11/08/2024
_"কেও হেরেও জিতে যায়, কেও জিতেও হেরে যায়। কেও আছে সুখ খুঁজতে দুঃখ কে গলায় জড়িয়ে ধরে, কেও আবার দুঃখ ভুলতে মিথ্যে সুখের সাগরে ডুবছে। জেনেও কেও না জানার ভান করে ,কেও আবার না জেনেও সব জানি বলতে পারে। কেও হাজার দুঃখের মাঝেও এক অপূর্ব হাসি ঠোঁটে লাগিয়ে রেখেছে কেও বা শুধু সহানুভূতির আশ্রয় নেওয়ার জন্যে মিথ্যে নাটক করে চলেছে !!❤️😊
_"কত রঙ্গই আমরা চারপাশে দেখে চলেছি ,কখনো মনে হয় নিজের অস্তিত্ব টা কোথায় ? কার কাছে ? _"কার প্রয়োজন আমি ? আর কারি বা প্রিয়জন? _"সত্যিই যদি জানতাম তবে কি আর অকুল সাগরে সব জেনেও ডুবতে যেতাম ,এই মায়ার সংসার এ সবই কিছু দিনের খেলা ঘরে খেলে যাওয়ার মতো। হয় জিতবো বা হয় হারবো ইচ্ছা করেই, কারণ আমাদের খেলার সঙ্গীরা কখনো কখনো আমাদের কাছে অনেক দামি হয়ে যায় ,তারা হারাতে চায় বলে আমরা হারতে চাই । আর আমরা জিততে পেরেও ইচ্ছাকৃত হেরে যাই তাদের কে মনিকোঠায় চিরন্তন আটকে রাখার জন্যে ,কিন্তু বিশ্বাস কারো যে শুধু প্রয়োজন দেখে কাছে এসেছে সে কি কখনো প্রিয়জন হতে পারবে...?❤️😅
By_Ruhi Roy !!❤️📚🖋️