Prapti & Arif's day's

Prapti & Arif's day's its about every days activity like medical tips, cooking, crafting, traveling..

07/09/2025
06/09/2025
02/09/2025
01/09/2025
আহিয়ান নানাভাইয়ের সাথে  বাইক চালায় ❤️   ゚
08/08/2025

আহিয়ান নানাভাইয়ের সাথে বাইক চালায় ❤️

30/07/2025

Life is not a bed of rose..

শুভ  সকাল          ゚
29/07/2025

শুভ সকাল

শুভ রাত্রি     ゚
27/07/2025

শুভ রাত্রি

23/07/2025

সুপারফিশিয়াল বার্ণে মারাত্মক পেইন হয়। ডীপ বার্ণে যখন নার্ভ পুড়ে যায় তখন সে সকল রোগীরা পেইন ফীল করেন না। বাইরে থেকে তাদের অনেকটা সুস্থ আছে বলে মনে হয়। কিন্তু বার্ণ পেশেন্টরা মারা যায় সবচেয়ে বেশি ইনফেকশন এ। এবং এটা শুরু হয় ১/২ দিন পর থেকে। সাধারণত বার্ণের রোগীরা Pseudomonas & Stap. Aureus ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হয়। এসব ব্যাকটেরিয়া সাধারণত হাসপাতাল থেকে ছড়ায়। বার্ণ পেশেন্টদের ইনফেকশানের রিস্ক অনেক বেশি। Skin barrier নষ্ট হওয়ায় wound colonize করতে শুরু করে।
চট্রগ্রাম মেডিকেলে শীতাকুণ্ড ট্রাজেডির সময় দেখেছি ৯৫% মানুষই ইনফেকশানের কথা চিন্তা না করে শুধু আবেগের বশে সাহায্য করতে যায়, কোন কাজ না থাকলেও দাড়িয়ে থাকে, ভিড় করে, ভিডিও করে। এতে কাজের কাজ কিছুই হয় না বরং ক্ষতি আরো বেশি হয়। ডাক্তার, নার্সদের কাজের ব্যাঘাত ঘটে এবং ইনফেকশন এর রিস্ক বেড়ে যায়। দয়া করে হাসপাতালে গিয়ে ভিউ ব্যবসা করতে গিয়ে বাচ্চাদের ক্ষতি করবেন না। অপ্রয়োজনে কেউ অবস্থান করবেন না।স্বেচ্ছাসেবকরা প্রোপার হাইজিন মেইনটেইন করবেন। আপনার অতি উৎসাহ, আবেগ যেনো বাচ্চাগুলোর জীবনের জন্য আরো ক্ষতির কারণ না হয়।

©Dr Md Enamul Hasan

“আম্মু আমি আজ স্কুলে যাব না।”৭ বছরের বয়সী জুনায়েদের কথা শুনে মা ধ'ম'কে বললেন,“একদম না যাওয়ার বায়না ধরবে না জুনায়েদ। যেতে...
22/07/2025

“আম্মু আমি আজ স্কুলে যাব না।”

৭ বছরের বয়সী জুনায়েদের কথা শুনে মা ধ'ম'কে বললেন,

“একদম না যাওয়ার বায়না ধরবে না জুনায়েদ। যেতে হবে, চলো রেডি হও।”

“মা, ভালো লাগছে না আমার। কাল থেকে যাই?”

“না, বাবা এখনি যেতে হবে। স্কুল থেকে আসার পর, তোমাকে নিয়ে ঘুরতে যাব। কেমন?”

জুনায়েদের চোখ চকচক করে উঠল। বলল,

“সত্যি!”

“হ্যাঁ, সত্যি।”

জুনায়েদকে স্কুলের জন্য রেডি করে মা, আর ছেলে বেরিয়ে পড়লো। স্কুল গেইটে জুনায়েদকে নামিয়ে মা হেসে বললেন,

“আম্মু, বাসায় গিয়ে চিকেন রান্না করব, তোমার জন্য। ঠিক আছে?”

“ওকে, আম্মু।”

জুনায়েদের মা, রান্না করছিল। হঠাৎ নিউজ পেল, জুনায়েদের স্কুলে বিমান ক্র্যাশ করেছে। হাত থেকে চিকেনের পাতিলটা পড়ে গেল। কাঁ'পা কাঁ'পা হাতে জুনায়েদের বাবাকে কল দিলো। তারপর, ছুটে বেরুলো ছেলেকে খুঁজতে। “জুনায়েদ, ঠিক আছেতো?”
তারপর? তারপর, ২ ঘন্টা খোঁজার পর, হঠাৎ দেখতে পেলো, “পো/ড়া দে'হ নিয়ে জুনায়েদ তার আম্মুর দিকেই এগিয়ে আসছে। মুহুর্তেই পড়ে গেল মা'টিতে। শেষ নি’শ্বা’স ত্যাগ করলো জুনায়েদ। কলিজা কাঁ/পি/য়ে দেওয়ার মত চিৎ’কা’র করে উঠল জুনায়েদের বাবা-মা। মা কান্না করতে করতে বললেন,

“আমার বাজান, আমার বাজানে, না করছিল আম্মু আজ আমি স্কুলে যাব না। আমি জো'র করে পাঠিয়েছি। আমার বাজানে আজকে বিকেলে ঘুরতে যাওয়ার কথা ছিল আমার সাথে। ওহ বাজান, চিকেন খাইবা না তুমি? আব্বা, আমারে নিঃস্ব করে তুমি কই চইলা গেলা আব্বা?”

জুনায়েদের আর বাসায় ফেরা হলো না, চিকেন খাওয়া হলো না, তার আম্মুর সাথে ঘুরা হলো না, আর, হোমওয়ার্কও করা হলো না।
কালেক্টেড

এ দায় কেউ নিবে না জানি, বাতিল জিনিস না চালানো হলে নিজেদের পকেট ভরানো হবে কি করে?? জন্মই এদেশে আজন্ম পাপ।। আল্লাহ তাআলা স্বজন হারানোদের শোক সহ্য করার তৌফিক দান করুন। আমিন

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers...
16/07/2025

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers!

Address

Rangpur

Telephone

+8801949369763

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prapti & Arif's day's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Prapti & Arif's day's:

Share