ব্রহ্মপুত্র কাঁচকোল-Brahmaputra Kanchkol

ব্রহ্মপুত্র কাঁচকোল-Brahmaputra Kanchkol আপনার হাতের তোলা ফটোগ্রাফি পাঠিয়ে দিন।
[email protected] আমরা তা পোস্ট করব আপনার নামে...
ধন্যবাদ।

ব্রহ্মপুত্র কাঁচকোল-Brahmaputra Kanchkol
এর খবর জানতে Brahmaputra Kanchkol Official পেজটাতে লাইক দিয়ে সাথে থাকুন, আমরা সব ধরণের তথ্য আপনার কাছে পৌছে দিব...
ধন্যবাদ

07/06/2025

🎥 কাঁচকোল বাজার ও নদীর প্রাণ,
সবুজ প্রকৃতি, নৌকার চলাচল, আর জীবনের ছন্দ... 🌿🛶

সুইজগেটের পাশে কাঁচকোল বাজারের সকাল, বাজারের মাঝখানে বিশাল গাছ, রাস্তার দুই পাশে সবুজ গাছের সারি। নদীর ধারে বড় গাছ, নদীর পানি দিন দিন বাড়ছে, তার বুক চিরে চলছে নৌকা, সব মিলিয়ে এক জীবন্ত গ্রামীণ চিত্র। প্রকৃতির কোলে থাকা মানুষের ব্যস্ততা আর নদীর শান্ত-চঞ্চল রূপ এক ফ্রেমে ধরা পড়েছে।

#কাঁচকোলবাজার #নদীরধারে #নৌকাচলাচল #সুইজগেট #সবুজবাংলা #গ্রামীনজীবন #বাংলারপ্রকৃতি #বাজারেরচিত্র #নদীপথ

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কাঁচকোল খামার জামে মসজিদে ঈদের নামাজ সকাল ৮:০০ টায় অনুষ্ঠিত হবে।সময়মতো উপস্থিত হয়ে ঈদে...
06/06/2025

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কাঁচকোল খামার জামে মসজিদে ঈদের নামাজ সকাল ৮:০০ টায় অনুষ্ঠিত হবে।
সময়মতো উপস্থিত হয়ে ঈদের জামাতে শরিক হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো যাচ্ছে।
আসুন, সৌহার্দ্য ও শান্তির বার্তা নিয়ে আমরা একত্রিত হই।

কাঁচকোল খামার জামে মসজিদ কমিটি

31/05/2025

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজ শিক্ষার্থীর অনশন।

বিস্তারিত কমেন্ট।

11/05/2025

অনেক সুন্দর একটা মেলা প্রতিবছরই হয়।
লোকেশন জানলে কমেন্ট বক্সে জানান।

 #ইন্না_লিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি_রাজিউন,আজ আমরা হারিয়েছি আমাদের একজন প্রিয় ভাইকে — এক অমূল্য জীবন চলে গেল অকালেই।আজ ...
20/04/2025

#ইন্না_লিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি_রাজিউন,
আজ আমরা হারিয়েছি আমাদের একজন প্রিয় ভাইকে — এক অমূল্য জীবন চলে গেল অকালেই।

আজ দুপুর আনুমানিক ৪টার সময় বড় ভিটার চরে ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সময়, চলন্ত গাড়িতে ওঠার চেষ্টায় পা স্লিপ করে দুর্ঘটনার শিকার হন তিনি। বাম-পা নাঙ্গলের ফাঁকে পড়ে মারাত্মকভাবে জখম হয়। সাথে সাথে তাকে রংপুর মেডিকেল হাসপাতালে নেওয়ার মাঝ পথে, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই অকাল মৃত্যু আমাদের গভীরভাবে মর্মাহত করেছে।
সবাইকে কাঁদিয়ে, ভালোবাসার বন্ধন ছিন্ন করে তিনি চলে গেলেন না-ফেরার দেশে #দুলু।

জীবন কতটা অনিশ্চিত, কতটা সংক্ষিপ্ত!
হয়তো এই মুহূর্তেই যে পাশে আছে, পরের মুহূর্তেই তাকে হারিয়ে ফেলতে পারি।

আমরা সবাই তার আত্মার মাগফিরাত কামনা করি।
আল্লাহ্‌ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
তার শোকাহত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা ও দোয়া রইল।

06/04/2025

এবার মেলার কেমন পরিস্থিতি,
ব্যবসায়ীরা কি রকম মেলায় বেচাকেনা করছেন।

মেলা চলতেছে, লোকেশন সবাই কমেন্ট করে জানান।
05/04/2025

মেলা চলতেছে,
লোকেশন সবাই কমেন্ট করে জানান।

অসাধারণ গ্রামীন একটি দৃশ্য,আমাদের কুড়িগ্রাম জেলার একটি গ্রামের রাস্তার পাশের দৃশ্য।
03/04/2025

অসাধারণ গ্রামীন একটি দৃশ্য,
আমাদের কুড়িগ্রাম জেলার একটি গ্রামের রাস্তার পাশের দৃশ্য।

03/04/2025

আমি মোমিন আহমেদ, চিলমারী টিভি পেজ থেকে অতীতে নানাভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে। এর জন্য আমি লজ্জিত ও ক্ষমা প্রার্থী। ভবিষ্যতে এমন কোনো কাজ করলে আমার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করিয়েন।

Post: Hazrat Ali Facebook timeline

আপনাদের Kanchkol Student Welfare Association:KSWA চেষ্টা করতেছে এলাকার একটি রক্তের তথ্যভাণ্ডার তৈরি করতে। যেখানে সবার রক...
31/03/2025

আপনাদের Kanchkol Student Welfare Association:KSWA চেষ্টা করতেছে এলাকার একটি রক্তের তথ্যভাণ্ডার তৈরি করতে। যেখানে সবার রক্তের গ্রুপ থাকবে। প্রয়োজনের সময় ব্যবহার করা হবে।
আগামীকাল সবাই বন্ধুবান্ধব সহ আসুন তথ্য ভান্ডারে বিনামূল্যে যুক্ত হন।
এই বন্ধুবান্ধব প্রতিবেশীই আপনাকে বিপদে রক্ত দিছে বাঁচাবে।

চিলমারী মডেল মসজিদ। 📷 Brahmaputra Kanchkol - ব্রহ্মপুত্র কাঁচকোল
15/02/2025

চিলমারী মডেল মসজিদ।

📷 Brahmaputra Kanchkol - ব্রহ্মপুত্র কাঁচকোল

১২৫ উপজেলায় পর্যায়ক্রমে আড়াই লাখ কম্বল বিতরণ করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 👉২৬ ডিসেম্বর, বৃহ...
24/12/2024

১২৫ উপজেলায় পর্যায়ক্রমে আড়াই লাখ কম্বল বিতরণ করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

👉২৬ ডিসেম্বর, বৃহস্পতিবারঃ
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা

👉 ২৭ ডিসেম্বর, শুক্রবারঃ
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when ব্রহ্মপুত্র কাঁচকোল-Brahmaputra Kanchkol posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share