Taqwa-تقوى

Taqwa-تقوى -অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এতো দিবেন যে,তুমি খুশি হয়ে যাবে!🖤🌸

( সুরা দ্বোহা:০৫)

বিয়ে নিয়ে মানুষ অনেক ভাবনা চিন্তা করে—এই বিষয়টাই কেমন?বিয়ে ইবাদত কিন্তু এই ইবাদত টা পুরো জীবনের। আবার, জীবনের ওপারের পরি...
08/06/2025

বিয়ে নিয়ে মানুষ অনেক ভাবনা চিন্তা করে—এই বিষয়টাই কেমন?

বিয়ে ইবাদত কিন্তু এই ইবাদত টা পুরো জীবনের। আবার, জীবনের ওপারের পরিণতির সাথেও সম্পর্কিত তাই এই ইবাদতে ভালো ভাবে করাটা জরুরি।

বিয়ে কাকে করতে হবে?

যার সঙ্গে বিয়ে করলে ভালো থাকা যাবে, কষ্ট পেতে হবে না, তাকে বিয়ে করতে হবে। সে যদি কোনো কারণে সুকুনের উৎস নাও হতে পারে, অন্তত কষ্টের উৎস না হয়।

এখন কার কাছে আপনি ভালো থাকবেন?

যে অনেক বড় ব্যবসায়ী? যে অনেক আমলওয়ালা? যে অনেক সালাত সাওম আদায় করে? যে অনেক ইলমের অধিকারী? যে অনেক সুন্দর কিংবা শারীরিক সুঠাম দেহের অধিকারী?

বরং— "যার তাকওয়া আছে"। একজন মুত্তাকীর কাছে আপনি ভালো থাকবেন। বাকী সব অটোমেটিক পেয়ে যাবেন।

এখন, আগে থেকে জানা তো যায় না, কে মুত্তাকী, কে নয় তাই নিজে ভালো থাকতে হবে। আল্লাহ'র কাছে চাইতে হবে—আপনি ভালো ছিলেন, আল্লাহ যেন আপনাকে ভালো মেলান। যদি আপনি খারাপ থেকেও থাকেন, তাওবা করে নিতে হবে তীব্রভাবে। ভালো হয়ে যেতে হবে৷

এরপর, সাধ্যের মধ্যে খোঁজ-খবর নিতে হবে, বিবাহ পূর্ব কিছু বেসিক প্রশ্নোত্তরের মাধ্যমে মানুষটার তাকওয়ার স্তর বুঝার চেষ্টা করতে হবে।

কারণ, যার তাকওয়া আছে—সে খুব বেশি আমলওয়ালা বা ইলমের অধিকারী না হলেও, অন্তত তাকওয়ার কারণে আপনাকে কষ্ট দিবে না৷ কারণ সে আল্লাহ'র নিষেধ গুলো প্র্যাকটিসের ব্যাপারে আল্লাহকে ভয় করবে। তাকে নিয়ে চিন্তা নেই, সে অটোমেটিক কন্ট্রোল্ড হবে ইনশাআল্লাহ। আপনি তার কাছে আমানত, আপনার ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে এটা তার মাথায় কাজ করবে৷

ইভেন কোনো দুনিয়াবী কারণে সে যদি আপনাকে কমও ভালোবাসে, তবুও অসম্মান বা অযত্ন করবে না। সম্পর্ক তো শুধু ভালোবাসার উপর টিকে থাকে না। ভালোবাসার মানুষের হাতেও অনেকে খুন হয়। সম্পর্ক রহমা, দয়া, ক্ষমা, সবরের। সম্মানের, যত্নের। দায়িত্ব পালনের। মোস্ট ইম্পর্ট্যান্টলি খিয়ানতের দুশ্চিন্তার৷

আপনি মনের মতো একজনকে বিয়ে করে কী করবেন, যদি আপনি আজীবন কষ্টেই থাকেন?

তাই আল্লাহ পছন্দ করেন, এমন কাউকে বিয়ে করুন। আল্লাহ যাকে ভালোবাসেন, আপনি তার কাছে ভালো থাকবেন, সে যেমনই হোক। কিন্তু আল্লাহ কাদের ভালোবাসেন?

ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন - "নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন" [সূরা তাওবা, আয়াত: ৪]

মুত্তাকী পেয়ে গেলে এত বাদ বিচার করতে যেয়েন না। দুনিয়া তো অর্ধেক না হলেও এক তৃতীয়াংশ প্রায় কেটেই গেছে আপনার, বাকীটাও চলে যাবে। এত ভাবাভাবির কিছুও নেই আসলে।

বিয়েকে অন্যান্য ইবাদতগুলোর মতো ট্রিট করুন, ভাইয়েরা/বোনেরা। এখানে এত ফ্যান্টাসির কিছু নেই। বিয়ে দুনিয়ার জীবন পার করার অংশ, বিয়েই দুনিয়া নয়।

কিন্তু এখানে ভুল করলে, পুরো দুনিয়া জাহান্নামে যাবার আগেই এক টুকরো জাহান্নাম হয়ে যায়। তাই আল্লাহ'র কাছে কেবল মুত্তাকী চান, আর কিছু না।

~শাহ মুহাম্মদ তন্ময়

দীর্ঘ চেকআপের পর ডাক্তার চিন্তিত হয়ে পড়লেন। স্ত্রীকে আলাদা করে বলে দিলেন-আপনার স্বামী মানসিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েছেন।...
26/05/2025

দীর্ঘ চেকআপের পর ডাক্তার চিন্তিত হয়ে পড়লেন। স্ত্রীকে আলাদা করে বলে দিলেন

-আপনার স্বামী মানসিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েছেন। চাকরি, ব্যবসা, পারিবারিক দায়দায়িত্ব, সামাজিক চাপ মিলিয়ে তিনি চরম অস্থির হয়ে পড়েছেন। তার পর্যাপ্ত বিশ্রাম দরকার। ঘুম দরকার। তাকে নিরিবিলি সময় কাটানোর সুযোগ দেয়া দরকার। তার নিবিড় আদরযত্ন দরকার। ভালো খাওয়া-দাওয়া করা দরকার।
তার মন অশান্ত হয়, অস্থির হয়, উত্তেজিত হয়, এমন কথা বলা যাবে না। তার সাথে ঝগড়া করা যাবে না। বাহির থেকে আসার সাথে সাথেই উত্তপ্ত বাক্যবিনিময় করা যাবে না। মানুষটা ঘরে ফিরে যেন শান্তি পান, সে পরিবেশ বজায় রাখতে হবে। আপনি মুখ বন্ধ রাখলেই প্রায় সব সমস্যার সমাধান হয়ে যাবে।
আপনি তার স্ত্রী। এসব বিষয়ের দিকে দৃষ্টি রাখা আর কারো পক্ষে সম্ভব নয়। তাকে যদি এভাবে রাখা যায়, তাহলে একমাসের মধ্যে তিনি পুরোপুরি সেরে উঠবেন। নইলে যা অবস্থা দেখতে পাচ্ছি, একমাসের বেশি টেকার কথা নয়।

বাড়ি ফেরার পথে রিকশায় বসে স্বামী জানতে চাইল,
-ডাক্তার কী বললেন?
-তুমি একমাস পর মা-রা যাবে।

-শায়েখ আতিক উল্লাহ হাফি.

উমরের মতো একজন শাসক প্রয়োজন❤️
05/08/2024

উমরের মতো একজন শাসক
প্রয়োজন❤️

মেয়েটি এতই পর্দানশীন, এলাকার কেউ তার চেহারা দেখেনি। বেদ্বীন বিয়ে করার পর তার চেহারা এখন ফেসবুকে দেখা যায়!সবাই বলেছিল, দ্...
05/07/2024

মেয়েটি এতই পর্দানশীন, এলাকার কেউ তার চেহারা দেখেনি। বেদ্বীন বিয়ে করার পর তার চেহারা এখন ফেসবুকে দেখা যায়!

সবাই বলেছিল, দ্বীনের বুঝ রাখে না তো কি হয়েছে। বিয়ের পর বুঝিয়ে নিজের মত বানিয়ে নিস।

অবশেষে বিয়ের পর ছেলেটি তাকে বুঝাতে সমর্থ হলো যে, এত পর্দা করে সমাজে টিকা যায় না। একটু সাজগোজ করলে কি এমন হবে? মেয়েটিও স্বামীর আদেশ পালন করে ফেললো।

লেখা : অর্ধেকদ্বীন.কম

যে আমার অনুপস্থিতি অনুভব করে না, বলাবাহুল্য তার কাছে আমার উপস্থিতিও উপভোগ্য হবে না।বই: সুচিরিতা প্রিয়তমাসুলেখক: শায়েখ ...
22/06/2024

যে আমার অনুপস্থিতি অনুভব করে না, বলাবাহুল্য তার কাছে আমার উপস্থিতিও উপভোগ্য হবে না।

বই: সুচিরিতা প্রিয়তমাসু
লেখক: শায়েখ আতিক উল্লাহ হাফিজাহুল্লাহ

18/06/2024

দ্বীন বোঝা মেয়েদের কাছে পুরুষের মুখের দাড়ি সবচেয়ে প্রিয়। আর দ্বীন না বোঝা মেয়েদের কাছে মুখের এই দাড়িই সবচেয়ে বেশি অবহেলিত।

©আদিব সালেহ

পর্দার আসল রূপ! 💥কাবুল, আফগানিস্তান
16/05/2024

পর্দার আসল রূপ! 💥

কাবুল, আফগানিস্তান

12/05/2024

জীবন যত কঠিন, যত কষ্টেরই হোক,দুশ্চিন্তা করে কখনো সমাধান সম্ভব নয়।একমাত্র সৃষ্টিকর্তার সাহায্য ছাড়া মানুষ অসহায়।কখনো কখনো শুধু আল্লাহর কাছে দোয়া করা আর আল্লাহর ওপর ভরসা করা ছাড়া যে আমাদের কিছুই করার থাকে না।

“নিশ্চয়ই আল্লাহ্ উত্তম পরিকল্পনাকারী।"
(সূরা আনফাল,আয়াত:-৩০)

©সাদিয়া আফরিন মার্জান

Address

Kurigram
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taqwa-تقوى posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share