07/06/2025
🎥 কাঁচকোল বাজার ও নদীর প্রাণ,
সবুজ প্রকৃতি, নৌকার চলাচল, আর জীবনের ছন্দ... 🌿🛶
সুইজগেটের পাশে কাঁচকোল বাজারের সকাল, বাজারের মাঝখানে বিশাল গাছ, রাস্তার দুই পাশে সবুজ গাছের সারি। নদীর ধারে বড় গাছ, নদীর পানি দিন দিন বাড়ছে, তার বুক চিরে চলছে নৌকা, সব মিলিয়ে এক জীবন্ত গ্রামীণ চিত্র। প্রকৃতির কোলে থাকা মানুষের ব্যস্ততা আর নদীর শান্ত-চঞ্চল রূপ এক ফ্রেমে ধরা পড়েছে।
#কাঁচকোলবাজার #নদীরধারে #নৌকাচলাচল #সুইজগেট #সবুজবাংলা #গ্রামীনজীবন #বাংলারপ্রকৃতি #বাজারেরচিত্র #নদীপথ