Rezaul Karim Sumon

Rezaul Karim Sumon Tour Operator | Tour Planner | Tour Guide |Researcher | Rural Tourism & Heritage Conservation Worker
(4)

বান্দরবান বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জেলা হিসেবে নির্বাচিত হয়েছে কিন্তু এই দেশে সবচেয়ে সুন্দরতম জেলা নি:সন্দেহে বান্দরবান।...
31/07/2025

বান্দরবান বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জেলা হিসেবে নির্বাচিত হয়েছে কিন্তু এই দেশে সবচেয়ে সুন্দরতম জেলা নি:সন্দেহে বান্দরবান। তার চেয়ে বড় ব্যাপার আমার কাছে এই দেশের সবচেয়ে সুন্দরতম মনের অধিকারী যে মানুষগুলো তাদের বেশিরভাগের বসবাস বান্দরবানে। আমাকে যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে সরল মানুষের বাস বান্দরবানে আমি অবাক হবো না।

কদম কারবারি পাহাড়ের গহীনের একটি ম্রো পাড়ার পাড়া প্রধান। বর্ষায় ডায়রিয়ায় পাহাড়ে প্রচুর শিশুমৃত্যুর ঘটনা ঘটে, সেইসাথে জুমের মৌসুম , কাটাছেঁড়া তো আছেই। আমরা এই বর্ষার সময়ে পুরো সময়ব্যাপী ঔষধ নিয়ে কাজ করতাম। তখনই পথিমধ্যে তার সাথে দেখা, তার মাধ্যমে সেই যে তার পাড়ায় ঔষধ পাঠিয়েছি আর দেখা হয় নি, এই দেখাটাই ছিলো শেষ দেখা।

এখন বয়স বেড়েছে, সময় অনেক গড়িয়েছে , হয়তো আগের মত আর পাহাড়ের গহীনের মানুষগুলোর কাছে যখন তখন যাওয়া হয়ে উঠে না। কিন্তু প্রতি বর্ষায় আমরা চেষ্টা করি আমাদের সাধ্যানুযায়ী দুর্গম অঞ্চলের , দেশের সবচেয়ে দরিদ্র এই জেলার সুন্দরতম মানুষগুলোর কাছে বিপদের সময় ঔষধ পৌঁছাতে। হয়তো সব পাড়ায় পারি না, সম্ভব ও হবে না কিন্তু প্রতি বছর , প্রতি বর্ষায় আমরা চেষ্টা করি তাদের কাছে ভালবাসা পাঠাতে। আপনিও চাইলে যুক্ত হতে পারেন আমাদের সাথে এই কার্যক্রমে। যোগাযোগ করতে পারেন 01515662875 এই নাম্বারে অথবা 01771809669 ( আবদুল্লাহ ) এই নাম্বারে। ভালবাসা অবিরাম 🙏

প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ডায়রিয়া সহ নানা পানিবাহিত রোগের সংক্রমণ ঘটে। এছাড়া জুমের মৌসুম হওয়া...
31/07/2025

প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ডায়রিয়া সহ নানা পানিবাহিত রোগের সংক্রমণ ঘটে। এছাড়া জুমের মৌসুম হওয়ায় প্রতিটি পাড়ায় হাত পা কেটে যাবার প্রচুর ঘটনা ঘটে। প্রত্যন্ত অঞ্চলের অনেকগুলো পাড়া থেকে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে ঔষধ এর জন্য। প্রত্যন্ত অঞ্চলের পাড়াগুলোতে এই সময়ে কিছু প্রয়োজনীয় ঔষধ এর প্রচুর অভাব দেখা দেয়। আপনারা অবগত আছেন যে, দেশের পার্বত্য অঞ্চলের বেশিরভাগ এলাকা এখনো স্বাস্থ্যসেবার আওতার বাইরে।

আমরা প্রতি বছর চেষ্টা করি অন্তত দুর্গম অঞ্চলের পাড়াগুলোতে প্রয়োজনীয় কিছু ঔষধ পাঠাতে। এবার ও চেষ্টা করছি পাঠাতে। আপনারা চাইলে যে কেউ এই কার্যক্রম এ অংশ নিতে পারেন। চাইলে আমাদের কাছে ঔষধ কুরিয়ার করতে পারেন।

যা যা ঔষধ প্রয়োজন হয়:
১. প্যারাসিটামল ( Napa, Ace )
২. মেট্রোনিডাজল
৩. খাবার স্যালাইন
৪. স্যাভলন / ডেটল / ভায়োডিন
৫. ব্যান্ডেজ

যারা ঔষধ পাঠাতে চান বা সাহায্য করতে চান যোগাযোগ করতে পারেন 01515662875 ( What's App )এই নাম্বারে অথবা Abdullah এর সাথে 01771809669 এই নাম্বারে। ভালবাসা অবিরাম 🙏

বি:দ্র: যারা ঔষধ এর সহযোগিতা করতে চান নির্দিধায় নাম্বারগুলোতে কল বা What's app এ যোগাযোগ করতে পারেন , যেকোনো সময় 🙏

বান্দরবানের রুমা ও থানছিতে কেএনএফ এর বিরুদ্ধে ব্যাংক ডাকা*তি ও অ*স্ত্র লু*ট মামলায় দীর্ঘ এক বছরের বেশি সময় যাবত কারাবন্...
31/07/2025

বান্দরবানের রুমা ও থানছিতে কেএনএফ এর বিরুদ্ধে ব্যাংক ডাকা*তি ও অ*স্ত্র লু*ট মামলায় দীর্ঘ এক বছরের বেশি সময় যাবত কারাবন্দি লাল রুয়াতফেল বম নামে একজন নারী ও সাথে তিন বছরের শিশু জামিন পেয়ে চট্রগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছে।

যারা নারী শিশুদের বিরুদ্ধে নির্বিচারে এসব মামলা দিয়েছে , শিশু, গর্ভবতী মহিলা এদেরকে বিনা বিচারে জেল খাটিয়েছে এবং মানবাধিকার বিরোধী কর্মকাণ্ড ঘটিয়েছে ,তাদের বিচার দাবি করছি ✊ তাদের বিচার করা না গেলে পার্বত্য চট্রগ্রাম অঞ্চলে এমন ঘটনা ঘটতেই থাকবে।

হয় বম জাতিগোষ্ঠীর সাধারণ মানুষ ,নারী ও শিশুদের আদালতে অপরাধী প্রমান করুন ,অথবা অপরাধী প্রমানে ব্যার্থ হলে, যারা এই সাধারণ মানুষদের হয়রানি করছে তাদের বিচারের আওতায় নিয়ে আসুন ✊✊

লামায় পাহাড় কাটার দায়ে কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে চলতি বছরের ৬ মে লামা রাবার ইন্ডাস...
30/07/2025

লামায় পাহাড় কাটার দায়ে কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে চলতি বছরের ৬ মে লামা রাবার ইন্ডাস্ট্রিকেও ১৬ লাখ টাকা জরিমানা করেছিল পরিবেশ অধিদপ্তর। উভয়ের বিরুদ্ধে পাহাড়িদের জমি , জুমের জায়গা দখল করার অভিযোগ বেশ পুরনো। লামা এরিয়াতে কোয়ান্টাম বা লামা রাবার ইন্ডাস্ট্রি বাদে আরো বড় বড় কোম্পানির বিরুদ্ধে পাহাড়িদের অনেক জায়গা দখলের অভিযোগ আছে। এ ছাড়া প্রান প্রকৃতি পরিবেশ নষ্ট , পাহাড় কাটা, এমনকি পাড়ার পানি পানের ঝিরিতে বিষ প্রয়োগের অভিযোগও আছে।

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে 'অবৈধভাবে' পাহাড় কেটে কারখানা নির্মাণ করায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এছাড়া, পাহাড় কাটার অন্য আরেকটি ঘটনায় সরই এলাকার মো. কবির হোসেন ও আন্দালিব গংয়ের বিরুদ্ধেও নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পরিবেশ অধিদপ্তর।

29/07/2025

বম আদিবাসী জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা

পার্বত্য চট্রগ্রামের ম্রো নামে চমৎকার এক আদিবাসী জাতিগোষ্ঠীর এই পাড়ায় এসেছি দু দিন। সাথে কিছু বন্ধু থাকায় তাদের সময় দিতে...
28/07/2025

পার্বত্য চট্রগ্রামের ম্রো নামে চমৎকার এক আদিবাসী জাতিগোষ্ঠীর এই পাড়ায় এসেছি দু দিন। সাথে কিছু বন্ধু থাকায় তাদের সময় দিতে গিয়ে পাড়ার অনেকের সাথে দেখা হয়ে উঠে নি। তাই তারাই এসেছে দেখা করতে। এই পাড়াকে, এই পাড়ার মানুষকে আমি আমার নিজের পরিবারই মনে করি। আত্মার সঙ্গে আত্মার মিলন ঘটলেই তাকে নাকি আত্মীয় বলে, তারা আমার পরম আত্মীয়।

তারা যে পাহাড় ও তার পাদদেশের অঞ্চলে বসবাস করে , এখন পর্যন্ত তারা ছাড়া অন্য কেউ এই অঞ্চলে অন্য জাতিগোষ্ঠীর বসবাস করার কোনো নজির নেই। তাদের গোষ্ঠীর নামেই পুরো এই পাহাড়সারির নাম। একসময় তাদের পূর্বপুরুষেরা এই পাহাড়সারি সব বন জঙ্গল দাপিয়ে বেড়াতো, জীবনের যাপন করতো বন নির্ভর।

বন কমে গেছে, জঙ্গল কমে গেছে, জনসংখ্যা বেড়েছে। অন্যদিকে সমতলের লোকেদের একের পর এক পাহাড়ে ওঠার প্রচেষ্টা তাদেরকে পাহাড়ের আরো গহীনে নিয়ে এসেছে। গহীনের সেই পাহাড়ের চূড়ার উপর দিয়ে রাস্তা হয়েছে, পর্যটন হয়েছে, গাছ কাটা হয়েছে, পাথর উত্তোলন হয়েছে, ঝিরি ঝর্না নষ্ট হয়েছে, তারা যাবে কোথায়?

আমি যে ম্রো বন্ধুর বাড়িতে আছি, সে আমার এ জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু। সে বহুবার জঙ্গলে আমার প্রান বাচিয়েছে। তার পাহাড়ে চলার দক্ষতা, তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা , তার তীব্র ঘ্রানশক্তি বহু বিপদ থেকে উদ্ধার করেছে। সে সহ ডায়রিয়া ক্রাইসিস নিরাময়ের উদ্দেশ্যে পাহাড়ের মানুষের জন্য বহু জায়গায় ছুটে বেড়িয়েছি।

পাড়ায় এসে দেখি জুম করতে গিয়ে পা কেটে গেছে। সামান্য স্যাভলন লাগানোর অবস্থা নেই। এমন অবস্থা জুম পাহাড়ের বুকে সর্বত্র। মাইলের পর মাইল সবুজ পাহাড়ের সৌন্দর্য দেখবেন কিন্তু একটি হাসপাতাল পাবেন না। মাইলের পর মাইল প্রান প্রকৃতিকে ধারন করা মানুষ দেখবেন, কিন্তু স্কুল পাবেন না।

বৃটিশ এসেছে, ভারত এসেছে, পাকিস্তান এসেছে, বাংলাদেশ এসেছে, ভূখন্ডের দাবিদার বার বার পরিবর্তিত হয়েছে , বন জঙ্গলের জীবন ছেড়ে দিয়ে, তথাকথিত এই নতুন সভ্য সমাজে চলে এসেছে। এতো পরিবর্তন এর মাঝে শুধু পরিবর্তন হয়নি জুম পাহাড়ের সাধারণ মানুষের জীবন মানের।

তাদেরকে আদিবাসী বলা যাবে না, বলতে হবে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি। কে নির্ধারণ করবে , এই রাষ্ট্রের বৃহৎ জাতিগোষ্ঠীর মানুষ। যার সাথে বনের সম্পর্ক নেই, জুম পাহাড়ের মানুষের সম্পর্ক নেই? হায় সেলুকাস!!

বান্দরবান | জুলাই ২০২৫

পাহাড়ে ঘুরতে গেছেন, মেঘ দেখতে গেছেন, মেঘের সমুদ্রে ভাসতে গিয়েছেন। পাহাড়ের প্রতিটি দেয়ালে দেয়ালে তাদের চাওয়া পাওয়ার কথাগু...
28/07/2025

পাহাড়ে ঘুরতে গেছেন, মেঘ দেখতে গেছেন, মেঘের সমুদ্রে ভাসতে গিয়েছেন। পাহাড়ের প্রতিটি দেয়ালে দেয়ালে তাদের চাওয়া পাওয়ার কথাগুলো লেখা আছে। আমরা তাদের কতটুকু সন্মান দিতে পেরেছি, তাদের চাওয়া পাওয়া নিয়ে কতটুকুই বা ভাবতে পেরেছি? কতটুকুই বা আলোচনার টেবিলে নিয়ে এসেছি?

তারা ক্ষুদ্র আর আপনি বড়? আপনার জাত আছে, তাদের জাত নেই, তারা নাকি উপজাতি , তারা কোন জাতির উপজাতি বোদ্ধারা তা বলবে না। এই পাহাড়সারির এমনও পাড়া আছে যার একেকটি পাড়ার বয়স ৩-৪ শ বছর। জঙ্গলের জীবন যাপন করতে করতেই তারা বৃটিশদের পেয়েছে, পাকিস্তান পেয়েছে, বাংলাদেশ পেয়েছে । অথচ একটি রাষ্ট্রের জন্ম হলে তারা যে রাষ্ট্র কতৃক সুযোগ সুবিধা পাবে, সেটি কখনোই পায় নি, শুধু শোষিতই হয়েছে। সন্মানটুকু দিতেও যেখানে এতো কার্পণ্য , অধিকার এর প্রশ্ন সেখানে হাস্যকর , তাই নয় কি?

জুলাই ২০২৫ | চিম্বুক রেঞ্জ | বান্দরবান

27/07/2025

নাট্যব্যক্তিত্ব রতন থিয়ামকে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধার্ঘ তার খুদে নাতনির। ভাষা কখনও প্রতিবন্ধক হতে পারে না। এই ফ্রেম চিরকালীন ভরসা দেয়। আরও গভীরে গিয়ে ভাবতে শেখায়। রবীন্দ্রনাথকে , বাংলা ভাষাকে। বাংলা ভাষা মানেই তো রবীন্দ্রনাথ , রবীন্দ্রনাথ মানেই তো সার্বজনীন ❤️💕

25/07/2025

পাহাড় ও আদিবাসী | বন নির্ভর জীবন ও পর্যটন

বৃষ্টির মাঝেও লাঠি ও ঝাড়ু মিছিল চলছে | খাগড়াছড়ির ভাইবোনছড়ায় ৮ম শ্রেণীর ছাত্রী ধর্ষ*ণের প্রতিবাদে ,ধ*র্ষকদের ‘নারী ও শিশু...
25/07/2025

বৃষ্টির মাঝেও লাঠি ও ঝাড়ু মিছিল চলছে | খাগড়াছড়ির ভাইবোনছড়ায় ৮ম শ্রেণীর ছাত্রী ধর্ষ*ণের প্রতিবাদে ,ধ*র্ষকদের ‘নারী ও শিশু নির্যা*তন দমন আইনে’ দ্রুত সাজা কার্যকর করার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের লাঠি ও ঝাড়ু মিছিল

২৫জুলাই ২০২৫, কুদুকছড়ি, রাঙামাটি সদর

Address

Rangpur

Telephone

+8801515662875

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rezaul Karim Sumon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rezaul Karim Sumon:

Share