Niloy Chandra

Niloy Chandra Hold your broken dream up high! ⛰️
(1)

19/10/2025

আয়নায় নিজের মুখ দেখে চমকে ওঠার মতো এইসব দিন-
আমার ভালোলাগে না!
আদর যত্ন করে নিজের দুঃখগুলোকে যথেষ্ট স্বাস্থ্যবান করতে পেরেছি;
অনবরত বৃষ্টির সময় আমার শুধুই মশা তাড়ানোর কথা মনে পড়ে, জানালা বন্ধ করি-
আমার ভালোলাগে না -
তুমি আমার পাশে শুয়ে আছো আর আমি ধীরে ধীরে তেলাপোকা হয়ে যাচ্ছি এমন একটা স্বপ্ন দেখে প্রায়শই জলতেষ্টা পাওয়া কুকুরের মতো কাঁপতে থাকি, ঘুম ভেঙে গেলে কিছুটা শান্ত হয়ে সিগারেট ধরাই।

হাওয়া-বাতাস নেই এমন একটা নিঃসঙ্গ মন তোমাকে রাখতে দিয়েছিলাম -
ক্রমশ ঠান্ডা হতে থাকে এমন একটা হাত তোমাকে ধরতে দিয়েছিলাম-
কোনো কিছু বোঝার উপায় নেই তেমনই একজোড়া বিচ্ছিন্ন চোখের দিকে তাকিয়ে তোমাকে হতাশার সবচাইতে দীর্ঘ পান্ডুলিপি পড়তে বলেছিলাম।

আমাকে বিভিন্ন আশ্বাস দিয়ে ঠিক যত কিলোমিটার দূরত্ব পেরিয়েছো -
আশীর্বাদ করি- ঠিক ততগুলো বিছানায় তুমি আরো বেশি দুঃখিত হওয়ার নাটক করে চমৎকার আগুন জ্বালাও।
©

16/10/2025

প্রতিটা মানুষের সে যতই স্ট্রং হোক না কেনো, তার একটা মেলটিং পয়েন্ট থাকে।

স্ট্রং মানুষরা তার নিজের মেলটিং পয়েন্ট সহজে মানতে পারেনা।

পুরো পৃথিবীকে না বুঝতে দিয়েই সে গলতে থাকে...

সমস্যা হয়, এই মানুষগুলো সাহায্য চাইতে শিখেনি। আবার এরা আসলেই যখন সাহায্য চায়, আশেপাশের মানুষগুলোর বিশ্বাস করতে কষ্ট হয়। বিধায়, সাহায্য করতেও দেরি করে। এতে মানুষগুলো আবার খোলসে গুটিয়ে গলতে থাকে নিজে নিজেই।

#সংগৃহীত

15/10/2025

তোমার সাথে এযাবতকাল যা কিছু করে গেছি সব অপরাধ
শুধু ভালোবাসবার ব্যাপারটুকু ছাড়া।
তোমার ক্লান্ত অসহায় মুখ থেকে প্রেম আর সন্ধ্যেবেলার ছায়া মুছে যাওয়া আমাকে শাস্তি দেয়
নিজের প্রতি ঘৃণা আর জ্বরে ক্রমশ হয়ে উঠি আরো ঘোরতর আসামী।
থানায় অভিযোগ জানাও, হুলিয়া জারি হোক,
আমাকে ধরিয়ে দিয়ে নিজেকে মুক্ত করে নাও।

~স্বপ্ননীল চক্রবর্তী

10/10/2025

ইচ্ছে করছে আমার দুঃখগুলো গুছিয়ে তোমাকে শোনাই-
যেমনে তুমি শোনো তোমার মাঝরাত্তিরের প্লেলিস্টে রাখা সবকটা গান তেমন ই মন কেমন করা অনেক কথা, আমার যে কেউ নাই সেইটা আরো করুণ ভাবে
ইচ্ছে করছে তোমাকে বুঝিয়ে বলি
পৃথিবীতে এত ব্যাডবাজ, তোমারে স্পর্শ করতে পারবে এমন কয়েকটা দম ফেলার ফুসরত পাচ্ছি না-
কেমন পাগল আমি, জীবনের মায়া নাই, সব ছেড়ে পালাইতে চাই
অথবা
আমার দুঃখগুলো, শিশুরা যতটুক আধো আধো বলতে পারে
ইচ্ছে করছে, তোমাকে শোনাই।

©collected

🌧️Life is not about being rich, being popular, being highly educated or being perfect. It's about being real, humble, an...
22/09/2025

🌧️Life is not about being rich, being popular, being highly educated or being perfect. It's about being real, humble, and kind.🫰🏻🌸

fans

লেখা: কাজী নজরুল ইসলাম সংগৃহীত
21/09/2025

লেখা: কাজী নজরুল ইসলাম

সংগৃহীত

19/09/2025

সবুজের ছায়ায়, আমি আর আমার অসীম যাত্রা।❤️ 🚴

মানুষ যখন ভাবে যে তারা আমাকে চেনে, তখন আমার খুব খারাপ লাগে।🙂         fans ✨🎋
19/09/2025

মানুষ যখন ভাবে যে তারা আমাকে চেনে, তখন আমার খুব খারাপ লাগে।🙂


fans ✨🎋

16/09/2025

শরীরের ব্যথা ওষুধে কমে, কিন্তু মনের ব্যথা বোঝার মতো মানুষ এখন দুর্লভ--এই কথাটা যতই সত্য, ততই কষ্টের। তবুও বিশ্বাস রেখে চলি, কখনো কেউ না কেউ ঠিক একদিন এসে বলবে—চুপ করে বসো, আজ তোমার জন্য আমি আছি,তোমার সব কথা শুনবো। একাকীত্বও কখনো চিরকাল থাকে না,কিন্তু আমার বেলায় সবটাই উল্টো।
নিজেকে নিজের কাছে প্রকাশ করতে ভীষণ ক্লান্ত আমি।


১৬/০৯/২০২৫|| নিলয় 🍁

16/09/2025

বৃষ্টির মধুরতার মধ্য দিয়ে ধুয়ে যাক মনের মধ্যে থাকা সমস্ত জঘন্যতম স্মৃতি গুলো ❤️‍🩹🌧

NGC💚
🌳🌿

Music: Rainy Day
Musician: EnjoyMusic
URL: https://enjoymusic.ai

Address

Rangpur
5231

Telephone

+8801788037765

Website

Alerts

Be the first to know and let us send you an email when Niloy Chandra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Niloy Chandra:

Share