Stock Business

Stock Business To know Technical & Fundamental Analyses & Update Stock Exchange? Like & Follow us.
(2)

28/05/2025

হুজুগে বা কোন প্ররোচনায় আর নয়, বর্তমান অস্থির পুজিবাজারে বিনিয়োগে প্রয়োজন সচেতনতা এবং সর্বোচ্চ সতর্কতা।

অস্তিত্ব সংকটে থাকা দূর্বল ব্যাংকগুলোকে সবল করতে বাংলাদেশ ব্যাংকের সকল প্রচেষ্টা ব্যার্থ হওয়ার পর একীভূত করে সরকারের নিয়ন্ত্রণে নেয়া হতে পারে মর্মে প্রচারিত সংবাদের পর গতকাল সেইসব দূর্বল ব্যাংকের শেয়ারগুলো সেলার লেস হয়ে যায়, সর্বোচ্চ দাম বারে। জেড ক্যাটাগরিতে থাকা এবং স্পন্সর ডিরেক্টরদের ন্যূনতম ৩০% এর কম শেয়ার হোল্ডিং আছে এমন কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগের সিদ্ধান্তের খবরে আজও হয়ত সেই ক্রাইটেরিয়ার অনেক কোম্পানির শেয়ারেই সেলার লেস হবে। এখন প্রশ্ন হলো যে সকল কোম্পানির স্পন্সর ডিরেক্টররা লিস্টিং এর পর উচ্চ দামে তাদের শেয়ার সেল করে মার্কেট থেকে টাকা বের করে নিয়েছেন, এখন নাম মাত্র খুবই সামান্য শেয়ার তাদের হোল্ডিংয়ে আছে, কোম্পানি এখন বন্ধ বা অস্তিত্ব সংকটে, সেই সকল কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগের খবরেই গণহারে শেয়ারের দাম বারা কতটা যৌক্তিক?

পুজিবাজারে বিনিয়োগকারীরা ইতিহাসের সবচেয়ে খারাপ একটা সময় পার করছি, মার্কেট সাপোর্টেড অনেক ভালো কোম্পানির শেয়ার যখন আন্ডারভ্যালুড এবং ৫-৭ বছর আগের সর্বনিম্ন দামে পাওয়া যাচ্ছে, বড় কারেকশনে হিস্টরিক্যাল লোয়ার প্রাইসে সেই সকল শেয়ার নিসন্দেহে বিনিয়োগের জন্য উত্তম। এই অস্থির মার্কেটে নিউজ নির্ভর এমন কোন দূর্বল বা বন্ধ কোম্পানীর শেয়ারে বিনিয়োগ করা উচিৎ নয় যা দুইদিন পড়েই আবার বড় লসের কারণ হতে পারে, আপনার ঘুম হারাম করতে পারে।

ধন্যবাদ
Mahbubul Alam Siddiqui ভাইকে

28/05/2025

বিনিয়োগকারীদের জন্য এখন সুখবর আসতে থাকবে।

13/03/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Murad Pervaz, Monirul Hashan Nahid, Abdur Razzaque, Rotary Liton Bg, Mazharul Kabir, Fuad Hossain Milon, Bishwajit Das, Bulbul Ahmed Ahmed, শেখ সাহেব

নিজে এনালাইসিস করে নিতে পারেন। আমার কাছে ভালো মনে হচ্ছে।, ,,                        #শেয়ারবাজার  #স্টকমার্কেট  #শেয়ারনিউ...
13/03/2025

নিজে এনালাইসিস করে নিতে পারেন। আমার কাছে ভালো মনে হচ্ছে।,
,
,
#শেয়ারবাজার #স্টকমার্কেট #শেয়ারনিউজ #স্টক

10/02/2025

অবশেষে বাজার মাইনাস হলো,
এটা কেনার সুযোগ ভাই।
,
,

#শেয়ারবাজার #বাংলাদেশশেয়ারবাজার #শেয়ারবাজারসংকট #শেয়ারবাজারবিশ্লেষণ #শেয়ারবাজারআপডেট #ইনভেস্টমেন্ট #অর্থনীতি #বাংলাদেশঅর্থনীতি #ফাইন্যান্স #শেয়ারবাজারপর্যালোচনা #অর্থসংবাদ

09/02/2025

New line, bdthai
কেনা যায়, তবে রিক্স ম্যানেজমেন্ট অনুযায়ী।

09/02/2025

Z নিয়ে ব্যাপক সম্ভাবনা আছে।
আমি নিজেও Z কিনে বসে আছি।
,
খেয়াল করে দেখুন-
কিছুদিন পর পর ডেভিডেন্ট এর নিউজ আসে আর Z থেকে B তে যাচ্ছে।
তাই ভালো ভালো কোম্পানির শেয়ার বেচে বেচে কিনে রাখা বোকামি হবে না। ক্যাটাগড়ি চেঞ্জ না হলেও মামারা ঠিকি ধরতেছে। তাই আমার ভরসা Z.
দ্বিমত থাকলে জানান শিখবো এবং শুধরে নেবো।
,
,
#আজকেরহল্টআইটেম

🟥 ১০০০ গার্মেন্টস এর ইনকাম এমন একটা রিফাইনারি দিয়ে করা সম্ভব।  সাথে দেশের স্ট্রেটেজিক ফিউল রিজার্ভ বাড়বে দেশের।  ভর্তুকি...
07/01/2025

🟥 ১০০০ গার্মেন্টস এর ইনকাম এমন একটা রিফাইনারি দিয়ে করা সম্ভব। সাথে দেশের স্ট্রেটেজিক ফিউল রিজার্ভ বাড়বে দেশের। ভর্তুকি প্রনোদনা বন্ড এগুলির ভেজাল নাই।

বিডার উচিৎ এমন বাছাই করা প্রজেক্ট নিয়ে কাজ করা। পলিয়েস্টার নাইলন ফাইবার প্লান্ট, ডাইজ ক্যামিকেল প্লান্ট সহ অনেক র ম্যাটেরিয়াল প্রস্তুত কারক কোম্পানি গুলি আমাদের দেশে নিয়ে আসলে আমাদের লিড টাইম জনিত জটিলতা কমে যায়।

শুধু রিফাইনারী না এমন প্লান্ট যেগুলির জন্য আমরা পরনির্ভরশীল সেগুলি কিভাবে কমানো যায় এটা করতে হবে। ১-২ টা পলিয়েস্টার ফাইবার প্লান্ট হলে আমদানির উপর পোর্টের উপর চাপ কমতো আমাদের।
কপি

03/11/2024

T-1 চালু হলে মার্কেট ভলিউম বারবে,
তবে সমস্যাও আছে।

03/11/2024

ICB 1% দিলে খবর আছে।

03/11/2024

সব শেয়ার সস্তা রেটে এবং সাপোর্ট জোনে আছে, অনেক বিনিয়োগ কারিকে দেখতেছি নিয়মিত ছোট ছোট বাই করে যাচ্ছে।
সামনে মার্কেট ভালো হতে যাচ্ছে।
হতাশ না হয়ে টাকা থাকলে এভারেজ করে রাখেন, না হয় ধর্য ধরুন।

04/07/2024

💠 টেকনো ড্রাগ 💠

🔴টেকনো ড্রাগসের আইপিওতে ২৪ গুণের বেশি আবেদন জমা পড়েছে।
কোম্পানিটি ১০০ কোটি টাকা সংগ্রহ করবে। এর বিপরীতে ২ হাজার ৪৮৭ কোটি ১৮ হাজার ১০৪ টাকার আবেদন জমা পড়েছে।

🔴টেকনো ড্রাগসের শেয়ারের কাট-অব প্রাইস নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা। কাট-অব প্রাইসের ৩০ শতাংশ কম দামে অর্থাৎ ২৪ টাকা করে সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার পাবেন।

🔴আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২৭ টাকা ৭৪ পয়সা এবং পুনর্মূল্যায়ন ছাড়া যা ২২ টাকা ৫৭ পয়সা।

🔴আলোচ্য অর্থববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮ পয়সা।
*কপিটেক্সট*

Address

Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Stock Business posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Stock Business:

Share