খবরওয়ালা ভাই

খবরওয়ালা ভাই খবর দেয় যে ভাই - খবরওয়ালা ভাই

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আগামী ৩ জুন ২০২৫ থেকে ১৪ জুন ২০২৫ পর্যন্ত গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ...
01/06/2025

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আগামী ৩ জুন ২০২৫ থেকে ১৪ জুন ২০২৫ পর্যন্ত গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বন্ধ থাকবে
বিস্তারিত কমেন্টে

ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধে বেরোবি প্রশাসনের উদ্যোগবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর- এর সংশ্লিষ্ট সকলের অবগতির...
22/05/2025

ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধে বেরোবি প্রশাসনের উদ্যোগ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর- এর সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সিন্ডিকেটের ১০৮তম সভার সিদ্ধান্ত মোতাবেক অত্র বিশ্ববিদ্যালয়ে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ রয়েছে। কেননা, বিগত জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের অন্যতম দাবী ছিল- শিক্ষা প্রতিষ্ঠানে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করা। এই দাবীর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৮-১০-২০২৪ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৮তম সভায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর- এ সকল ধরনের লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিম্নরুপ সিদ্ধান্ত গ্রহণ করেছেনঃ
“বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাঁদাবাজি, টেন্ডারবাজি, আবাসিক হলে সিট বাণিজ্যসহ সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ড সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। ক্যাম্পাসে সকল ধরনের লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ থাকবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর- এর নাম ব্যবহার করে সকল ধরনের লেজুড়বৃত্তিক রাজনীতিক কর্মকান্ড নিষিদ্ধ থাকবে।”
লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ থাকার পরেও কেউ বিভিন্ন ব্যানারে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার অপচেষ্টা করলে তার প্রতিরোধকল্পে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিম্নরুপ শাস্তির বিধান করেছেনঃ-
“চাঁদাবাজি, টেন্ডারবাজি, আবাসিক হলে সিট বাণিজ্য, সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ড এবং লেজুড়বৃত্তিক রাজনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ততার অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি আজীবন বহিস্কার ও ছাত্রত্ব বাতিল করা যেতে পারে ; প্রয়োজনে দেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তি বিধানের জন্য সুপারিশ করা হবে।”
এমতাবস্থায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ রয়েছে, যে সিদ্ধান্ত শিক্ষার্থীদের অব্যাহত দাবীর পরিপ্রেক্ষিতে, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য নেয়া হয়েছে।
সুতরাং যে কেউ ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করলে, কিংবা চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিট বাণিজ্য ইত্যাদি অনৈতিক কাজে জড়িত হলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের সনাক্ত করে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি এ সম্পর্কিত প্রত্যেকটি অভিযোগ যথাযথভাবে তদন্ত করবেন এবং অভিযোগ প্রাপ্তির পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে করণীয় সুপারিশ প্রদান করবেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে, লেজুড়বৃত্তিক রাজনৈতিক কর্মকান্ড বন্ধ রাখতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।

বেরোবিতে ফাইল ট্র্যাকিং সিস্টেম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে একাডেমিক ও প্রশাসনিক কাজে গতিশী...
18/05/2025

বেরোবিতে ফাইল ট্র্যাকিং সিস্টেম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে একাডেমিক ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনয়নের লক্ষ্যে ‘ফাইল ট্র্যাকিং সিস্টেম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৮ মে, ২০২৫) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় উপাচার্য বলেন, ফাইল ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অফিসে কার্যক্রম শুরু হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও এই সিস্টেম চালুর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ফাইল ট্র্যাকিং সিস্টেম প্রশাসনিক কার্যক্রমে সময় ও ভোগান্তি দূর করার পাশাপাশি জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করবে। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা এই নতুন সিস্টেমটি চালু করার আগে এ সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন এ ধরনের কর্মশালা থেকে।
এ সময় ফাইল ট্র্যাকিং সিস্টেম বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক বলেন, বর্তমান উপাচার্যের দূরদর্শী নেতৃত্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দ্রুততম সময়ে ডিজিটাল রুপান্তরের পথে এগিয়ে চলেছে। ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু হলে দপ্তরভিত্তিক কাজে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং দীর্ঘসূত্রিতাও কমে আসবে।
কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রশাসনিক ও একাডেমিক শাখার কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় ফাইল ট্র্যাকিং সিস্টেমের বিভিন্ন প্রযুক্তিগত দিক ও এর ব্যবহার নিয়ে আলোচনা করেন বেরোবি আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মোঃ বেলাল হোসেন।

আবু সাঈদ হ*ত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন।
15/05/2025

আবু সাঈদ হ*ত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন।

বেরোবিতে দুই দিনব্যাপী সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত১২টি সেশনে ১২৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপনবেগম ...
15/05/2025

বেরোবিতে দুই দিনব্যাপী সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
১২টি সেশনে ১২৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে প্রথমবারের মতো সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল সায়েন্সেস’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেপাল ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত গবেষক, শিক্ষক ও ছাত্রছাত্রীর অংশগ্রহণে আজ বৃহস্পতিবার (১৫ মে, ২০২৫) বিকেলে রংপুর শহরের আর কে রোড, দর্শনা মোড়ে অবস্থিত ব্র্যাক লার্নিং সেন্টারে দুই দিনের এই আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

এবারের কনফারেন্সের থিম হলো- “সোশ্যাল সায়েন্স টুডে এন্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট: ট্রেন্ডস, ডিলেমাস এন্ড অপারচুনিটিস।” দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে ১২টি সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকবৃন্দ তাঁদের ১২৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

এই আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় তিনি বলেন, দুই দিনের এই সম্মেলনে সামাজিক বিজ্ঞানের বাস্তবধর্মী ও জটিল বিভিন্ন তত্ত্ব এবং ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। যার মাধ্যমে বাংলাদেশের আর্থ সামাজিক ক্ষেত্রে টেকসই উন্নয়নের নতুন নতুন জ্ঞান ও ধারণা সৃষ্টি হয়েছে । যেগুলিকে কাজে লাগিয়ে উত্তর জনপদের পাশাপাশি বাংলাদেশের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর ভূমিকা রাখতে পারে।

উপাচার্য উত্তরাঞ্চল তথা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে গবেষণার গ্লোবাল হাব হিসেবে বাস্তবায়নে গবেষকদের এগিয়ে আসার আহবান জানান। যৌথ গবেষণা প্রজেক্ট, যৌথ প্রকাশনা এবং অন্যান্য সুযোগ বৃদ্ধির জন্য স্থানীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষকদের কোলাবোরেশন বৃদ্ধিরও আহবান জানান তিনি। সবশেষে বেরোবি উপাচার্য জুলাই বিপ্লবে আবু সাঈদসহ সকল শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রাশেদুল ইসলাম এবং নেপালের সাউথ এশিয়া ওয়াচ অন ট্রেড ইকোনোমিকস এন্ড এনভায়রনমেন্ট এর নির্বাহী পরিচালক ড. পরেশ খারেল। ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল সায়েন্সেস এর আহবায়ক বেরোবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বেরোবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক।

বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে আন্তঃবি...
15/05/2025

বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ মে, ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের ১ নং খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। উক্ত ক্রিকেট টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ৬ অনুষদভুক্ত ২২টি বিভাগের ছাত্রদের ২২টি ও ছাত্রীদের ১৭টি দল অংশ নিয়েছে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় অঙ্গণে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াসে যে সকল কর্মকান্ড ক্যাম্পাসে প্রয়োজন, সেটা নিশ্চিত করার ব্যাপারে বর্তমান প্রশাসন বদ্ধ পরিকর। ক্রীড়া চর্চা ছাত্রছাত্রীদের নেতিবাচক কর্মকান্ড থেকে বিরত রাখে এবং মানসিক বিকাশে সহায়ক হিসেবে কাজ করে। শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের ক্রীড়া চর্চা অব্যাহত রাখার আহবান জানান তিনি। শিক্ষার্থীদের মাঝে পারস্পারিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আহবান জানান উপাচার্য।

আবু সাঈদ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত, বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।তারিখ: ১৫ মে, ২০২৫ইং,...
14/05/2025

আবু সাঈদ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত, বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।
তারিখ: ১৫ মে, ২০২৫ইং, বৃহস্পতিবার
সময়: বিকেল ৪.৩০ মিনিট
স্থান: প্রধান ফটক, বেরোবি
আয়োজনে: সাধারণ শিক্ষার্থীবৃন্দ, বেরোবি

ছিল না কোন প্রটোকল, ছিল না কোনো গাড়িবহর। ছিলেন রাষ্ট্রের প্রধান তবুও চলাফেরায় অতি সাধারণ। ৫ বছরের ক্ষমতায় সম্পদ বলতে তেম...
14/05/2025

ছিল না কোন প্রটোকল, ছিল না কোনো গাড়িবহর। ছিলেন রাষ্ট্রের প্রধান তবুও চলাফেরায় অতি সাধারণ। ৫ বছরের ক্ষমতায় সম্পদ বলতে তেমন কিছুই ছিল নেই।

ছিল কেবল তিন পেয়ে কুকুর, দাদার আমলের গাড়ি আর একটি জরাজীর্ণ বাড়ি। বর্তমান দুনিয়ায় এমনভাবে চলাই যেখানে দায়, সেখানে উল্টো পথে হেঁটেছেন তিনি নির্দ্বিধায়!

ভিনগ্রহের এই মানুষটির নাম হোসে মুজিকা। পদমর্যাদায় ছিলেন উরুগুয়ের প্রেসিডেন্ট। তার অন্য পরিচয় পৃথিবীর সবচেয়ে দরিদ্র রাষ্ট্রপ্রধান!

হোসে মুজিকা প্রেসিডেন্ট হয়েও কোনোদিন প্রেসিডেন্ট প্রাসাদে বসবাস করেননি। ভাঙাচোরা কুঁড়েঘরে সদস্য বলতে ছিলো স্ত্রী আর ম্যানুয়েলা নামের তিন পেয়ে একটি কুকুর!

কোনো ব্যাংক হিসেব ছিল না মুজিকার। প্রেসিডেন্ট হিসেবে বরাদ্দকৃত ১২,৫০০ মার্কিন ডলার বেতনের মাত্র ১০ শতাংশ নিতেন বাকিটা দান করে দিতেন।

তার ভাষ্য ছিলো- এর চেয়েও কম টাকায় উরুগুয়ের অনেক মানুষের জীবন চলে, আমার তো বেশ চলে যাচ্ছে।

রাষ্ট্রপ্রধান হবার আগেও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেছেন, হবার পরেও স্ত্রীকে সঙ্গে করে চালিয়ে গেছেন কৃষিকাজ। নিজেকে রাষ্ট্রপতি বলার চেয়ে কৃষক বলতেই বেশি স্বাচ্ছন্দ্য হোসে মুজিকার!

পুরোনো গাড়িটা নিজেই চালাতেন। রাষ্ট্রীয় প্রয়োজনে বিমানে চড়লেও কোনোদিন প্রথম শ্রেণীতে চড়েননি, চড়েছেন ইকোনমি ক্লাসে!

যখন তাকে পৃথিবীর দরিদ্র প্রেসিডেন্ট বলে আখ্যায়িত করা হত, তখন তিনি বলতেন- আমি গরিব নই, গরিব তারা যাদের আরো চাই!

কিশোর বয়সে হোসে মুজিকা ছিলেন একজন টুপামারো গেরিলা। যারা ধনীর সম্পদ লুন্ঠন করে গরীবের মাঝে বন্টন করতো। টুপামারো আন্দোলনের একজন স্থপতিও তিনি।

তিনি ৬বার পুলিশের হাতে গু*লিবি*দ্ধ হন। এর মধ্যে ১৯৭২ সালে তো প্রায় ম*রেই গিয়েছিলেন, কোনমতে বেঁচে যান। গণ মানুষের অধিকার আদায়ের উপহার স্বরূপ খেটেছেন ১৫ বছর জেল।

১৯৮৫ সালে উরুগুয়েতে গণতন্ত্র প্রতিষ্ঠার পর তিনি জেল থেকে মুক্তি পান। যোগ দেন বাম রাজনীতিতে। ১৯৯৪ সালে তিনি সিনেটর নির্বাচিত হন, ২০০৫ সালে মন্ত্রী আর ২০১০ এ প্রেসিডেন্ট।

২০১০ এর নির্বাচনে পূর্বতন প্রেসিডেন্ট তাঁকে দলীয় মনোনয়ন দেননি। দলের নেতানেত্রীদের চরম বিরোধীতার মুখে বাধ্য হয়ে হোসে মুজিকাকে প্রেসিডেন্ট প্রার্থীর মনোনয়ন দেয়া হয়।

হোসে মুজিকা উরুগুয়ের দূর্বল অর্থনীতিকে একটি শক্তিশালী অবস্থানে পৌঁছে দিয়েছিলেন। স্বয়ং বিবিসি এ সম্পর্কে বলেছিলো- উরুগুয়ের অর্থনীতি তিনি রেখে যাচ্ছেন স্বাস্থ্যবান আর স্থিতিশীল অবস্থায়, লাতিন আমেরিকার অন্য অর্থনীতিগুলো যার ধারেকাছেও নাই।

হোসে মুজিকার কিছু সিদ্ধান্ত বেশ সমালোচিত হয়েছিলো যাদের মধ্যে- দেশে গাঁ*জা বৈধ করে দেয়া ছিলো একটি। হোসে মুজিকা এ বিষয়ে বলেন- আমি গাঁ*জাকে ঘৃ*ণা করি, কিন্তু আমি জানি, উরুগুয়েতে অন্তত দেড় লাখ মানুষ গাঁ*জা সেবন করেন, আমি তাদেরকে মা*দক পাচারকারীদের হাতে ছেড়ে দিতে পারিনা!

সমলি*ঙ্গের বিবাহ, গ*র্ভপাতের মতো সংবেদনশীল বিষয়গুলোরও বৈধতা দেন হোসে মুজিকা। এগুলো বেশ সমালোচনার হলেও উরুগুয়ের অবস্থার প্রেক্ষিতে ছিলো যুগোপযোগী!

বিশ্বনেতাদের মানবিকতা এবং বিশ্বায়নে মনযোগী হতে বলেছিলেন মুজিকা। মানবিক সম্পর্ক, ভালবাসা, বন্ধুত্বের ওপর ভিত্তি করে নতুন পৃথিবী গড়ে তোলারও আহ্বান জানিয়েছিলেন।

ভোগবিলাসী জীবন একদম অপছন্দ ছিলো মুজিকার। যু*দ্ধ আর অ*স্ত্র উৎপাদনের বিরুদ্ধে ছিলেন সর্বদা। তিনি সব রাষ্ট্রপ্রধানদের বলেছিলেন এসব খাতে বিনিয়োগ বন্ধ করে মানব কল্যাণে বিনিয়োগ বাড়াতে।

চোখ বন্ধ করে উরুগুয়ের বারবার প্রেসিডেন্ট থাকতে পারতেন, কিন্তু ইচ্ছে করেই অবসর নিয়েছেন প্রেসিডেন্টের পদ থেকে। তবে কৃষিকাজ থেকে কিন্তু অবসর নেননি।

উরুগুয়ের মানুষ তাঁকে আদর করে ডাকে ’পেপে’। তিনি ছিলেন জনমানুষের প্রেসিডেন্ট, মানুষের মঙ্গলই ছিলো তাঁর ধ্যানজ্ঞান।

বিশ্বজুড়ে বামপন্থীদের কাছে কিংবদন্তি ও গেরিলা যোদ্ধা হিসেবে পরিচিত উরুগুয়ের এই সাবেক প্রেসিডেন্ট মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

হে মহাজন, অটো রিক্সার উচ্ছেদের সাথে সাথে দারিদ্র্য, দুর্নীতি, স্বজন প্রীতি,বেকারত্ব, টাকা পাচার, দুর্বল শিক্ষা ব্যবস্থা,...
13/05/2025

হে মহাজন, অটো রিক্সার উচ্ছেদের সাথে সাথে দারিদ্র্য, দুর্নীতি, স্বজন প্রীতি,বেকারত্ব, টাকা পাচার, দুর্বল শিক্ষা ব্যবস্থা, কাহিল স্বাস্থ্যসেবা, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রজাতন্ত্রের কর্মচারীদের অহংকার/দুর্ব্যবহারও উচ্ছেদ কইরেন!

আংশিক বিচার অপবিচারেরই নামান্তর!

ছবি: প্রথম আলো

সৌদি পৌঁছেছেন ট্রা'ম্প, এয়ারপোর্টে এসে রিসিভ করে অভ্যার্থনা জানিয়েছে বিন সালমান।সৌদি আ'ম্রি'কায় ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ ...
13/05/2025

সৌদি পৌঁছেছেন ট্রা'ম্প,
এয়ারপোর্টে এসে রিসিভ করে অভ্যার্থনা জানিয়েছে বিন সালমান।
সৌদি আ'ম্রি'কায় ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে।
১০০০ বিলিয়নে হয় এক ট্রিলিয়ন!

আরব আমিরাতও শুনলাম ১ ট্রিলিয়ন বিনিয়োগ করবে।
অপরদিকে কাতার ট্রা'ম্প'কে ৪০০ মিলিয়ন ডলারের বিলাসবহুল একটি বিমান উপহার দিয়েছে।
ওদেরকে কী পরিমাণ অর্থের যোগান দিতে যাচ্ছে আরব শাসকরা,ভাবতে পারনে?

আরবের শাসকগুলো যখন প'শ্চি'মের
গোল|মিতে মগ্ন,
ঠিক তখনই গ| জ| য় ভাই-বোনেরা খাবারের অভাবে না খেয়ে হাড্ডিসার হয়ে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে।
আ'ম্রি'কার দেওয়া অ'স্রের আ'ঘা'তে উম্মাহর সন্তানরা প্রতিনিয়ত ছি'ন্ন-বি'চ্ছি'ন্ন হয়ে যাচ্ছে।
©Ornab Sir

10/05/2025

আওয়ামীলীগ নিষিদ্ধ ঘোষণার পর বেরোবিতে আনন্দ মিছিল...

Address

Park Mor
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when খবরওয়ালা ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খবরওয়ালা ভাই:

Share