Search News 24

Search News 24 সত্যের সন্ধানে আমরা আছি আপনাদের সাথে,..

20/05/2025

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

এটা হাতিবান্ধা কোন একটা গ্রামের চিত্র
20/05/2025

এটা হাতিবান্ধা কোন একটা গ্রামের চিত্র

ট্রাকের ধাক্কায় তালিমুল ইনসান হাফেজিয়া মাদ্রাসায় ঘুমন্ত ছাত্রদের দেয়াল ভেঙ্গে ১২জন ছাত্র  আহত। লালমনিরহাটের হাড়িভাঙ্...
10/10/2024

ট্রাকের ধাক্কায় তালিমুল ইনসান হাফেজিয়া মাদ্রাসায় ঘুমন্ত ছাত্রদের দেয়াল ভেঙ্গে ১২জন ছাত্র আহত। লালমনিরহাটের হাড়িভাঙ্গা নামক স্থানের ঘটনা। বিষয়টা খুবেই দুঃখজনক

বাংলাদেশের ইতিহাসে অতিতের  যে কোন সরকারের থেকে বর্তমান সরকার অনেক বেশী প্রকৃতি বান্ধব , একজন পরিবেশ কর্মী এবং প্রকৃতি প্...
02/10/2024

বাংলাদেশের ইতিহাসে অতিতের যে কোন সরকারের থেকে বর্তমান সরকার অনেক বেশী প্রকৃতি বান্ধব , একজন পরিবেশ কর্মী এবং প্রকৃতি প্রেমী হিসাবে আমি এই সরকারকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় চাই । অর্থনৈতিক ভিত্তি শক্ত এবং সকল সেক্টরের সংস্কার করার প্রয়োজনে বর্তমান সরকারের মেয়াদ দীর্ঘমেয়াদী হওয়া উচিৎ বলে মনে করি।
তবে বিবেচনা পূর্বক উপদেষ্টা পরিষদের সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে।

বন্ধু ফয়সাল সহ পেট্রোল পাম্পে গেলাম বাইকে তেল নিতে। সিরিয়ালে আমাদের ঠিক সামনের বাইকে তেল নিচ্ছেন একজন বোন। উনার পিঠে বাচ...
02/10/2024

বন্ধু ফয়সাল সহ পেট্রোল পাম্পে গেলাম বাইকে তেল নিতে। সিরিয়ালে আমাদের ঠিক সামনের বাইকে তেল নিচ্ছেন একজন বোন। উনার পিঠে বাচ্চা।

ফয়সাল জিজ্ঞাসা করলেন, আপু বাচ্চার গরম লাগছে না?

আপু জবাব দিলেন, কি করবো ভাই! রাখার কেউ নাই বাসায়, আর রেখেও আসা সম্ভব না। স্কুলে চাকুরী করি, ওকে নিয়েই সব কিছু করতে হয়!

আমি পিছন থেকে বললাম, আপু একটা ছবি তুলি? আমার মেয়েকে দেখাবো।
ফেসবুকে লিখবো। আপু মাথা নেড়ে সাড় দিলেন!

একজন নারী অদম্য ইচ্ছাশক্তি দিয়ে চাইলে কতখানি শক্তিশালী হয়ে উঠতে পারেন তার উদাহরণ এই পথ চলতে সাক্ষাৎ হয়ে যাওয়া আপুটি।
Today’s best Photo




Today’s best Photo                                                                 ,
02/10/2024

Today’s best Photo




,

যোগ্যতাসম্পন্ন ব্যাক্তি  কে  সবাই সম্মান করে‌এটাই মনে হয় প্রথম বাংলাদেশের একজন প্রতিনিধিকে এতটা সম্মান দেওয়া হচ্ছে🥀❤️
24/09/2024

যোগ্যতাসম্পন্ন ব্যাক্তি কে সবাই সম্মান করে‌
এটাই মনে হয় প্রথম বাংলাদেশের একজন প্রতিনিধিকে এতটা সম্মান দেওয়া হচ্ছে🥀❤️

এবার বোঝেন ... 🧐
22/09/2024

এবার বোঝেন ... 🧐

17/09/2024

ত্রাণের ১২ কোটি টাকা নিয়ে যেভাবে প্রশ্ন করছেন, এভাবে যদি বিগত ১৬ বছর প্রশ্ন করতেন, তাহলে অন্তত কয়েক লক্ষ কোটি টাকা পাচার হতোনা !

13/09/2024

"১) উচ্চমূল্যে বিদ্যুৎ দেয়া আদানি পাবে ৮০ কোটি ডলার, এজন্য প্রত্যাশিত বিদ্যুৎ দিচ্ছে না!
২) তেল দেয়া কোম্পানিগুলো পাবে ৫০ কোটি ডলার! তারাও তেল দেয়া প্রায় বন্ধ করে দিয়েছে!
৩) দেশের গ্যাস অনুসন্ধান না করে উচ্চমূল্যে এলএনজি আমদানি করে সামিটের মাধ্যমে ডলার লুট করেছে বলে ডলার সংকট! গ্যাসের অভাবে বন্ধ আছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র!
৪) সরকারি বিদ্যুৎ উৎপাদন কারী প্রতিষ্ঠান পিডিবির কাছে কেউ পাবে ৪ হাজার কোটি/কেউ ৩৫০০ কোটি টাকা! অথচ গ্রাহক নিয়মিত বিদ্যুৎ বিল দিয়েছে!

২০২৪ এ এসে যারা জীবনে প্রথমবার এতো লোডশেডিং দেখে দেখে আফসোস আর কষ্টে মারা যাচ্ছেন প্রায়, তারা এবার বলেন দেখি আপনারা কারা কারা ১০ বছর ধরে বিদ্যুৎ বিল দেন নাই?
যদি দিয়ে থাকেন, ওই টাকা খাইলো কোন দেশপ্রেমিক ?

প্লাস্টিক দূষণঃ এই প্লাস্টিক নিয়ে বিগত সরকার অনেক ধান্দাবাজি করেছে সংসদে প্লাস্টিকের দাম বৃদ্ধির কথা বলে তা উল্টো  কমিয়ে...
30/08/2024

প্লাস্টিক দূষণঃ এই প্লাস্টিক নিয়ে বিগত সরকার অনেক ধান্দাবাজি করেছে সংসদে প্লাস্টিকের দাম বৃদ্ধির কথা বলে তা উল্টো কমিয়ে দিয়েছে আর উৎপাদন কার্যে নিয়োজত সকল শিল্পকারখানার থেকে মোটা অংকের কমিশন হাতিয়ে নিয়েছেন। এখন ঝালমুড়িওয়ালা পর্যন্ত ওয়ানটাইম প্লাস্টিক গ্লাসে ঝালমুড়ি বিক্রয় করে । এর মূল কারণ সহজলভ্যতা । আমরা লক্ষ করেছি উপদেষ্টাগণ প্লাস্টিক দুষণ নিয়ে ভিষন সতর্ক তাই উপদেষ্টাগণের প্রতি বিণীত অনুরোধ প্লাস্টিক পণ্যের দামবৃদ্ধির পাশাপাশি এটার ব্যবহার সীমীত করা হোক। সেই সাথে প্লাস্টিক পন্য প্রাপ্যতার ক্ষেত্রে কঠিন বিধিনিষেধ আরোপ করা হোক। ঢাকা সহ সারা বাংলাদেশ দুষণের মুল কারন এই প্লাস্টিক জাতীয় পণ্য যা ।
#প্লাস্টিক #বয়কটপ্লাস্টিক

যারা আস-সুন্নাহ ফাউন্ডেশনকে জাতীয়করনের কথা বলতেছেন তারা কোন আবেগের বশভুত হয়ে বলতেছেন আমার জানা নেই। তবে জাতীয়করন হলে এই ...
30/08/2024

যারা আস-সুন্নাহ ফাউন্ডেশনকে জাতীয়করনের কথা বলতেছেন তারা কোন আবেগের বশভুত হয়ে বলতেছেন আমার জানা নেই। তবে জাতীয়করন হলে এই আস-সুন্নাহ ফাউন্ডেশন আর ফাউন্ডেশনে থাকবে না এটা নিশ্চিত। তখন এটা একটা রাজনৈতিক সম্পদে পরিণত হবে। হয়তো দেখা যাবে যে দল ক্ষমতায় যাবে সে তার সমর্থিত লোককে ফান্ডেশনের প্রধান করে দিবেন। আহমদউল্লাহ সাহেবের মত সচ্চব্যাক্তিত্ব সম্পুন্নরা তখন আড়ালেই রয়ে যাবে । দেখা যাবে নিয়োগ বাণিজ্য শুরু হয়ে যাবে আর এভাবেই শুরু হয়ে যাবে দুর্নিতীর মহাউৎসব । তাই সবার কাছে অনুরোধ আস-সুন্নাহকে আস-সুন্নার জায়গায় রেখে দেন তবেই মঙ্গল ।
#আস-সুন্নাহ #আহমদউল্লাহ #ফাউন্ডেশন

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Search News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share