
05/10/2025
আলহামদুলিল্লাহ!
মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৬ইং উদযাপনের জন্য
দাওয়াতী পবিত্র আজিমুশ্বান ইসলামী জলছা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
স্থান: রুহিয়া হাই স্কুল, রুহিয়া, ঠাকুরগাঁও
“এটাই হলো অলি আউলিয়াদের কারামত —
ঝড়-বৃষ্টির মাঝেও, বিপদের দিনে,
মানুষের চোখে না দেখা শক্তি,
তাঁদের করুণা ও রহমত আমাদের পথ দেখায়।”
আসুন, আমরা সবাই হৃদয় খুলে অংশগ্রহণ করি,
প্রার্থনা করি, আল্লাহর বারকত ও রহমতে ভরে উঠি।
এই পবিত্র মিলনের সাক্ষী হয়ে,
আমরা আলোর পথে আরও দৃঢ় হই।