24/11/2025
১ টি মানুষের সাহায্য বা পরামর্শের হাত ছিলো না। ধার করা টাকা দিয়ে নাম মাত্র কোর্স কিনেছিলাম। কিন্তু নিজে অনেক চেষ্টা করেছি। কিভাবে এত এত মানুষের মধ্যে নিজের কাজেকে আলাদা করে তুলবো।
১৬-১৮ ঘন্টার বেশি পরিশ্রম করেছি। এমন দিন গেছে খেয়েছি কি না জিজ্ঞাসা করেনি কেউ। বাহিরের মানুষ আমাকে কথা বলার আগে পরিবারের মানুষের কথা শুনতে হয়েছে।
বাসায় বসে কম্পিউটারে কি সময় নষ্ট করছো এর থেকে ফুডপান্ডায় গিয়ে খাবার ডিলেভারি করো।
কিন্তু আমার নিজের প্রতি আত্মবিশ্বাস ছিলো অনেক। যা এখন আরো বেরেছে।
প্রাক্টিস করেছি আর শুধু ভালো ভালো কাজ ফলো করেছি।
তবে সব থেকে কষ্টের বিষয় যারা আমার আত্মার তারা আমাকে কখনো মাথায় হাত রেখে বলেনি তুমি চেষ্টা করো, তুমি পারবে বা আমরা আছি যা হবে দেখা যাবে।
আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আজ আমি স্বপ্ন পূরনের পথে ইনশাআল্লাহ।
একজন বাসায় বসে ফ্রিল্যান্সিং করা ছেলটা আজ GOODDAY it প্রতিষ্ঠাতা, নিজের অফিসে বসে নিজের টিম নিয়ে সপ্নের পথে এগিয়ে যাচ্ছে।