Mohammad Nahid

Mohammad Nahid সাফল্য একটি ফল, যা পেতে হলে আমাদের পরিশ্রমের বীজ বুনতে হয়। এটি কোনো জাদুর কাঠি নয়, বরং ধৈর্য আর চেষ্টার পুরস্কার

14/06/2025

আমি সবার উদ্দেশ্যে বলছি। প্রিয় ভাই ও বোনেরা আমার আপনারা এমন ক্যান কিপ্টা একটি লাইক কমেন্ট দিলে কি হাত খোশে পড়বে নাকি।

সাফল্য একটি ফল, যা পেতে হলে আমাদের পরিশ্রমের বীজ বুনতে হয়। এটি কোনো জাদুর কাঠি নয়, বরং ধৈর্য আর চেষ্টার পুরস্কার
13/06/2025

সাফল্য একটি ফল, যা পেতে হলে আমাদের পরিশ্রমের বীজ বুনতে হয়। এটি কোনো জাদুর কাঠি নয়, বরং ধৈর্য আর চেষ্টার পুরস্কার

13/06/2025

Good morning bondhu ra

12/06/2025

“পাপকে ছোট মনে করো না, কারণ পাহাড় গঠিত হয় ছোট ছোট পাথর দিয়েই।”

12/06/2025

জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি।

12/06/2025

Good morning

11/06/2025

. বাবাকে ভালোবাসতে পিতৃ দিবস বা কোনো স্পেশাল ডে লাগেনা। প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডই বাবাকে ভালোবাসা যায়

11/06/2025

Good morning freinds

বিজ্ঞানীরা বিভিন্ন দিক থেকে মস্তিষ্ক নিয়ে গবেষণা করেন, যেমন - স্নায়ুবিদ্যা (neuroscience), মনোবিজ্ঞান (psychology), এব...
10/06/2025

বিজ্ঞানীরা বিভিন্ন দিক থেকে মস্তিষ্ক নিয়ে গবেষণা করেন, যেমন - স্নায়ুবিদ্যা (neuroscience), মনোবিজ্ঞান (psychology), এবং আরও অনেক শাখা। উদাহরণস্বরূপ, স্নায়ুবিদরা মস্তিষ্কের গঠন, কাজ এবং বিভিন্ন রোগের কারণ নিয়ে কাজ করেন, যেখানে মনোবিজ্ঞানীরা মানুষের চিন্তা, অনুভূতি, এবং আচরণের ওপর মস্তিষ্কের প্রভাব নিয়ে গবেষণা করেন।
মস্তিষ্কের বিভিন্ন অংশ এবং তাদের কাজ:
মস্তিষ্কের গুরুমস্তিস্ক (cerebrum):
এটি মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, যা চিন্তা, স্মৃতি, এবং ভাষা সহ বিভিন্ন কাজে সাহায্য করে।
মস্তিষ্কের ছোটমস্তিস্ক (cerebellum):
এটি অঙ্গপ্রত্যঙ্গ এবং শরীরের ভারসাম্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
মস্তিষ্কের মূল (brainstem):
এটি শ্বাস-প্রশ্বাস, হৃদস্পন্দন, এবং ঘুমের মতো মৌলিক কাজ নিয়ন্ত্রণ করে।
মস্তিষ্ক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিজ্ঞানী:
আলবার্ট আইনস্টাইন:
তিনি বিখ্যাত পদার্থবিদ ছিলেন, এবং তাঁর মস্তিষ্ক গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল।
সাউয়েন সেগ:
তিনি মস্তিষ্কের কার্যকারিতা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন।
জ্যাক বেলিভো:
তিনি fMRI পদ্ধতির একজন পথিকৃত ছিলেন, যা মস্তিষ্কের কার্যকলাপ দেখতে ব্যবহার করা হয়।
সুতরাং, মস্তিষ্কের জন্য কোনো নির্দিষ্ট বিজ্ঞানীর নাম নেই, তবে বিজ্ঞানীরা বিভিন্নভাবে মস্তিষ্ক নিয়ে গবেষণা করেন এবং এর কার্যকারিতা সম্পর্কে আরও অনেক কিছু জানার চেষ্টা করেন।

09/06/2025

আমার পোষমানা ছাগলকে নিয়ে কিছু মজার ভিডিও

02/05/2023

আমার এই পেজ কে সকলি ফলো কোরো

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Nahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammad Nahid:

Share