
31/07/2025
বান্দরবান বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জেলা হিসেবে নির্বাচিত হয়েছে কিন্তু এই দেশে সবচেয়ে সুন্দরতম জেলা নি:সন্দেহে বান্দরবান। তার চেয়ে বড় ব্যাপার আমার কাছে এই দেশের সবচেয়ে সুন্দরতম মনের অধিকারী যে মানুষগুলো তাদের বেশিরভাগের বসবাস বান্দরবানে। আমাকে যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে সরল মানুষের বাস বান্দরবানে আমি অবাক হবো না।
কদম কারবারি পাহাড়ের গহীনের একটি ম্রো পাড়ার পাড়া প্রধান। বর্ষায় ডায়রিয়ায় পাহাড়ে প্রচুর শিশুমৃত্যুর ঘটনা ঘটে, সেইসাথে জুমের মৌসুম , কাটাছেঁড়া তো আছেই। আমরা এই বর্ষার সময়ে পুরো সময়ব্যাপী ঔষধ নিয়ে কাজ করতাম। তখনই পথিমধ্যে তার সাথে দেখা, তার মাধ্যমে সেই যে তার পাড়ায় ঔষধ পাঠিয়েছি আর দেখা হয় নি, এই দেখাটাই ছিলো শেষ দেখা।
এখন বয়স বেড়েছে, সময় অনেক গড়িয়েছে , হয়তো আগের মত আর পাহাড়ের গহীনের মানুষগুলোর কাছে যখন তখন যাওয়া হয়ে উঠে না। কিন্তু প্রতি বর্ষায় আমরা চেষ্টা করি আমাদের সাধ্যানুযায়ী দুর্গম অঞ্চলের , দেশের সবচেয়ে দরিদ্র এই জেলার সুন্দরতম মানুষগুলোর কাছে বিপদের সময় ঔষধ পৌঁছাতে। হয়তো সব পাড়ায় পারি না, সম্ভব ও হবে না কিন্তু প্রতি বছর , প্রতি বর্ষায় আমরা চেষ্টা করি তাদের কাছে ভালবাসা পাঠাতে। আপনিও চাইলে যুক্ত হতে পারেন আমাদের সাথে এই কার্যক্রমে। যোগাযোগ করতে পারেন 01515662875 এই নাম্বারে অথবা 01771809669 ( আবদুল্লাহ ) এই নাম্বারে। ভালবাসা অবিরাম 🙏