣️❣️

 #হতাশ_হওয়া_যাবেনা ✊বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসি...
31/12/2023

#হতাশ_হওয়া_যাবেনা ✊

বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখন তার বয়স ৬৯ বছর। ঢাকায় যখন সকাল ৫ টা বাজে, লন্ডনে তখন রাত ১১ টা। সময়ের হিসেবে লন্ডন, ঢাকার থেকে ছয় ঘণ্টা পিছিয়ে.. এতে কিন্তু প্রমাণ হয় না যে, লন্ডন ঢাকার থেকে স্লো (slow)! পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে। কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২ বছর বয়সে..

কিন্তু চাকরি পেতে আরো ৫ বছর লেগে যায়। আবার কেউ ২৭ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যান!

অনেকে ২৫ বছর বয়সে কোম্পানির CEO হয়ে, মারা যান ৫০ বছর বয়সে। আবার অনেকে ৫০ বছর বয়সে CEO হয়ে, মারা যান ৯০ বছরে। কেউ ৩৩ বয়সে এখনও সিঙ্গেল, আবার কেউ ২২ বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন! মনে হতেই পারে, পরিচিতদের মধ্যে আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন, আবার কেউ আছেন অনেক পিছিয়ে।

কিন্তু আপনার ধারনা ভুল.. প্রত্যেকেই তার নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আছেন। আগে থাকাদের প্রতি অভিযোগ না করে, পিছিয়ে থাকাদের অবহেলা না করে, সব সময় শান্ত থাকুন। আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই! আপনার পথ আপনার, অন্যের পথ অন্যের। শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান.. একদিন সফল হবেন (ইনশাআল্লাহ)।

27/12/2023

আলহামদুলিল্লাহ নতুন বছরের নতুন এক প্রস্ততি নিয়া যাত্রা শুরু করতে যাচ্ছি দোয়া করবেন সবাই🤲🤲🤲




Address

Rangpur, Dhaka
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when It's Sohan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to It's Sohan:

Share