Rezaul Karim Sumon

Rezaul Karim Sumon Tour Operator | Tour Planner | Tour Guide |Researcher | Rural Tourism & Heritage Conservation Worker
(4)

25/08/2025

যে দেশের রাস্তাঘাটে এতো চমৎকার সঙ্গীত হয় সেই দেশ কখনো মৌলবাদীদের দখলে পুরোপুরি যাবে না, নিশ্চিত। তোমায় আমি পাইতে পারি 'বাজি ' ভালবাসা হাশিম ভাই ❤️🙏

21/08/2025

বিনা বিচারে বম জাতিগোষ্ঠীর নারী , শিশু বৃদ্ধ সহ নিরাপরাধ মানুষের কারাবন্দীর আজ "৫০০ দিন " এই ৫০০ দিনের মধ্যে প্রথমে কারাগারে লাল য়েং কিম বম নামের তরুন যুবকের মৃ*ত্যু হয়। সেই সময়ে সাংময় বম গুরুতর অসুস্থ তবুও জামিন হচ্ছিলো না , তার কিছুদিন পর সেও মা*রা যায়। সর্বশেষ মা*রা যায় ভান লাল রুয়াল দা। যার সাথে আমার নিজেরই অনেক ব্যক্তিগত স্মৃতি জড়িত। একজন আট মাসের অন্তঃসত্ত্বা বম নারীকেও আটক করা হয়েছিলো এবং সন্তান জন্মদানের পর আলোচনা সমালোচনার চাপে , ছাড়া হয় লালফেল রুয়াত বম ও তার সাথে থাকা শিশুকে তার পরদিন ছাড়া হয় লাল এংকল বম ও তিন শিশুকে। রাষ্ট্রীয় বাহিনীর কেএনএফ দমনে ব্যর্থ, সেই কারনে নিশ্চয়ই বান্দরবানের বেথেল পাড়ার পুরো এক গ্রামের নারী ও শিশু বৃদ্ধ নির্বিচারে যাকে পাবেন তাকে ধরে নিশ্চয়ই জেলে পুরতে পারেন না। ঢাকা বা চট্রগ্রাম শহরে বম জাতিগোষ্ঠীর যেসব মানুষ বসবাস করেন তারা ভয়ে বছরের পর বছর বাড়ি ফিরতে পারে না। বম জাতিগোষ্ঠীর প্রতিটি নিরাপরাধ মানুষের মুক্তি চাই ✊✊

https://youtu.be/98t1STVN9qg?si=p6ZQf4V7i-4W0ujL
21/08/2025

https://youtu.be/98t1STVN9qg?si=p6ZQf4V7i-4W0ujL

বম জাতিগোষ্ঠীর সাথে কি হচ্ছে পার্বত্য চট্রগ্রামে? কারাবন্দীর ৫০০ দিন | মুক্তি মিলবে কবে?? বিনা বিচারে বম জাতিগোষ্ঠ...

বম জাতিগোষ্ঠীর নারী -শিশু - বৃদ্ধ সহ ,বিনা বিচারে নিরাপরাধ মানুষগুলোর কারাবন্দীর আজ "৫০০ দিন " এই ৫০০ দিনের মধ্যে প্রথমে...
21/08/2025

বম জাতিগোষ্ঠীর নারী -শিশু - বৃদ্ধ সহ ,বিনা বিচারে নিরাপরাধ মানুষগুলোর কারাবন্দীর আজ "৫০০ দিন "

এই ৫০০ দিনের মধ্যে প্রথমে কারাগারে লাল য়েং কিম বম নামের তরুন যুবকের মৃ*ত্যু হয়। সেই সময়ে সাংময় বম গুরুতর অসুস্থ তবুও জামিন হচ্ছিলো না , তার কিছুদিন পর সেও মারা যায়। সর্বশেষ মারা যায় ভান লাল রুয়াল দা। যার সাথে আমার নিজেরই অনেক ব্যক্তিগত স্মৃতি জড়িত। একজন আট মাসের অন্তঃসত্ত্বা বম নারীকেও আটক করা হয়েছিলো এবং সন্তান জন্মদানের মাত্র কয়েকদিন আগে ঝামেলা এড়াতে ও আন্দোলন ও আলোচনা সমালোচনার চাপে তাকে ছেড়ে দেয়া হয়। এরপর ছাড়া হয় লালফেল রুয়াত বম ও তার সাথে থাকা শিশুকে তার পরদিন ছাড়া হয় লাল এংকল বম ও তিন শিশুকে।

রাষ্ট্রীয় বাহিনীর কেএনএফ দমনে ব্যর্থ, সেই কারনে নিশ্চয়ই বান্দরবানের বেথেল পাড়ার পুরো এক গ্রামের নারী ও শিশু বৃদ্ধ নির্বিচারে যাকে পাবেন তাকে ধরে নিশ্চয়ই জেলে পুরতে পারেন না। ঢাকা বা চট্রগ্রাম শহরে বম জাতিগোষ্ঠীর যেসব মানুষ বসবাস করেন তারা ভয়ে বছরের পর বছর বাড়ি ফিরতে পারে না।

বম জাতিগোষ্ঠীর প্রতিটি নিরাপরাধ মানুষের মুক্তি চাই।

এসব নিয়ে আজ রাত ৮ টায় বিস্তারিত আলোচনা করবো ( Pahar Sumon ) ইউটিউব চ্যানেলে। চাইলে যুক্ত হতে পারেন এই মুক্ত আলোচনায়।

20/08/2025
রাজা*কার ও তার শাবকদের নয়নের মনি, দেশের আপামর আ*বাল জনতার কাছে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও নব্য ইতিহাসবিদ আল্লামা পিনাকি ...
18/08/2025

রাজা*কার ও তার শাবকদের নয়নের মনি, দেশের আপামর আ*বাল জনতার কাছে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও নব্য ইতিহাসবিদ আল্লামা পিনাকি আউলিয়ার নতুন আবিস্কার, মুক্তিযুদ্ধের শহীদ ত্রিশ লাখ নয়, দু হাজার। আগামী দিনে নিশ্চয়ই আল্লামা পিনাকি ঘোষণা দিবেন ৫২ এর ভাষা আন্দোলন বলে দেশে কিছু ছিলো না। পাকিরা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু ছিলো , রাজাকার আর বটর বাহিনী বলে কিছু ছিলো না , ৭ ই মার্চের ভাষন বলে কিছু ছিলো না এগুলো এআই এর কাজ। মানুষ কতটুকু জঘন্য মানসিকতার হলে এইসব বা*ল ছা*ল মার্কা ভিডিও কন্টেন্ট বানাতে পারে 🤣🤣🤣

চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ বানাতে চায়, এক কাঠমোল্লার এমন এক ফেসবুক পোস্ট কে কেন্দ্র করে বেশ তোলপাড় হয়েছে। স্থানীয় প্রশাসন জা...
17/08/2025

চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ বানাতে চায়, এক কাঠমোল্লার এমন এক ফেসবুক পোস্ট কে কেন্দ্র করে বেশ তোলপাড় হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে তেমন কিছু হচ্ছে না, তারা কঠোর পদক্ষেপ নিবে। এ নিয়ে অনেকে অনেক বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে ও জানতে চাচ্ছে। বিস্তারিত কথা বলার চেষ্টা করেছি এখানে।

চন্দ্রনাথ পাহাড় ও সনাতনী তীর্থস্থান নিয়ে কি হচ্ছে? এমন কেন মোল্লারা? কোনো ধর্মীয় উপাসনালয় বা তীর্থস্থান কোনো পর.....

আমার খুব প্রিয় খাবার, কুমড়োর বিচি। বাসায় কুমড়ো নিয়ে আসলে আমার সবচেয়ে বেশি আগ্রহ থাকে কখন বিচি আলাদা করে ভাজা হবে। এতো বছ...
15/08/2025

আমার খুব প্রিয় খাবার, কুমড়োর বিচি। বাসায় কুমড়ো নিয়ে আসলে আমার সবচেয়ে বেশি আগ্রহ থাকে কখন বিচি আলাদা করে ভাজা হবে। এতো বছরে আমি কখনো এই বিচি আলাদা করে বিক্রি করতে দেখি নি, এবার ই প্রথম দেখলাম ও কিনলাম। তবে হাটের দিন বলেই হয়তো পেলাম। গ্রাম গঞ্জের হাটে কত কিছু যে পাওয়া যায় 🤔🤔

14/08/2025

পর্যটন ও গ্রামীন পর্যটনের সাথে বন, পাহাড় ,জঙ্গল ও আদিবাসীদের নানা বিষয়ে নিয়মিত মুক্ত আলোচনা করার চেস্টা করি এই প্লাটফর্মে। এই মুক্ত আলোচনায় যুক্ত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর পাঠচক্রের একদল তরুন শিক্ষার্থী। সেখানে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিলো " বন পাহাড় ও আদিবাসী "। এই বিষয়ে কথা বলতে গিয়ে পার্বত্য চট্রগ্রাম ও বাংলাদেশ নিয়ে নানা কথা উঠে এসেছে । সেখানে সবাই বন পাহাড় এর নানা বিষয়ে মুক্তভাবে প্রশ্ন করেছে এবং সেগুলোর উত্তর খোজার চেস্টা করেছি আমরা। প্রথম দিনে আমরা এই আলোচনা শেষ করতে পারি নি । আবার ২য় দিন আবার একই বিষয় নিয়ে আমাদের বসতে হয়েছে । যেহেতু এটি পাঠচক্রের আলোচনা, এখানে মুক্তভাবে পাহাড় , বন , জঙ্গল , হিমালয় ও হিমালয়ের পাদদেশের এই বিস্তীর্ন অঞ্চলের নানা বিষয়ে কথা বলা হয়েছে। কথা বলতে গিয়ে রাষ্ট্র , বৃহৎ জাতিগোষ্ঠীর শোষণ , পাহাড়ের মানুষের বঞ্চনা ও নানা বিষয়ে কথা উঠে এসেছে । এছাড়া আমরা নানা বিষয়ে উত্তর খোজার চেস্টা করেছি। এই আলোচনার রাজনৈতিক কিংবা ভিন্ন কোনো উদ্দেশ্য নেই। আপনারা মুক্তভাবে আপনাদের মতামত জানাতে পারেন। ভালবাসা অবিরাম ♥

ডাক্তার সাহেবরা এসে গেছে। চিন্তা করবেন না খুব দ্রুত রোগী সুস্থ হয়ে যাবে 🧛‍♂️
13/08/2025

ডাক্তার সাহেবরা এসে গেছে। চিন্তা করবেন না খুব দ্রুত রোগী সুস্থ হয়ে যাবে 🧛‍♂️

13/08/2025

ভোলাগঞ্জে পাথর রক্ষায় প্রশাসন ভীষন তৎপর, ভীষণ 😜

Address

Rangpur

Telephone

+8801515662875

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rezaul Karim Sumon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rezaul Karim Sumon:

Share