গল্পের শেষ লাইন

গল্পের শেষ লাইন good news

সাক্ষাৎকার: আমার পৃথিবীস্থান: আমাদের প্রিয় বারান্দা, এক কাপ ধূমায়িত চা আর পড়ন্ত বিকেল।সাক্ষাৎকার নিচ্ছেন: প্রেমিক (আমি)স...
25/06/2025

সাক্ষাৎকার: আমার পৃথিবী
স্থান: আমাদের প্রিয় বারান্দা, এক কাপ ধূমায়িত চা আর পড়ন্ত বিকেল।
সাক্ষাৎকার নিচ্ছেন: প্রেমিক (আমি)
সাক্ষাৎকার দিচ্ছেন: প্রেমিকা (সে)
আমি: (একগাল হেসে) আচ্ছা, আজ না হয় অফিস বা খবরের কাগজের মতো তোমার একটা সাক্ষাৎকার নিই? প্রস্তুত?
প্রেমিকা: (চায়ে চুমুক দিয়ে, চোখে দুষ্টুমি) হঠাৎ? কী জানতে চাও শুনি? তবে শর্ত একটাই, প্রশ্নগুলো কঠিন হওয়া চলবে না।
আমি: প্রথম প্রশ্নটা খুবই সহজ। আমাদের প্রথম দেখা হওয়ার গল্পটা যদি কোনো কবিকে বলতে, কীভাবে বলতে?
প্রেমিকা: (একটু ভেবে) বলতাম, "সেদিন আকাশটা ঠিক ধূসর ছিল না, আবার নীলও ছিল না। ছিল একটা অদ্ভুত মায়াবী রঙের। সেই রঙের মতোই দুটো অচেনা চোখ হঠাৎ করে চেনা হয়ে গেল। মনে হলো, হাজার বছর ধরে এই চোখ দুটোকেই তো খুঁজছিলাম।"
আমি: বাহ! বেশ কাব্যিক। আচ্ছা, আমাদের এই ভালোবাসাকে যদি একটা ঋতু দিয়ে বোঝাতে হয়, কোনটা বাছবে? আর কেন?
প্রেমিকা: বর্ষা। কারণ আমাদের ভালোবাসায় ঝুম বৃষ্টির মতো আবেগ আছে, টিপটিপ বৃষ্টির মতো স্নিগ্ধতা আছে, আবার ঝগড়ার পর রামধনুর মতো মিল হয়ে যাওয়ার আশ্বাসও আছে। বর্ষার কাদা-জল মেখেও যেমন আনন্দ পাওয়া যায়, আমাদের সম্পর্কের ছোটখাটো খুঁতগুলো নিয়েও আমরা সেভাবেই ভালো থাকতে পারি।
আমি: সত্যি... আমার কোন বদভ্যাসটা তোমার secretly ভালো লাগে? যেটা নিয়ে তুমি অভিযোগ করো, কিন্তু মনে মনে হাসো।
প্রেমিকা: (মুখ টিপে হেসে) তোমার ওই এলোমেলো বইয়ের তাক। যখনই গুছিয়ে দিই, দুদিন পরেই আবার সব ওলটপালট। রাগ হয় ঠিকই, কিন্তু ওই এলোমেলো তাকটার দিকে তাকালে মনে হয়, এটা তোমার জগৎ, তোমার চেনা পৃথিবী। আর ওই অগোছালো স্বভাবটার মধ্যেই তো তোমাকে খুঁজে পাই।
আমি: (লজ্জিত হেসে) ধরা পড়ে গেলাম! আচ্ছা, একটা কঠিন প্রশ্ন করি। ঝগড়ার সময়, যখন আমরা দুজনেই খুব রেগে থাকি, তখন তুমি ঠিক কী চাও আমি মনে রাখি?

17/06/2025

21/04/2025
21/04/2025

🤣🤣🤣

21/04/2025

সেই লেভেলের খেলোয়াড়

19/04/2025

I got 30 reactions and comments on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

12/04/2025

Active just flow me

11/04/2025

অসুস্থ রোগি কি সুস্থ হয়ে গেলো মনে হয়

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when গল্পের শেষ লাইন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share