Sheikh Asad

Sheikh Asad ��

14/03/2025

পুরুষ যদি নত হয়,
তাহলে ধরেই নিতে পারেন সে আপনার থেকে সরে গেছে নয়ত সে ভিতরে ভিতরেই ম'রে গেছে।

13/03/2025

গাজা খালি করার পরিকল্পনা থেকে ট্রাম্পের সরে আসাকে স্বাগত জানাল হামাস

এ বছর সব থেকে বেশি উমরাহ পালন করেছে
13/03/2025

এ বছর সব থেকে বেশি উমরাহ পালন করেছে

13/03/2025
'মৃত বউকে কবর দিয়ে ওখানে বসে ছিলাম "এমন মুহূর্তে কবর থেকে আওয়াজ আসলো?'আমাকে বাছাও প্লিজজ আমি মরিনাই।কেউ কি আছো এখানে।'কব...
08/03/2025

'মৃত বউকে কবর দিয়ে ওখানে বসে ছিলাম "এমন মুহূর্তে কবর থেকে আওয়াজ আসলো?

'আমাকে বাছাও প্লিজজ আমি মরিনাই।
কেউ কি আছো এখানে।

'কবরের ভিতর থেকে বউয়ের এমন চিৎকারের
আওয়াজ শুনে বেশ থমকে গেলাম।
বুজতেছিনা কি করবো।

'কারন এই দিকে একটু পরেই এশার আজান দিবে।
এই নিস্তব্ধ কবর স্থানে আমি একাই।

'অনেক চিন্তার পরে ভাবলাম কবরটি খুরেই দেখি
যদি সত্যি সত্যি আমার বউ বেছে থাকে
তাহলে তো আলহামদুলিল্লাহ্।

'কথাটি ভেবেই হাত দিয়ে করবের মাঠি গুলা সরাতে
লাগলাম এমন মুহূর্তে কেউ একজন
পিছন থেকে বলে উঠলো।

'কবর খোরা বন্ধ কর।
তোর বউ মা/রা গিয়েছে। এখন যদি তুই এই কবরটি খুরিশ তাহলে তোর মৃত্যু ও নিশ্চিত।

'কথাটি শুনেই পিছনে তাকিয়ে দেখি কেউ নেই
সেখানে শুধুমাত্র আমি ছাড়া।
মনে ভয় ঢুকে গেলো। তাই আর কবরটি না খুরে দৌরে
বাড়িতে চলে আসলাম।

'কাউকে বুজতে দিলামনা।
নিশ্চুপ হয়ে শুয়ে রইলাম' এরি মাঝে কখন যে ঘুমিয়ে
গিয়েছি বুজতেই পারিনি আমি।

'ঘুমের মাধ‍্যে স্বপ্নে দেখতে পেলাম "আমার বউ আমাকে
বলতেছে হাসিব কাজটি তুমি ঠিক করোনাই।
আমি এখন পযর্ন্ত বেছে আছি।
তুমি আমাকে বাছাও প্লিজজজজজজজজ।

স্বপ্নটি দেখার সঙ্গে-সঙ্গে আমার ঘুম ভেঙ্গে গেলো! আর কিচ্ছু না ভেবে একটি কোদাল নিয়ে সোজা
কবর স্থানে চলে আসলাম।
এসেই মাঠি খুরতে লাগলাম।

'প্রায় অর্ধেক মাঠি খুরেছি।
এমন সময় আবার পিছন থেকে কেউ একজন বলে
উঠলো হাসিব চলে যা এখানে থেকে।

'এইবার সাহস নিয়ে বললাম।
সাহস থাকেতো আমার সামনে এসে কথা বল। এমন
চোরের মতো লুকিতে কথা বলিশনা তবুও।

'আমি সামনে গেলে তুই হার্ট এটার্ক করবি।
এটাই ভালো হবে চলে যা।

'আমি কোন ভাবেই চলে যাবোনা।
যদিও যাই আমার বউকে নিয়েই যাবো। ও এখনো
মারা যায়নি।

'হাহাহাহ।হাহাহ।হাহাহ।হাহা..
আমার কথা শুনলিনা তোকে পস্তাতে হবে।

'সেটা তোকে নিয়ে ভাবতে হবেনা।
আমার কাজ আমাকে করতে দে বুজতে পেরেছিস।

'কথাটি বলেই আবার কবরটী খুরতে লাগলাম। প্রায় ১০ মিনিট পরে যখন কবরট পরিপূর্ণ ভাবে খোরা হয় তখন নিছে নামতেই দেখতে পাই
আমার বউয়ের মাথাটি
পায়ের দিকে আর পা দুটি মাথার দিকে হয়ে আছে।

'যা দেখে আমার শরীর থর-থর করে কাপতেছে।
এবং ঘামতেছে।

'চিৎকার শুরু করলাম মিম তুমিকি বেছে আছো।
যদি বেছে থাকো তাহলে আমার
সঙ্গে চলো এখন।

'কথাটি বলার সঙ্গে সঙ্গে****

পরবর্তী পর্বের জন‍্যে অপেক্ষায় থাকুন''

22/02/2025

যে বাড়িতে ফজর নামাজের পর কোরআন তেলওয়াত করা হয়, সে বাড়িতে আল্লাহর নিয়ামত পড়ে!🌸

সুবহানাল্লাহ.!🤲❤️

21/02/2025

- খুবই আজব ভালোবাসা ছিল তার। সে অন্য কারো হইতে চাইতো, আবার আমাকেও রাখতে চাইতো!💔

14/02/2025

শখের মানুষের কথা ভেবে কান্না করে দেওয়া মানুষ জানে ভালোবাসা কতটা ভ 'য়ংক'র..💔😅

14/02/2025

_আমি শুধু কথা বলা বন্ধ করছি,ভালোবাসতে নয়!💔😅

14/02/2025

- তোমার ক্ষুদ্রতম যত্ন আমার পাহাড় সমান দুঃখ কেও সুখে পরিনত করে!'😌

27/01/2025

“হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট।

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh Asad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share