28/05/2025
হুজুগে বা কোন প্ররোচনায় আর নয়, বর্তমান অস্থির পুজিবাজারে বিনিয়োগে প্রয়োজন সচেতনতা এবং সর্বোচ্চ সতর্কতা।
অস্তিত্ব সংকটে থাকা দূর্বল ব্যাংকগুলোকে সবল করতে বাংলাদেশ ব্যাংকের সকল প্রচেষ্টা ব্যার্থ হওয়ার পর একীভূত করে সরকারের নিয়ন্ত্রণে নেয়া হতে পারে মর্মে প্রচারিত সংবাদের পর গতকাল সেইসব দূর্বল ব্যাংকের শেয়ারগুলো সেলার লেস হয়ে যায়, সর্বোচ্চ দাম বারে। জেড ক্যাটাগরিতে থাকা এবং স্পন্সর ডিরেক্টরদের ন্যূনতম ৩০% এর কম শেয়ার হোল্ডিং আছে এমন কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগের সিদ্ধান্তের খবরে আজও হয়ত সেই ক্রাইটেরিয়ার অনেক কোম্পানির শেয়ারেই সেলার লেস হবে। এখন প্রশ্ন হলো যে সকল কোম্পানির স্পন্সর ডিরেক্টররা লিস্টিং এর পর উচ্চ দামে তাদের শেয়ার সেল করে মার্কেট থেকে টাকা বের করে নিয়েছেন, এখন নাম মাত্র খুবই সামান্য শেয়ার তাদের হোল্ডিংয়ে আছে, কোম্পানি এখন বন্ধ বা অস্তিত্ব সংকটে, সেই সকল কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগের খবরেই গণহারে শেয়ারের দাম বারা কতটা যৌক্তিক?
পুজিবাজারে বিনিয়োগকারীরা ইতিহাসের সবচেয়ে খারাপ একটা সময় পার করছি, মার্কেট সাপোর্টেড অনেক ভালো কোম্পানির শেয়ার যখন আন্ডারভ্যালুড এবং ৫-৭ বছর আগের সর্বনিম্ন দামে পাওয়া যাচ্ছে, বড় কারেকশনে হিস্টরিক্যাল লোয়ার প্রাইসে সেই সকল শেয়ার নিসন্দেহে বিনিয়োগের জন্য উত্তম। এই অস্থির মার্কেটে নিউজ নির্ভর এমন কোন দূর্বল বা বন্ধ কোম্পানীর শেয়ারে বিনিয়োগ করা উচিৎ নয় যা দুইদিন পড়েই আবার বড় লসের কারণ হতে পারে, আপনার ঘুম হারাম করতে পারে।
ধন্যবাদ
Mahbubul Alam Siddiqui ভাইকে