Mukta moni

Mukta moni আমি ভীষণ আড়াল প্রিয় কল্পনাতে বেচে রই😊💗
ইচ্ছে হলেই আকাশ ছোঁব এমন আমার সাধ্য কই❤️🌼

13/06/2025

ছবির পাশে দাড়ানো বন্ধু,,,
আর সময়ের পাশে দাড়ানো বন্ধু এক না😊

27/05/2025

কারো সাথে দীর্ঘসময় থাকলে অভ্যাস হয়ে যায়। দীর্ঘসময় না থাকলেও অভ্যাস হয়ে যায়; না থাকার অভ্যাস।🙂💔

19/04/2025

কেউ বদনাম করবে,
আবার
কেউ সবটা জেনেও ভালোবাসবে❤️‍🩹😊

08/04/2025

প্রশ্নে ভরা জীবন নিয়ে এইতো আছি বেশ....
শুন্য থেকে জীবন শুরু.....
শুন্যতেই শেষ...💔🥀

08/03/2025

একদিন তোমার আক্ষেপের ডানায় ভর করে আমার মৃত্যুদিন চলে আসবে।
অনেক কিছুরই অপেক্ষা ফুরিয়ে যাবে, তোমার আমার। চাওয়া-পাওয়ার হিসেবগুলো মেলাতে পারবে না পৃথিবীর কোনো ক্যালকুলেটর।

তোমার জানা হয়ে যাবে দাঁড়িয়ে থেকে চলে যাওয়া দেখতে কেমন; কবি মরে গেলে কবিতারা হয়ে যায়,কতটা একা।
তুমি টের পাবে, নীরবতা কতটা জল শূন্য চোখে নকশা আঁকলে পরে তাকে বলে সত্যিকারের স্তব্ধতা।

এতকিছু জানাজানির পরও তোমার অনেক কিছু থেকে যাবে অজানা।
তোমার কখনই জানা হবে না কতটা ব্যথা বুক থেকে সেচলে পরে, কতবার কতভাবে মরণ হলে 'ভালোবাসা যাচ্ছে না আর' এমন একটা কথার ভয়াবহতা!

তুমি ভালো থেকো, যেভাবে থাকে ফসল-শূন্য মাঠে একটা কাকতাড়ুয়া একা।

- মিথের মতো মিথ্যে

লেখা: ইথার আখতারুজ্জামান

15/02/2025

জীবনে ঘুরতে যাওয়ার মূহূর্ত আসতে আসতে মনে হয় বয়স্ক ভাতা পেয়ে যাবো!..🙂

13/02/2025

someone asked me who hurt you?

I replied my own expectation.🙂💔

24/01/2025

তুমি জানলেই না......

তোমাকে ভালোবাসার জন্য,,,,
আমি অনেক ভালোবাসা আর আদরের জায়গা নষ্ট করেছি।😅🖤

24/01/2025

পৃথিবীর সমূদয় নিজ পরিজন...
বিষন্নতার সিংহাসনে বাস করে এ মন 😊💔

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Mukta moni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share