Akash and Soma's Diary

Akash and Soma's Diary “Photography is a way of feeling, of touching, of loving. What you have caught on film is captured forever… It remembers little things, long after you have

Collected 😀😀
18/06/2024

Collected 😀😀

😁😁
03/08/2023

😁😁

ঈদ মোবারক.....!!
27/06/2023

ঈদ মোবারক.....!!

18/06/2023

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। রবিবার (১৮ জুন) দেশটিতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে ২৮ জুন, বুধবার দেশটিতে ঈদুল আজহা পালন করা হবে।

ব্রেকিং নিউজ: বাংলাদেশে আজ শুক্রবার সকাল ১০ টা বেজে ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে  যে ভূমিকম্প অনুভূত হয়েছে আমেরিকান ভূ-ত্বাত্তিক...
16/06/2023

ব্রেকিং নিউজ:

বাংলাদেশে আজ শুক্রবার সকাল ১০ টা বেজে ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে যে ভূমিকম্প অনুভূত হয়েছে আমেরিকান ভূ-ত্বাত্তিক অধিদপ্তরের তথ্য অনুসারে ভূমিকম্পটি ছিলো ৫ মাত্রার ও এর উৎপত্তিস্হল সিলেট শহর থেকে ২৩ কিলোমিটার দক্ষিন-পূর্ব দিকে। ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। ভূমিকম্পটির ভৌগলিক অবস্হান ছিল ২৪ দশমিক ৭৫ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ৯২ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশ (24.750°N 92.042°E)।

09/06/2023

না হেসে পারলাম না🤣🤣🤣🤣😂

আমি যখন কাজে বের হই, আমার স্ত্রী প্রতিদিন সকালে তখন মনে করিয়ে দেয়, আমি কিছু একটা ভুলে গেছি..

কখনও গাড়ির চাবি, কখনও বা বাড়ির চাবি।
এবং বেশিরভাগ সময় সে আমাকে আমার মোবাইল ফোন, বা গাড়ির নথির কথা মনে করিয়ে দেয়.. এবং বলে যে আমি বুড়ো হয়ে যাচ্ছি এবং স্মৃতিশক্তি হ্রাসে ভুগছি!

আমি এই উপহাসের অবসান করার সিদ্ধান্ত নিলাম। তাই আমি যা ভুলে যাই তা লিখে রাখলাম।

সকালে ঘুম থেকে উঠে বাসা থেকে বের হওয়ার আগে কাগজটা হাতে নিয়ে সব চেক করতে লাগলাম।
মনে মনে খুশি হয়ে বাসা থেকে বের হলাম.. মনে হলো- আজকে আমি বিজয়ী!

আমি গাড়ির ইঞ্জিন চালু করে রওনা হয়ে গেলাম। মাত্র কয়েক সেকেন্ড পরেই বউয়ের ফোন বেজে উঠলো।

বললাম:
"আজ আমি ব্যর্থ হইনি যে তোমার কাছে লজ্জা পেতে হবে। আমি আজ কিছুই ভুলিনি, হা হা!।"

বউ বলে উঠলো: "বাড়ি ফিরে এসো, আজ শুক্রবার!" 😅

05/06/2023

এক চাচা
ভোট দেওয়ার পর বাইরে এসে পোলিং এজেন্টকে জিজ্ঞেস করলেন, ‘’বেটা তোমার চাচী কি ভোট দিয়ে চলে গেছেন?’’

পোলিং এজেন্ট লিস্ট চেক্ করে বলল, ‘’হ্যাঁ চাচা, চাচী ভোট দিয়ে চলে গেছেন।’’

তখন চাচা গভীর দুঃখের সাথে বলেলন, ‘’ইস যদি একটু তারাতারি আসতাম তবে দেখা হতো।’’  

পোলিং এজেন্ট অবাক হয়ে জিজ্ঞেস করল, ‘’ কেন চাচা? চাচী কি আপনার সাথে থাকেন না?’’  

চাচা বলেলন, ‘’বেটা আজ ৯ বছর হয়ে গেছে তোমার চাচী মারা গেছেন।’’  
কিন্তু প্রতিবার ভোটের সময় এসে ভোট দিয়ে চলে যান কিন্তু কোনোদিন দেখা হয় না।

(সংগৃহীত)

মনে রাখবেন... ❗✪ বিড়াল একমাত্র মাংসাসী প্রাণী যাকে-আমাদের নবী (সা:), ভালবেসে তার গায়ে হাত বুলিয়েছিলেন, কোলে বসিয়েছেন।✪ ব...
04/06/2023

মনে রাখবেন... ❗
✪ বিড়াল একমাত্র মাংসাসী প্রাণী যাকে-
আমাদের নবী (সা:), ভালবেসে তার গায়ে হাত বুলিয়েছিলেন, কোলে বসিয়েছেন।

✪ বিড়াল সেই প্রাণী, যার জন্য মক্কায় মুসল্লিগণ কাতার ভেঙে দাঁড়ায়!, তাও তাকে কেউ স্থান থেকে উঠায় না!

✪বিড়াল সেই প্রাণী, যাকে পানি পান করানোর জন্য মক্কায় আলাদা লোক নিয়োগ দেয়া হয়,

✪ বিড়াল সেই প্রাণী যার মুখ লাগানো এটো খাদ্য মা আয়েশা মুখে নিয়েছেন,

✪ বিড়াল সেই প্রাণী যার জিহবা দ্বারা চাটা পানিতে আল্লাহর হাবীব নবী কারিম (সাঃ) ওযু করেছেন,

✪ বিড়ালকে সরাসরি হ'ত্যা করা কিংবা অনাহারে রেখে মে'রে ফেলা হারাম, এ কারণে
জাহান্নামে যেতে হবে !
(সহীহ মুসলিম: ৫৭৪৫)

✪ রাসূল (সাঃ) বলেছেনঃ বিড়াল অপবিত্র (প্রাণী) নয়,
বিড়াল তো সর্বদা তোমাদের আশেপাশেই আনাগোনা করে থাকে।
➤ সুনানে আবু দাউদ, হাদিস নং ৭৬ ❤️

বিঃদ্রঃ বিড়াল এর গায়ে কখনো পা দিয়ে লা'থি কিংবা লাঠি দ্বারা আ'ঘা'ত করবেন না। এমনকি পা লাগিয়ে আদরের বাহানা করবেন না।

প্রখর রোদে ছুটে চলা অন্তনীল .....!
04/06/2023

প্রখর রোদে ছুটে চলা অন্তনীল .....!

 #মাশাআল্লাহ ওরা দুই বোন, কি সুন্দর ঘুমাচ্ছে😍বড় জন চম্পাছোট জন পুচু❤️❤️
02/06/2023

#মাশাআল্লাহ
ওরা দুই বোন, কি সুন্দর ঘুমাচ্ছে😍
বড় জন চম্পা
ছোট জন পুচু
❤️❤️

“ইস্তিগফার ও কালোজিরা”মানসিক ও শারীরিক যাবতীয় সমস্যার দুই মহাঔষধ। ◾ইস্তিগফার:  রাসূলুল্লাহ ﷺ বলেছেন- “যে ব্যক্তি বেশি প...
24/05/2023

“ইস্তিগফার ও কালোজিরা”
মানসিক ও শারীরিক যাবতীয় সমস্যার দুই মহাঔষধ।


◾ইস্তিগফার:

রাসূলুল্লাহ ﷺ বলেছেন- “যে ব্যক্তি বেশি পরিমাণে ইস্তেগফার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যে কোন অভাব ও সংকটের সময় তার জন্য রাস্তা খুলে দিবেন, যেকোন দুঃখ ও দুশ্চিন্তা দূর করে দিবেন এবং তার জন্য এমন রুজি-রোজগারের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না।” [১]

কুরআন থেকে- “আমি বললাম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তাহলে তিনি তোমাদের প্রতি মুষলধারে বৃষ্টি প্রেরণ করবেন। আর তিনি তোমাদেরকে সম্পদ ও সন্তানাদি বৃদ্ধি করে দেবেন। তিনি তোমাদের জন্য বিভিন্ন উদ্যান ও নদ-নদী সৃষ্টি করে দেবেন।” [২]

“হে আমার সম্প্রদায়! তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা কর। অতঃপর তাঁর কাছে তাওবা কর। তিনি তোমাদের প্রতি মুষলধারে বৃষ্টি প্রেরণ করবেন। তোমাদের শক্তিকে আরও বাড়িয়ে দেবেন। আর তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না।” [৩]

এভাবে কুরআন ও হাদিসে তাওবা ও ইস্তিগফারের অনেক ফায়দা ও উপকারের কথা বলা হয়েছে। তাই আল্লাহ তাআলার ক্ষমা, দয়া এবং দুনিয়া ও আখিরাতে সব দিক থেকে তাঁর সাহায্য লাভ করার জন্য তাওবা ও ইস্তিগফারের বিকল্প নেই।

মোটকথা, তাওবা ও ইস্তিগফারের মাধ্যমে একজন মুমিনের দুনিয়া ও আখেরাতের জীবন সর্বাঙ্গীন সুন্দর ও সফল হয়। এর মাধ্যমে একজন মুমিন লাভ করে উভয় জাহানের সমৃদ্ধি। সর্বোপরি তাওবা ও ইস্তিগফারের মাধ্যমে মুমিন আল্লাহ তাআলার নিকটতম বান্দায় পরিণত হয়।

আল্লাহ তাআলা আমাদের সকলের সগীরা-কবীরা গুনাহসহ সব ধরনের অন্যায়-অপরাধ ক্ষমা করেন। এবং আমাদেরকে সব ধরনের গুনাহ থেকে তাওবা করার তাওফীক দান করেন— আমীন, ইয়া রাব্বাল আলামীন।

তবে নিজেকে সবধরনের অশ্লীলতা, অপবিত্রতা থেকে পবিত্র থাকা চাই।


◾কালোজিরা:

রাসূলুল্লাহ ﷺ বলেছেন- “তোমরা কালোজিরা নিজেদের জন্য ব্যবহারকে বাধ্যতামূলক করে নাও। কেননা মৃত্যু ব্যতিত সকল রোগের নিরাময় এর মধ্যে রয়েছে।” [৪]

হযরত খালিদ ইবনু সা‘দ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন– আমরা (যু/দ্ধের অভিযানে) বের হলাম। আমাদের সঙ্গে ছিলেন গালিব ইবনু আবজার। তিনি পথে অসুস্থ হয়ে গেলেন। এরপর আমরা মদীনায় ফিরলাম তখনও তিনি অসুস্থ ছিলেন। তাঁকে দেখাশুনা করতে আসেন ইবনু আবূ ‘আতীক।তিনি আমাদের বললেনঃ তোমরা এ কালোজিরা সাথে রেখ। এত্থেকে পাঁচটি কিংবা সাতটি দানা নিয়ে পিষে ফেলবে, তারপর তন্মধ্যে যাইতুনের কয়েক ফোঁটা তৈল ঢেলে দিয়ে তার নাকের এ দিক-ওদিকের ছিদ্র দিয়ে ফোঁটা ফোঁটা করে প্রবিষ্ট করাবে।

কেননা, ‘আয়িশাহ (রাঃ) আমাদের নিকট বর্ণনা করেছেন যে, তিনি রাসূলুল্লাহ ﷺ -কে বলতে শুনেছেনঃ– এই কালোজিরা ‘সাম’ ছাড়া সব রোগের ঔষধ। আমি বললামঃ ‘সাম’ কী? তিনি বললেনঃ মৃত্যু। [৫]

✓রোগ প্রতিরোধ ক্ষমতা- কালোজিরা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করার মাধ্যমে যে কোন জীবানুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে।

✓রক্তের শর্করা কমায়- কালোজিরা ডায়াবেটিক রোগীদের রক্তের শর্করা কমিয়ে ডায়াবেটিক আয়ত্তে রাখতে সহায়তা করে।

✓রক্তচাপ নিয়ন্ত্রন- কালোজিরা নিন্ম রক্তচাপকে বৃদ্ধি এবং উচ্চ রক্তচাপকে হ্রাসের মাধ্যমে শরীরে রক্তচাপ এর স্বাভাবিক মাত্রা সুনিশ্চিত করতে সহায়তা করে।

✓স্মরণ শক্তি উন্নয়ন- কালোজিরা মস্তিস্কের রক্ত সঞ্চলন বৃদ্ধির মাধ্যমে স্মরণ শক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে।

✓হাঁপানীঃ কালোজিরা হাঁপানি বা শ্বাসকষ্ট জনিত সমস্যা সমাধনে সহায়তা করে।

✓চুল পড়া বন্ধ করে- কালোজিরা চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে দিয়ে চুলপড়া বন্ধ করে এবং চুল বৃদ্ধিতে সাহায্য করে।

✓রিউমেটিক এবং পিঠে ব্যাথা-কালোজিরা রিউমেটিক এবং পিঠে ব্যথা কমাতে সাহায্য করে।

✓মায়ের দুধ বৃদ্ধি-কালোজিরা মায়েদের বুকের দুধের প্রবাহ এবং স্থায়ীত্ব বৃদ্ধিতে সহায়তা করে।

✓শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি-কালোজিরা শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধিতে ত্বরান্বিত করতে সহায়তা করে।

✓দেহের সাধারণ উন্নতি-নিয়মিত কালোজিরাসেবনে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সতেজ করে ও সার্বিকভাবে স্বস্থ্যের উন্নতি সাধন করে।

-------
তথ্যসূত্র:
[১] সুনানে আবু দাউদ, হাদীস নং: ১৫১৮
[২] সূরা নূহ, আয়াত: ১০-১২
[৩] সূরা হুদ, আয়াত: ৫২
[৪] সুনান আত তিরমিজী, হাদিস নং: ২০৪১
[৫] সহীহ বুখারী, হাদিস নং: ৫৬৮৭
-সংগৃহীত

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Akash and Soma's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share