28/10/2023
গোবিন্দগঞ্জ উপজেলার, মহিমাগঞ্জ ইউনিয়নে সরকারের উন্নয়ন প্রচারণায় আলোচনা সভা।
গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে সরকারের উন্নয়ন প্রচারণা ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ডসমূহ তৃণমূল পর্যায়ে প্রচারসহ নৌকা মার্কায় ভোট চেয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ডাক বাংলো মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ”মোকাদ্দেস আলী প্রধান বাদু”।