Domar News BD

Domar News BD আমরা আছি সবসময়। ডোমার নীলফামারী সহ সারা দেশের খবর পেতে আমাদের পেজে লাইক দিয়ে একটিভে থাকুন।

তোমারে মিম টেলিকমের চুরির ঘটনায় দুজন গ্রেফতার।
22/10/2024

তোমারে মিম টেলিকমের চুরির ঘটনায় দুজন গ্রেফতার।

ডোমারে পুকুরে ডুবে একশিশুর মৃ/ত্যু‼️সকল পুকুর পানি দিয়ে ভর্তি নিজের সন্তানকেআগলে রাখুন 🙏
12/10/2024

ডোমারে পুকুরে ডুবে একশিশুর মৃ/ত্যু‼️
সকল পুকুর পানি দিয়ে ভর্তি নিজের সন্তানকে
আগলে রাখুন 🙏

ডোমারে 'মিম টেলিকম' নামের একটি মোবাইল ফোনের শোরুম থেকে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৩০০টি স্মার্ট ফোন চুরি হয়েছে, যার আনুমা...
03/10/2024

ডোমারে 'মিম টেলিকম' নামের একটি মোবাইল ফোনের শোরুম থেকে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৩০০টি স্মার্ট ফোন চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা। এ ঘটনায় ডোমার থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী।

বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে ডোমার সাহাপাড়া রোডে অবস্থিত 'মিম টেলিকম' নামের প্রতিষ্ঠানে এ চুরির ঘটনা ঘটে। দোকানের সর্বস্ব চুরি যাওয়ায় পথে বসেছেন প্রতিষ্ঠানটির মালিক তরুণ উদ্যোক্তা মো. রিপন হক।

তিনি বলেন, সকাল সাড়ে ৯ টার দিকে কর্মচারী দোকান খুলতে এসে শাটার ভাঙা দেখতে পেয়ে আমাকে খবর দেন। দোকানে এসে দেখি প্রায় তিনশত স্মার্টফোন চুরি করে নিয়ে গেছে।

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে মো. রিপন বলেন, ব্যাংক ও এনজিও মিলে মোট ৬টি আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ১কোটি টাকা লোন নিয়ে ব্যবসা করি। ঋনের কিস্তির জন্য প্রতিমাসে বড় অংকের টাকা জোগাড় করতে হয়। এই দোকানে কর্মচারী রয়েছে মোট ১৫ জন তাদের পরিবারের কি হবে। এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমি পথে বসে গেলাম।

এদিকে বাজারের ব্যবসায়ীরা সেখানে কর্তব্যরত নাইটগার্ডের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। নির্ধারিত সময় ফজরের আজান হলেই ডিউটি শেষ করে তারা চলে যান। অথচ অনেক ব্যবসায়ীরা দোকান খুলে সকাল ৯টার দিকে। এই সময়ের মধ্যে কোনো চুরি বা অঘটন ঘটলে সেটার দায়ভার দোকানদারের উপরে পরে যায়। এই নিয়মের সংস্কারের দাবী জানান ব্যবসায়ীরা।

02/10/2024

গাজাবাসীও হাসতে পারে। আজ রাতে শিশু কিশোর সবাইকে হাসতে দেখা গেছে। ধন্যবাদ ইরান, গাজাবাসীকে এক চিলতে হাসি উপহার দেওয়ার জন্য।

02/10/2024
পাবনায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গণধোলাই দিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দিলেন স্থানীয়রা(নিউজ লিংক কমেন্টে)
03/09/2024

পাবনায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গণধোলাই দিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দিলেন স্থানীয়রা

(নিউজ লিংক কমেন্টে)

03/09/2024

"আশুলিয়ায় ছাত্র—জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত আব্দুল্লাহিল কাফি আটক

নীলফামারী জেলার অন্তর্ভুক্ত একটি বিদ্যালয়ের চিত্রপ্রধান শিক্ষক এর কাহিনী দেখেন।পারিবারিক স্কুল....!
02/09/2024

নীলফামারী জেলার অন্তর্ভুক্ত একটি বিদ্যালয়ের চিত্র
প্রধান শিক্ষক এর কাহিনী দেখেন।
পারিবারিক স্কুল....!

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Domar News BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share