08/06/2025
বিয়ে নিয়ে মানুষ অনেক ভাবনা চিন্তা করে—এই বিষয়টাই কেমন?
বিয়ে ইবাদত কিন্তু এই ইবাদত টা পুরো জীবনের। আবার, জীবনের ওপারের পরিণতির সাথেও সম্পর্কিত তাই এই ইবাদতে ভালো ভাবে করাটা জরুরি।
বিয়ে কাকে করতে হবে?
যার সঙ্গে বিয়ে করলে ভালো থাকা যাবে, কষ্ট পেতে হবে না, তাকে বিয়ে করতে হবে। সে যদি কোনো কারণে সুকুনের উৎস নাও হতে পারে, অন্তত কষ্টের উৎস না হয়।
এখন কার কাছে আপনি ভালো থাকবেন?
যে অনেক বড় ব্যবসায়ী? যে অনেক আমলওয়ালা? যে অনেক সালাত সাওম আদায় করে? যে অনেক ইলমের অধিকারী? যে অনেক সুন্দর কিংবা শারীরিক সুঠাম দেহের অধিকারী?
বরং— "যার তাকওয়া আছে"। একজন মুত্তাকীর কাছে আপনি ভালো থাকবেন। বাকী সব অটোমেটিক পেয়ে যাবেন।
এখন, আগে থেকে জানা তো যায় না, কে মুত্তাকী, কে নয় তাই নিজে ভালো থাকতে হবে। আল্লাহ'র কাছে চাইতে হবে—আপনি ভালো ছিলেন, আল্লাহ যেন আপনাকে ভালো মেলান। যদি আপনি খারাপ থেকেও থাকেন, তাওবা করে নিতে হবে তীব্রভাবে। ভালো হয়ে যেতে হবে৷
এরপর, সাধ্যের মধ্যে খোঁজ-খবর নিতে হবে, বিবাহ পূর্ব কিছু বেসিক প্রশ্নোত্তরের মাধ্যমে মানুষটার তাকওয়ার স্তর বুঝার চেষ্টা করতে হবে।
কারণ, যার তাকওয়া আছে—সে খুব বেশি আমলওয়ালা বা ইলমের অধিকারী না হলেও, অন্তত তাকওয়ার কারণে আপনাকে কষ্ট দিবে না৷ কারণ সে আল্লাহ'র নিষেধ গুলো প্র্যাকটিসের ব্যাপারে আল্লাহকে ভয় করবে। তাকে নিয়ে চিন্তা নেই, সে অটোমেটিক কন্ট্রোল্ড হবে ইনশাআল্লাহ। আপনি তার কাছে আমানত, আপনার ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে এটা তার মাথায় কাজ করবে৷
ইভেন কোনো দুনিয়াবী কারণে সে যদি আপনাকে কমও ভালোবাসে, তবুও অসম্মান বা অযত্ন করবে না। সম্পর্ক তো শুধু ভালোবাসার উপর টিকে থাকে না। ভালোবাসার মানুষের হাতেও অনেকে খুন হয়। সম্পর্ক রহমা, দয়া, ক্ষমা, সবরের। সম্মানের, যত্নের। দায়িত্ব পালনের। মোস্ট ইম্পর্ট্যান্টলি খিয়ানতের দুশ্চিন্তার৷
আপনি মনের মতো একজনকে বিয়ে করে কী করবেন, যদি আপনি আজীবন কষ্টেই থাকেন?
তাই আল্লাহ পছন্দ করেন, এমন কাউকে বিয়ে করুন। আল্লাহ যাকে ভালোবাসেন, আপনি তার কাছে ভালো থাকবেন, সে যেমনই হোক। কিন্তু আল্লাহ কাদের ভালোবাসেন?
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন - "নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন" [সূরা তাওবা, আয়াত: ৪]
মুত্তাকী পেয়ে গেলে এত বাদ বিচার করতে যেয়েন না। দুনিয়া তো অর্ধেক না হলেও এক তৃতীয়াংশ প্রায় কেটেই গেছে আপনার, বাকীটাও চলে যাবে। এত ভাবাভাবির কিছুও নেই আসলে।
বিয়েকে অন্যান্য ইবাদতগুলোর মতো ট্রিট করুন, ভাইয়েরা/বোনেরা। এখানে এত ফ্যান্টাসির কিছু নেই। বিয়ে দুনিয়ার জীবন পার করার অংশ, বিয়েই দুনিয়া নয়।
কিন্তু এখানে ভুল করলে, পুরো দুনিয়া জাহান্নামে যাবার আগেই এক টুকরো জাহান্নাম হয়ে যায়। তাই আল্লাহ'র কাছে কেবল মুত্তাকী চান, আর কিছু না।
~শাহ মুহাম্মদ তন্ময়