Mr Sawpon

Mr Sawpon আমি একজন সাকিব ভক্ত।
আমি সাকিবিয়ান।
সাকিব আল হাসান সারা বিশ্বে একটাই, যার রিপ্লেসমেন্ট সারা বিশ্বে কখনো আসবে না।

দুইটি ছবির পার্থক্য দেখে বুঝবেন মিডিয়া কিভাবে চলে।Miss You Shakib
02/08/2025

দুইটি ছবির পার্থক্য দেখে বুঝবেন মিডিয়া কিভাবে চলে।
Miss You Shakib

ধন্যবাদ ডেইলি ক্রিকেট।পোস্ট আবার ডিলেট দিয়েন না।
25/07/2025

ধন্যবাদ ডেইলি ক্রিকেট।
পোস্ট আবার ডিলেট দিয়েন না।

Time is transient.

ছবি কথা বলে।এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে।নবাব সব সময় নবাবই থাকবে।
25/07/2025

ছবি কথা বলে।
এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে।
নবাব সব সময় নবাবই থাকবে।

22/07/2025

লাসের সংখ্যা কত...?
এটা বলতে কী সমস্যা...?

মাইলস্টোন কলেজ ট্র্যাজেডি — আমরা শোকাহত ⚫উত্তরা মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত সকল পাইলট, ছাত্রছাত্রী, ...
21/07/2025

মাইলস্টোন কলেজ ট্র্যাজেডি — আমরা শোকাহত ⚫

উত্তরা মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত সকল পাইলট, ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মচারীদের, প্রতি আমাদের হৃদয় থেকে প্রার্থনা ও সহানুভূতি।

🔥 যে শিক্ষার্থীরা এই দুর্ঘটনায় দগ্ধ হয়েছে, তাদের কষ্ট ভাষায় প্রকাশের নয়। আমরা আজ সবাই একসঙ্গে কাঁদি, একসঙ্গে প্রার্থনা করি—
আল্লাহ যেন তাদের দ্রুত সুস্থতা দান করেন।
যারা প্রাণ হারিয়েছেন তাদের যেনো আল্লাহ কবুল করে নেন।
আল্লাহ যেন সকল পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দেন।

এই ঘটনার পর আমাদের সমাজ মানবিক হয়ে উঠুক,
আরও সচেতন হোক নিরাপত্তা ও সহানুভূতির দিক থেকে।

📢 এই সময়ে সবচেয়ে জরুরি হচ্ছে:

* আহতদের পাশে থাকা
* গুজব ও নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকা
* রক্তদান, অর্থনৈতিক সহায়তা বা দোয়ার মাধ্যমে সাহায্য করা
* দোয়া করা যেন এমন ঘটনা আর কখনো না ঘটে

🤲 আসুন, সবাই মিলে বলি —
“হে আল্লাহ, দগ্ধ সকল ভাইবোনকে তুমি সুস্থতা দান করো।”



\ #মাইলস্টোন
\

20/07/2025

আজ সাকিব আল হাসানের নামে মুখরিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

আপনারা পারেন ও ভাই।
20/07/2025

আপনারা পারেন ও ভাই।

আজ মিরপুরে আগুনের লড়াই! 🏏 বাংলাদেশ বনাম পাকিস্তান - প্রথম টি২০ ম্যাচ📍 ভেন্যু: মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম🕒...
20/07/2025

আজ মিরপুরে আগুনের লড়াই!
🏏 বাংলাদেশ বনাম পাকিস্তান - প্রথম টি২০ ম্যাচ
📍 ভেন্যু: মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
🕒 সময়: বিকেল ৬:০০টা (বাংলাদেশ সময়)

🎯 সিরিজের প্রথম ম্যাচ, মাঠে নামছে টাইগাররা নিজেদের প্রমাণের মিশনে!
💥 লড়াই শুধু মাঠে নয়, হৃদয়ের ভিতরেও!
পাকিস্তানের বিপক্ষে টি২০-তে বরাবরই রোমাঞ্চকর ম্যাচ হয়েছে। আজও কি দেখা যাবে সেই উত্তেজনা?

রংপুর রাইডার্সের স্বপ্নভঙ্গ: গ্লোবাল সুপার লিগ ফাইনাল হেরে বিদায় ।আজ আমাদের প্রিয় রংপুর রাইডার্সের জন্য ছিল এক হৃদয়বিদার...
19/07/2025

রংপুর রাইডার্সের স্বপ্নভঙ্গ: গ্লোবাল সুপার লিগ ফাইনাল হেরে বিদায় ।

আজ আমাদের প্রিয় রংপুর রাইডার্সের জন্য ছিল এক হৃদয়বিদারক দিন। গ্লোবাল সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে গেছে তারা—এ হারে থেমে গেলো রংপুরের এগিয়ে চলা, স্তব্ধ হলো লাখো সমর্থকের আশা-ভরসা।

রংপুরের অদ্ভুত একটা অসুখ একটা ম্যাচ হেরে গেলে বা মোমেন্টাম না পেলে পরের ম্যাচ গুলো আর কামব্যাক করতে পারে না, বেশি কিছুদিন থেকে এই সমস্যা তাঁদের ভুগিয়েছে এবারো ফাইনাল মিস।

আমরা হারিনি, শুধু হেরে গেছি।
খেলাধুলায় জয়-পরাজয় থাকবেই। কিন্তু আজকের হারে আমরা শুধু ম্যাচ হারিনি, স্বপ্নের এক টুকরো হারিয়ে ফেলেছি। তবুও, এই দলটাই আমাদের সাহস, আমাদের ভালোবাসা, আমাদের পরিচয়।

🙏 ধন্যবাদ রংপুর রাইডার্স
আমাদের গর্ব হওয়ার মতো মুহূর্তগুলো উপহার দেওয়ার জন্য। আগামী মৌসুমে আবার নতুন আশা নিয়ে ফিরো আসো ,
ফ্যান রাও থাকব আগের মতোই পাশে—আস্থা, ভালবাসা আর চিৎকার নিয়ে।

💚

18/07/2025

সাকিব আল হাসান কে ছক্কা মারার পরেই ব্যাটার আউট হয়।
সাইন্স কী...?

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr Sawpon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share