
23/07/2025
🛑 AI দিয়ে “নকল মানুষ” বানানো — হাদীসে এসেছে কঠিন শাস্তির হুঁশিয়ারি!
📌 আজকাল অনেকেই এআই (Artificial Intelligence) দিয়ে মানুষের মুখ বা শরীর বানিয়ে ছবি ও ভিডিও তৈরি করছে। অনেকেই জানেই না, এটা ইসলামের দৃষ্টিতে কতটা ভয়ংকর একটি গুনাহের কাজ!
🌙 প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ ইরশাদ করেছেন:
«إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ، الَّذِينَ يُصَوِّرُونَ هذِهِ الصُّوَرَ»
🔹 “কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের, যারা ছবি অঙ্কন করে।”
📚 (সহীহ বুখারী: ৫৯৫৪ | মুসলিম: ২১১০)
📸 AI দিয়ে ছবি তৈরি হোক কিংবা ভিডিও—যেখানে মুখাবয়ব বানানো হয়, সেটিও অনেক স্কলারদের মতে হাদীসে বর্ণিত 'তাসওীর' বা ছবি অঙ্কনের শামিল।
🤖 আপনি যেটাকে "Creative" ভাবছেন, সেটা হয়তো আল্লাহর নাফরমানি!
👉 প্রযুক্তিকে হালাল কাজে ব্যবহার করুন, হারামের পথে নয়!
🤲 আল্লাহ আমাদের এই ফিতনার যুগে হেফাজত করুন।
اللَّهُمَّ احْفَظْنَا مِنَ الْفِتَنِ، مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ
🔹 হে আল্লাহ! তুমি আমাদেরকে সকল ফিতনা থেকে হেফাজত করো — যা প্রকাশিত ও অপ্রকাশিত।
📢 শেয়ার করুন পোস্টটি — যেন আপনার বন্ধু ও ভাইরাও এই বিষয়ে সচেতন হয়!
(Mohammed Nurujjamal)