HB WAZ TV BZM

HB WAZ TV BZM বিশ্ব জাকের মঞ্জিল ও সকল তরিকত সহসুন্নি আকিদায় আউলিয়াগণের ওয়াজ নসিহত প্রচার করাই।

আলহামদুলিল্লাহ!মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৬ইং উদযাপনের জন্যদাওয়াতী পবিত্র আজিমুশ্বান ইসলামী জলছা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ...
05/10/2025

আলহামদুলিল্লাহ!
মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৬ইং উদযাপনের জন্য
দাওয়াতী পবিত্র আজিমুশ্বান ইসলামী জলছা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
স্থান: রুহিয়া হাই স্কুল, রুহিয়া, ঠাকুরগাঁও
“এটাই হলো অলি আউলিয়াদের কারামত —
ঝড়-বৃষ্টির মাঝেও, বিপদের দিনে,
মানুষের চোখে না দেখা শক্তি,
তাঁদের করুণা ও রহমত আমাদের পথ দেখায়।”
আসুন, আমরা সবাই হৃদয় খুলে অংশগ্রহণ করি,
প্রার্থনা করি, আল্লাহর বারকত ও রহমতে ভরে উঠি।
এই পবিত্র মিলনের সাক্ষী হয়ে,
আমরা আলোর পথে আরও দৃঢ় হই।

মুফতি শহিদুল্লাহ বাহাদুরের প্রকৃত শক্তিতাঁর বড় দূর্বলতা বলে যেটিকে মনে করা হয়, আসলে সেটিই তাঁর সবচেয়ে বড় শক্তি। তিনি...
02/10/2025

মুফতি শহিদুল্লাহ বাহাদুরের প্রকৃত শক্তি
তাঁর বড় দূর্বলতা বলে যেটিকে মনে করা হয়, আসলে সেটিই তাঁর সবচেয়ে বড় শক্তি। তিনি ভদ্রভাবে কথা বলেছেন, অপ্রাসঙ্গিক কিছু বলেননি, গলাবাজি করেননি। বরং জ্ঞান ও যুক্তির আলোকে ইলমি মুনাজারা করেছেন এবং আহলে বায়েতের পক্ষ নিয়ে সত্যনিষ্ঠ বাহাদুরি প্রদর্শন করেছেন।

এই গুণাবলিই তাঁর দক্ষতার প্রকৃত পরিচয় এবং বিজয়ের মূল হাতিয়ার। জ্ঞানীরা ভালো করেই জানেন—গলাবাজি, উগ্রতা, অপ্রাসঙ্গিক বকবকানি কিংবা তথ্যহীন বক্তব্য কখনো গ্রহণযোগ্য নয়।

গতরাতে হযরত মাওলা আলী (কাঃ)-এর শান ও ইলমের পক্ষে অনুষ্ঠিত বাহাসে বিজয়ের জন্য প্রিয় ভাই মুফতি মাওলানা শহিদুল্লাহ বাহাদুরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই।

Address

Rangpur
5430

Website

Alerts

Be the first to know and let us send you an email when HB WAZ TV BZM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category