Eaqub Ali Sardar

Eaqub Ali Sardar আল্লাহ্ সর্বশক্তিমান,
আল্লাহ্ পরম দয়ালু...

27/07/2025

সকল কষ্টের ভালো,
ঔষধ হলো ধৈর্য!

14/07/2025

আর হাসবো না আপনার ভিডিও দেখে মনিরুল ভাই।
বাবার ছায়াতলে বড় হয়েছি,শৈশবে কষ্ট কি বুঝিনি!
আজ আপনার জীবন কাহিনি শুনে চোখে পানি এমনি এমনি চলে আসছে।
কাঁচা সবজি যে একসময় আপনার বেচে থাকার খাবার ছিল সেটা আজ জানতাম।
একটা মানুষ বাবা মা ছাড়া কতটা অসহায় সেটা যার কেহ নাই সেই জানে।
আজকের পর আপনার ভিডিওগুলো সামনে আসলে শ্রদ্ধা নিয়ে দেখবো।
মনিরুলের জীবন কাহিনি শুনার জন্য RJ কিবরিয়া ভিডিওটা দেখতে পারেন।
জীবন মানে কি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন।

22/02/2025

#শিক্ষা, মানুষের ভদ্রতার পরিচয় বহন করে না! #আচরণই, ভদ্রতার পরিচয় দেয়!

দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারীদেশে ফিরেছেন মালয়েশিয়ায় অবস্থানরত জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।...
02/10/2024

দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী

দেশে ফিরেছেন মালয়েশিয়ায় অবস্থানরত জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

সন্ধ্যা সাড়ে ৬টার পর দেওয়া ওই পোস্টে আজহারী বলেন, ‘আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দুআর নিবেদন।’

আল ইমরান, হাবিবুর রহমান (বিটুল) স্যাঁরের ছেলে।  সকালে বগুড়া থেকে বাড়ীর উদ্দেশ্যে রওনা দিয়ে এখনো বাড়ীতে পৌছেনি। গতকাল রাগ...
26/09/2024

আল ইমরান, হাবিবুর রহমান (বিটুল) স্যাঁরের ছেলে। সকালে বগুড়া থেকে বাড়ীর উদ্দেশ্যে রওনা দিয়ে এখনো বাড়ীতে পৌছেনি।
গতকাল রাগ করে মোবাইল বাড়ীতে রেখেই বগুড়া গিয়েছিলো। যদি ওর বন্ধুবান্ধব কারো বাসায় গিয়ে থাকে বা কেউ কোথায় দেখে থাকেন দয়া করে যোগাযোগ করার অনুরোধ 🥲

যোগাযোগ: 01710050313 (Sazzad)

28/08/2024

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Eaqub Ali Sardar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share