Siyam's Diary

Siyam's Diary I am not rich, not smart, not attractive, but I Will be successful one day �


In sha allah �

21/09/2025

জীবনের সবচেয়ে কঠিনতম যুদ্ধ মানুষ তার নিজের সাথে করে! জীবনের প্রতিটা মোড়ে মোড়ে ব্যর্থ হয়ে বেঁচে থাকার ইচ্ছে যখন শেষ হয়ে যায়,তবুও মানুষ ঠিক থাকার জন্য প্রাণপণ চেষ্টা করে। ভালোবাসা, আবেগ-অনুভূতি, মায়া ভালো থাকাকে বিসর্জন দিয়ে মানুষ তার মনের বিরুদ্ধে গিয়ে নিজেকে কষ্ট দেয়! কত কিছু সহ্য করে যায় মানুষ! সম্পর্কের টানাপোড়েন, হতাশা, ক্লান্তি-অবসাদ, কতশত রোগ নিয়েও মানুষ দিব্যি বেঁচে থাকার জন্য লড়াই করে। আজীবন শুধু দুঃখ-কষ্ট ভাগ করে সামান্য একটু সুখের আশায় কত রাত নির্ঘুম কাটায়।জীবন যুদ্ধে কেউ পরাজিত হতে চায় না সহজে। হতাশা, ব্যর্থতার গ্লানি বুকে নিয়ে বেঁচে থাকাটা ভীষন যন্ত্রণার হলেও মানুষ বেঁচে থাকে। মানুষকে বেঁচে থাকতে হয়। 💔😔

26/08/2025

কিছু পরিস্থিতি এমন হয় যেটা থেকে চাইলেই নিজেকে সরিয়ে নেওয়া সম্ভব হয় না। মনে হয় এই বুঝি সব শেষ হয়ে যাচ্ছে, তবুও নিজকে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা।

অবশেষে মনে হয়; আমি কি সত্যিই এসবের প্রাপ্য যা আমার সাথে হয়

রংপুর জেলা স্টেডিয়াম 🖤
06/08/2025

রংপুর জেলা স্টেডিয়াম 🖤




24/07/2025

কাজের জায়গায় বন্ধু নয়, সতর্কতা জরুরি….

কর্মক্ষেত্র কখনোই স্কুলের বন্ধুত্বের মাঠ নয়। এখানে সবাই নিজের লক্ষ্য পূরণে ব্যস্ত, এবং সেই লক্ষ্য পূরণ করতে গিয়ে অনেকেই মুখে বন্ধুত্বের হাসি ঝুলিয়ে পেছনে ছুরি চালাতেও কুণ্ঠাবোধ করে না।

বন্ধুত্বের আড়ালে প্রতিযোগিতা বসে থাকে—আপনার সুযোগ কেড়ে নেওয়ার, আপনার ভুলটিকে বড় করে দেখানোর, কিংবা আপনাকে বিশ্বাসে নিয়ে ফেলে দেওয়ার জন্য।

সবাইকে সম্মান দাও, কিন্তু সবাইকে বিশ্বাস করো না। কারণ কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বন্ধুত্ব চেনে না—চেনে শুধুই নিজের প্রয়োজন

05/07/2025

যখন কোনো সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে, তখন আমাদের মনের ভেতর থেকে এক ধরনের চাওয়া জন্ম নেয়। আমরা চাই প্রিয় মানুষটা আমাদের জন্য সময় দিক, গুরুত্ব দিক, আগের মতোই প্রতিটি মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নিক। এই প্রত্যাশাগুলো মুখে বলি না, কিন্তু ভেতরে ভেতরে সেই চাহিদা তৈরি হয় নিঃশব্দে। আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখনই জন্ম নেয় অভিমান। ছোট ছোট উপেক্ষা, সময় না দেওয়া, বদলে যাওয়া আচরণ-সব মিলিয়ে মনটা ভারী হয়ে ওঠে। সেই অভিমান দিন দিন বাড়তে থাকে, জমে যায় কষ্টের পাহাড় হয়ে। একটা সময় সে পাহাড় ভেঙে পড়ে অভিযোগ হয়ে-প্রিয় মানুষটার দিকেই। এই অভিযোগ-অভিমান বাড়তে বাড়তে একসময় মনে হয়, মানুষটাকে বুঝি হারিয়ে ফেলবো। সেই ভয়টা এতটাই তীব্র হয়ে ওঠে যে, তখন আমরা অজান্তেই কিছু অস্বাভাবিক আচরণ করতে থাকি। হুটহাট রাগ, তুচ্ছ ব্যাপারে অভিমান, সবসময় খোঁজ নেওয়া, কারও সাথে বেশি মিশলে হিংসে হওয়া-সবকিছুর শিকড় সেই ভয় থেকে, হারিয়ে ফেলার আতঙ্ক থেকে। কিন্তু দুর্ভাগ্য এই যে, প্রিয় মানুষটা সব সময় আমাদের সেই ভয়টা বোঝে না। বরং সে ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করে। প্রতিদিনের অভিযোগ, বারবার অভিমান, একটানা মানসিক টানাপোড়েন তাকে ক্লান্ত করে তোলে। তখন সে একরকম হাঁপিয়ে ওঠে সম্পর্কটা থেকে, আর একসময় সে বেরিয়ে যেতে চায়। যে মানুষটাকে এত ভালোবেসে আগলে রাখতে চেয়েছি, তাকে নিয়েই একসময় সম্পর্ক বিষিয়ে ওঠে। আর সম্পর্কের অপর প্রান্তে থাকা মানুষটা যখন চলে যায়, তখন আমরা ভেঙে পড়ি ভেতর থেকে। সব কিছু থাকা সত্ত্বেও ভীষণ একা হয়ে যাই। এই সত্যটা খুব নির্মম-যে যত গভীরভাবে ভালোবাসে, তার কষ্টটাও হয় গভীর। আর যে গা ছাড়া ভাবে ভালোবাসে, সে কখনোই অতটা কষ্ট পায় না, কখনোই হারানোর ভয়টুকু বোঝে না। সম্পর্ক তখনই টিকে থাকে, যখন দুজন মানুষ একসাথে গভীর হয়। না হলে একপক্ষ ভালোবেসে ক্লান্ত হয়, আর অপরপক্ষ স্রোতের মতো ভেসে চলে যায়-নির্বাক, নিঃশব্দে, কোনোরকম উপলব্ধি ছাড়াই। এভাবেই একদিন সম্পর্কের শেষ হয়। ভালোবাসা থাকলেও, বোঝা পোড়ার অভাবে। ভয় থাকলেও, ভাষাহীনতার কারণে। আমরা সবচেয়ে আপন মানুষটাকেই হারিয়ে ফেলি-যার জন্য একসময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম.!

"ছোট ছোট প্রচেষ্টার একটি স্তূপ একটি বিশাল প্রচেষ্টায় পরিণত হতে পারে"। চেষ্টা চালিয়ে যান, কখনও হতাশ হবেন না।
29/06/2025

"ছোট ছোট প্রচেষ্টার একটি স্তূপ একটি বিশাল প্রচেষ্টায় পরিণত হতে পারে"। চেষ্টা চালিয়ে যান, কখনও হতাশ হবেন না।

28/06/2025

পৃথিবীতে বহু সম্পর্ক আছে,, যেখানে ভালোবাসা নাই,,
পৃথিবীতে বহু ভালোবাসা আছে,,
যেখানে সম্পর্ক নাই।

...💙🤍....
26/06/2025

...💙🤍....

ঠিকানার উদ্দ্যেশ্যে ঠিকানা খুঁজি,ঠিকানা নেই, ঠিকানা যায় হারিয়ে রোজই।
26/06/2025

ঠিকানার উদ্দ্যেশ্যে ঠিকানা খুঁজি,
ঠিকানা নেই, ঠিকানা যায় হারিয়ে রোজই।

মৃত্যু সন্নিকট।ডান চোখ থেকে বাম চোখের যতটা দূরত্ব, মৃত্যু তার থেকেও সন্নিকট।যতটুকু সময় বেঁচে আছেন, একজন ভালো মানুষ হতে চ...
25/06/2025

মৃত্যু সন্নিকট।
ডান চোখ থেকে বাম চোখের যতটা দূরত্ব, মৃত্যু তার থেকেও সন্নিকট।
যতটুকু সময় বেঁচে আছেন, একজন ভালো মানুষ হতে চেষ্টা করুন।

If Allah doesn't fix the situation, he's using the situation to fix you.
24/06/2025

If Allah doesn't fix the situation, he's using the situation to fix you.

24/06/2025

আমি অতিরিক্ত কেউ নই । এমন না যে আমাকে ছাড়া কারো জীবন থমকে যাবে । আমি কারো প্রথম পছন্দ নই , আমাকে ছাড়া কারো কিছু থেমে থাকে না । আমি আলাদা কিছু নই । আমার অভাবে আকাশ মেঘে ঢাকা পড়ে না ।

আমি সহজেই ভুলে যাওয়া মানুষ , আমি এমন যার জন্য কারো হৃদয় ভারী হয় না । জানি , একদিন সবাই দূরে সরে যাবে । আমার অস্তিত্ব কারো স্মৃতিতে ম্লান হবে । তবু নিজের মতো থাকি , কারো কাছে না থেকেও নিজের কাছে থাকি ।🌸

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Siyam's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share