Point Protidin-Online News Portal

Point Protidin-Online News Portal Point Protidin-Online News Portal

31/07/2025

প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছিলেন, রংপুর হবে এক নম্বর জেলা!
এখন জিরো বাজেট জেলা ঘোষণা!

29/07/2025

29/07/2025

১ আগস্ট রংপুরের তিন জেলায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না!

28/07/2025

শিক্ষা প্রতিষ্ঠানের শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল। আগামী ১ আগস্ট থেকে কার্যকর।

27/07/2025

26/07/2025

ইসরাইল ইহুদি জাতি সৃষ্টির ইতিহাস আবু ত্বহা মুহাম্মাদ আদনান

গাইবান্ধায় এক চোখ বিশিষ্ট শিশুর জন্ম: চাঞ্চল্য সৃষ্টি২৫ জুলাই ২০২৫, গাইবান্ধা জেলায়:গাইবান্ধা জেলার রাবেয়া ক্লিনিকে গতকা...
26/07/2025

গাইবান্ধায় এক চোখ বিশিষ্ট শিশুর জন্ম: চাঞ্চল্য সৃষ্টি

২৫ জুলাই ২০২৫, গাইবান্ধা জেলায়:
গাইবান্ধা জেলার রাবেয়া ক্লিনিকে গতকাল রাতে জন্মগ্রহণ করেছে এক চোখবিশিষ্ট একটি শিশু, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শিশুটির চোখটি মাথার মাঝখানে অবস্থিত, যা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সাইক্লোপিয়া (Cyclopia) নামে পরিচিত একটি বিরল জন্মগত ত্রুটি।

রাবেয়া ক্লিনিকের চিকিৎসকরা জানান, শিশুটি জন্মের পরপরই বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য মতে, এটি একটি জিনঘটিত ব্যতিক্রমধর্মী অবস্থা, যা গর্ভাবস্থায় ভ্রূণের স্নায়ুতন্ত্রের স্বাভাবিক বিকাশে জটিলতা সৃষ্টি করলে ঘটে।

স্থানীয়রা ঘটনাটি শুনে ক্লিনিক প্রাঙ্গণে ভিড় জমায়। কেউ কেউ একে অলৌকিক বললেও চিকিৎসকরা বিষয়টিকে শুধুমাত্র একটি বিরল চিকিৎসা সমস্যা হিসেবেই ব্যাখ্যা করেছেন।

চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন শিশু সাধারণত দীর্ঘদিন বাঁচে না, তবে বর্তমানে শিশুটিকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে ।

(কালেক্টেড)

22/07/2025

সচিবালয়ে ঢুকে হামলা!

(রংপুর ভুমি অফিস সহয়াকের স্ত্রী জন্য সোনার হরিণ চাকুরী হারানোর পথে স্বামী!)রংপুর ভুমি অফিস সহয়াক স্ত্রী ২০১৪ সাল অন্যের ...
22/07/2025

(রংপুর ভুমি অফিস সহয়াকের স্ত্রী জন্য সোনার হরিণ চাকুরী হারানোর পথে স্বামী!)
রংপুর ভুমি অফিস সহয়াক স্ত্রী ২০১৪ সাল অন্যের টাকা নিয়ে বছরের পর বছর তাল বাহানা করছে।
এখন ২০২৫ সাল ১১ বছর ১০ মাস চলছে।
রংপুর ভুমি অফিস সহয়াকের স্ত্রীর সপ্তাহ মাস বছর তারিখ শেষ হয় না।
রংপুর ভুমি অফিস সহয়াকের স্ত্রীকে যে ৩ জন্য জিম্মাদার টাকা এনে দিয়েছে, পাওনাদার তাদের কর্মক্ষেত্রে গিয়ে ঝামেলা এবং হুমকি দিচ্ছে।
রংপুর ভুমি অফিস সহয়াকের স্ত্রীর প্রথম এবং মাঝের ও শেষের ডিজিট মোবাইল নাম্বার আংশিক প্রকাশ।
গ্রামীণ -(০১৭---৮--৮৩)- রবি-(০১৮--১---৮৩)
-এয়ারটেল-(০১৬০------৮)
নাম ছবি স্ট্যাম্পের লিখিত, বাকি নাম্বার আরো আছে, পরবর্তীতে প্রকাশ করা হবে

আজ রংপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের গায়েবানা জানাজার নামাজ হয়েছে। কারণ স্থানীয়রা মনে করে সিটি কর্পোরেশন লুটপাটে কারণে রা...
20/07/2025

আজ রংপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের গায়েবানা জানাজার নামাজ হয়েছে। কারণ স্থানীয়রা মনে করে সিটি কর্পোরেশন লুটপাটে কারণে রাস্তার বেহাল দশা নাগরিক সেবায় কর্তৃপক্ষের নজর নেই বলেই চলে!

#জাহাজকোম্পানীসড়কটুসাতমাথা

06/07/2025

১. সাত আসমান ও জমিন সৃষ্টি এই দিনে
🕊️ আধ্যাত্মিক ব্যাখ্যা:
মহাবিশ্বের সৃষ্টির সূচনা ১০ মহররম — আল্লাহর “كن” (হও) হুকুমের প্রকাশ। এটি ইশারা করে আল্লাহর কুদরতের প্রতি আত্মসমর্পণ ও এই দিবসের তাৎপর্য যে, “আসল সৃষ্টি” বাইরে নয়, ভেতরের আত্মার।

🌧️ ২. আকাশ হতে প্রথম পানির বর্ষণ

💧 আধ্যাত্মিক ব্যাখ্যা:
রহমতের প্রথম ফোটা এই দিনে। এটি আত্মার মাঝে আল্লাহর রহমতের প্রথম অনুভূতি — আত্মার শুদ্ধির জন্য দরকার সেই "পবিত্র বারি" যা অন্তরকে ধুয়ে দেয়।

🧬 ৩. আদম (আঃ) সৃষ্টি এই দিনে

🌱 আধ্যাত্মিক ব্যাখ্যা:
আদম হলেন খলিফা — মানবজাতির আত্মা। এই দিনে সৃষ্টি মানে আল্লাহর সাথে মানুষের সম্পর্কের সূচনা। আত্মশুদ্ধি মানে, সেই মূল সম্পর্ককে খুঁজে পাওয়া।

🕌 ৪. জান্নাতে বসবাস এবং বিতাড়ন

⚖️ আধ্যাত্মিক ব্যাখ্যা:
মানব আত্মা জান্নাত থেকে এই দুনিয়ায় প্রেরিত — এটি আত্মার এক পরীক্ষা। নফসের প্রলোভনে আত্মা পথ হারায়, কিন্তু ১০ মহররম স্মরণ করায়, ফিরে যাওয়াই আসল উদ্দেশ্য।

🛐 ৫. তওবা কবুল

🕯️ আধ্যাত্মিক ব্যাখ্যা:
আল্লাহর রহমত এত বিশাল, যে পাপ করা নয় — তওবা না করাই বড় অপরাধ। মহররম শেখায় আত্মার দুঃখ থেকে মুক্তি পেতে হলে তওবায় ফিরে আসতে হয়।

⛵ ৬. নূহ (আঃ)-এর মুক্তি

🌊 আধ্যাত্মিক ব্যাখ্যা:
তুফান থেকে মুক্তি মানে আত্মার মধ্যে জমে থাকা দুঃখ, হতাশা ও নাফরমানির ঝড় থামানো। আত্মা যখন ঈমানের কিস্তিতে উঠে, তখনই শান্তি।

👑 ৭. সোলায়মান (আঃ)-কে বাদশাহত্ব প্রদান

👁️ আধ্যাত্মিক ব্যাখ্যা:
আত্মিক শক্তি ও ঈমানের ফলে সোলায়মানকে দুনিয়ার উপর প্রভাব দেওয়া হয়। ইঙ্গিত: আত্মার রাজত্ব শুরু হয় যখন অন্তরের রাজা হয় আল্লাহ।

🧬 ৮. আয়ুব (আঃ)-এর রোগ থেকে মুক্তি

🧘‍♂️ আধ্যাত্মিক ব্যাখ্যা:
আত্মিক রোগ — অহংকার, হিংসা, লোভ — সবই ধৈর্য ও দোয়ার মাধ্যমে সারতে হয়। আয়ূব (আঃ)-এর ধৈর্য আধ্যাত্মিক পরিশুদ্ধির চূড়ান্ত নিদর্শন।

🔥 ৯. ইব্রাহিম (আঃ)-এর অগ্নিপরীক্ষা

🔥 আধ্যাত্মিক ব্যাখ্যা:
আত্মা যখন আল্লাহর প্রেমে পুড়ে, তখন দুনিয়ার আগুন তাকে পোড়াতে পারে না। ইব্রাহিমের ঘটনা হল প্রেমের পথে ত্যাগের নিদর্শন।

🪔 ১০. মূসা (আঃ)-এর জন্য সমুদ্র পথ

🌊 আধ্যাত্মিক ব্যাখ্যা:
দুনিয়ার বন্ধ দরজাগুলো খুলে যায়, যখন আল্লাহর উপর নির্ভর করা হয়। আত্মার ভয়ের সমুদ্রও দুই ভাগ হয়ে যায়, যদি ঈমান থাকে।

🧟‍♂️ ১১. ফিরআউনের ধ্বংস

🔨 আধ্যাত্মিক ব্যাখ্যা:
নফস ও অহংকারের প্রতীক ফিরআউনের মৃত্যু শেখায় — যে আত্মা অহংকারে ডুবে, তার পরিণতি ধ্বংস।
🌤️ ১২. ঈসা (আঃ)-এর আসমানে উঠা

🌈 আধ্যাত্মিক ব্যাখ্যা:
আত্মার উৎকর্ষ সাধনের সর্বোচ্চ নমুনা — ঈসা আঃ কে দুনিয়ার চক্র থেকে উঠিয়ে নেয়া হয়। আত্মা শুদ্ধ হলে, সে দুনিয়ার সীমা ছাড়িয়ে যেতে পারে।

🩸 ১৩. ইমাম হুসাইন (আঃ)-এর শাহাদত

❤️‍🔥 আধ্যাত্মিক ব্যাখ্যা:
এই হলো আত্মিক প্রেমের চূড়ান্ত পরীক্ষা — প্রাণ দিয়ে প্রেমের পথ রক্ষা। কারবালার রক্ত আজও অন্তরে প্রেম জাগায়, ভীরু আত্মা জাগ্রত করে।

🔚 সারমর্ম (রূহানিয়াত):

> "এই দিনে এত কিছু ঘটেছে, কারণ এই দিন শুধু সময় নয় — এটি রূহের জাগরণ দিবস।"

এদিনে আত্মা নবজন্ম পায়, যারা হৃদয়ের কান দিয়ে শোনে এবং চোখ দিয়ে দেখে।

03/07/2025

'জাপানি বাবা'-র ভয়াবহ ইঙ্গিত!
৫ তারিখ কি সত্যিই মিলে যাবে ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী?

Address

G. L. Roy. Road, Montana, Rangpur Sadar
Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Point Protidin-Online News Portal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Point Protidin-Online News Portal:

Share