নাইস্ গেলাক্সি

নাইস্ গেলাক্সি These videos are made for entertainment purpose only. Smile and live a better life.

গৃহকর্মী আপা আর তার বান্ধবীর আজকের গপ্পের টপিক ছিলো_বিয়া তো দুইবার করলাম, একটা বেডাও তো বালো পরলোনা। একটা হ্রামজাদায় বাচ...
01/07/2025

গৃহকর্মী আপা আর তার বান্ধবীর আজকের গপ্পের টপিক ছিলো_

বিয়া তো দুইবার করলাম, একটা বেডাও তো বালো পরলোনা। একটা হ্রামজাদায় বাচ্চা দুইডার খোঁজ ই লয়না, ১ম বউ এর কাছে উইঠ্ঠা রইছে। এর পরেরডা কেমন পা গলামি করলো বিয়ার জন্য। এতো ঝামেলা কইরা বিয়া করলাম এডাও ভালো অইলোনা। ইনকাম কইরা তার হাতে দিমু আর হে ঘরে হুইয়া হুইয়া খাইবে আর ঘুমাইবে।

আমার বাচ্চা গুলারেও দেখতে পারেনা। তয় তরে দিয়া আমার কামডা কি! তুই ও বাদ যত কল দেস তরে ফেরত আনমুনা।

এহনি বালা আছি, কোন বেডা নাই। ভালো না লাগলে টুকটাক মোবাইলে কতা কমু, ঘুরমু খামু, কামকাইজ করমু। বেডা জাত এর গু, ল্লি মা, রি

😂😂😂😂😂😂

উনার প্রেমিক মনকে নিয়ে এইভাবে ছেলে খেলা করা ঠিক হয় নি!!
25/06/2025

উনার প্রেমিক মনকে নিয়ে এইভাবে ছেলে খেলা করা ঠিক হয় নি!!

এমন একজন মানুষ দেখান, যে এখন পর্যন্ত পানিতে হলুদ মেশানো ভিডিও বানায় নি,,!!!🧐🤣
22/06/2025

এমন একজন মানুষ দেখান, যে এখন পর্যন্ত পানিতে হলুদ মেশানো ভিডিও বানায় নি,,!!!🧐🤣

🫣🫣🫣ইন্ডিয়ান একটা শিল্পী আছে,নাম বলবো না।তবে বর্ণনায় সবাই চিনবেন। নাক দিয়ে গান গায়।নাক দিয়া গান গাইলেও হালার পুতের গান বে...
17/06/2025

🫣🫣🫣ইন্ডিয়ান একটা শিল্পী আছে,নাম বলবো না।
তবে বর্ণনায় সবাই চিনবেন। নাক দিয়ে গান গায়।নাক দিয়া গান গাইলেও হালার পুতের গান বেশ জনপ্রিয় হয়ছিলো।সবাই পছন্দ করতো তার গান।তারপর তার মনে হইলো নাহ,গায়ক হয়ে আর পুষাচ্ছে না।আমারে এইবার নায়ক হইতেই হবে।😎😎
বালডার না আছে চেহারা, না আছে অভিনয়।মাথায় একটা ক্যাপ পইরা কুত্তার মতো ঘুইরা ঘুইরা গান গায় আর নায়িকার লগে সাপলুডু খেলে।সাপলুডু খেলতে খেলতে নায়ক তো হইতেই পারলো না,উল্টা গানের ক্যারিয়ার টা খাইলো।হালার দিন এতো খারাপ গেছিলো,রানু মন্ডলের গানের সুর করতে হইছিলো।🤭

ঢাকা এ্যাটাকেট ভিলেন তাসকিন,একটা মুভি করে এতো জনপ্রিয় হয়ছিলো,দর্শকদের এতো প্রশংসা পেয়ে আলোচনার তুঙ্গে,তখন তার মনে হলো আমার চেহারা সুন্দর। আমাকে লায়ক হইতে হবে।।লায়ক হইতে গিয়ে একটা সম্ভাবনাময় ক্যারিয়ারে হোং মাং সাং করে দিলো।

গত কয়েকবছরে বাংলা কত ভালো ভালো সিনেমা নির্মান হচ্ছে,তাসকিনরে কোথায় দেখা যাচ্ছে না।
তাসকিন রাহমান সহ সবাইরে কেন লায়ক হইতে হবে?লায়ক হওয়া ছাড়া যে জনপ্রিয় হওয়া যায়,দর্শকদের প্রিয় হওয়া যায়,ভালোবাসা পাওয়া,ভালো অভিনেতা হওয়া যায় এটা তো প্রথম সিনেমা করেই বুঝতে পারছিলেন।তারপরও লায়ক হইতেই হবে এর কারন কি????👎

প্রথম ছবির তুমুল জনপ্রিয়তার পর তাসকিনের ইন্টারভিউ গুলোর ছিলো অনেক অহংকারী, উদ্ধতপূর্ন্য।সব মিলায়া ক্যারিয়ারের ভরাডুবি।🥲

17/06/2025

হতাশ হইওনা, আল্লাহ কষ্টের পরে সুখ দিবেন ইনশাআল্লাহ🤲

সম্পর্কের ছায়া: সাবেকদের নিয়ে মুখ খুললেন শাকিব খান”ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান আবারও আলোচনায়—তবে এবার কোনো নতুন স...
15/06/2025

সম্পর্কের ছায়া: সাবেকদের নিয়ে মুখ খুললেন শাকিব খান”

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান আবারও আলোচনায়—তবে এবার কোনো নতুন সিনেমা নয়, ব্যক্তিগত জীবন নিয়ে। সাম্প্রতিক সময়ের কিছু ঘটনায় আলোচনায় এসেছেন শবনম বুবলী, আর ঠিক সেই পরিপ্রেক্ষিতে শাকিব খান তার সাবেক জীবনসঙ্গিনী অপু বিশ্বাসকে নিয়ে একটি মন্তব্য করেছেন, যা এখন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ঘুরে বেড়াচ্ছে।

এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, শাকিব খান তার ঘনিষ্ঠ মহলে বলেছেন,
“সবকিছুর পরেও অপু বিশ্বাস অনেক কিছু বুঝে, সহ্য করেছে… অন্তত সম্পর্কটা নিয়ে মিডিয়ায় নাটক বানায়নি।”

এই মন্তব্যের মাধ্যমে হয়তো শাকিব খান বুঝাতে চেয়েছেন—একজন নারী কতটা পরিণত হলে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে শালীনতা বজায় রাখতে পারেন, তা অপু বিশ্বাস প্রমাণ করেছেন।

অন্যদিকে, বুবলীর সাম্প্রতিক কিছু মন্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা তথ্যকে কেন্দ্র করে অনেকেই বলছেন—ব্যক্তিগত জীবন নিয়ে এমন প্রকাশ্য নাটকীয়তা শাকিব খানকে বিব্রত করেছে।

তবে শাকিব খান এ বিষয়ে সরাসরি কোনো পক্ষ নেননি। বরং তিনি বোঝাতে চেয়েছেন, সময়ের সঙ্গে সম্পর্ক বদলায়, মানুষ বদলায়, কিন্তু সম্মানবোধ থাকলে অতীতও সুন্দর থাকে।

তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ বলছেন শাকিব খান বুঝে কথা বলছেন, আবার কেউ বলছেন—এটা এক ধরনের মানসিক ক্লান্তির বহিঃপ্রকাশ।

যাই হোক, ব্যক্তিগত সম্পর্কের ভাঙাগড়ার বাইরে, একজন তারকা হিসেবে শাকিব খান এখনও চেষ্টা করছেন শান্তিপূর্ণভাবে নিজেকে গুছিয়ে নিতে।

গোপন কথা কখনো চিরদিন গোপন থাকে না, কিন্তু সম্মানবোধ থাকলে সম্পর্কের স্মৃতি তিক্ত হয় না — সেটাই হয়তো বোঝাতে চেয়েছেন তিনি।

🔥মৌমাছির কামড় মানুষের কাছে এক আতঙ্ক। একসাথে অনেক মৌমাছি যদি কাউকে আক্রমণ করে তাহলে  মৃ'ত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু শু...
15/06/2025

🔥মৌমাছির কামড় মানুষের কাছে এক আতঙ্ক। একসাথে অনেক মৌমাছি যদি কাউকে আক্রমণ করে তাহলে মৃ'ত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু শুধু মৌমাছির কামড় নয়, অন্যভাবেও মৌমাছি আতঙ্কের বিষয় হয়ে উঠছে।
গতকাল ইংল্যান্ডে পোলো খেলার সময় দুর্ঘটনাক্রমে একটি মৌমাছি গিলে ফেলার পর প্রখ্যাত ব্যবসায়ী ও অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর মারা গেলেন।
এর আগে ২০২৩ সালে ভোপালের একজন ২২ বছর বয়সী যুবক জল পান করার সময় একটি মৌমাছি গিলে ফেলে মারা যান এবং এটি তার জিহ্বা এবং খাদ্যনালীতে কামড় দেয়। একইভাবে, ওই বছরই ব্রাজিলে সাইকেল চালানোর সময় একটি মৌমাছি গিলে ফেলার পরে একজন পেশাদার নৌকাচালকের মর্মান্তিক মৃত্যু হয়। ২০২২ সালে, ওহিওর একজন ব্যক্তি এমনকি ৩০টি মৌমাছি গিলে ফেলার পর কোমায় চলে যান। 🥲
২০১২ সালের এসএস রাজামৌলির পরিচালিত, সামান্থা প্রভুর অভিনীত দক্ষিণী সিনেমা 'মক্ষী' সিনেমাটা আমরা অনেকেই দেখেছি। যেখানে এক মাছিই ছিল সিনেমার খলনায়কের প্রধান আতঙ্ক। আজ সঞ্জয় কাপুরের মর্মান্তিক মৃত্যুর ঘটনা সেই সিনেমার কথা মনে করিয়ে দিল।

14/06/2025
শাকিব নাকি অপুকে বলেছে বুবলীকে নিয়ে মাথা না ঘামাতে!সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু_বিশ্বাস বলেন, শাকিব আমাকে বলে, ‘তুমি এসব ...
13/06/2025

শাকিব নাকি অপুকে বলেছে বুবলীকে নিয়ে মাথা না ঘামাতে!

সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু_বিশ্বাস বলেন, শাকিব আমাকে বলে, ‘তুমি এসব একদমই মাথায় নিও না। তুমি কী সেটা তুমি জানো। তোমার অবস্থান তুমি জানো।’ এজন্যই আমি চুপ থাকতে উৎসাহিত বোধ করি। যে কারণে আমার প্রতিপক্ষ বা জবাবে কিছু বলার প্রয়োজন মনে করি না।”
এর আগে অপুকে খোঁচা দিয়ে বুবলী বলেন, ‘সিনেমা নাই, কোনো কাজ নাই, এবারের ঈদটা ফাঁকা যাবে? না কোনোভাবেই ফাঁকা যেতে দিবে না। তখন আমার নামটাই তুলবে। আমার পরিবারকেই তুলবে। পরিবারকে আর ব্যক্তিজায়গায় রাখছে না।’

"বিজ্ঞানী এলিস সিলভারের চাঞ্চল্যকর দাবি: মানুষ পৃথিবীর জীব নয়তাঁর 'হিউম্যান আর নট ফ্রম আর্থ: এ সায়েন্টিফিক ইভ্যালুয়েশন অ...
13/06/2025

"বিজ্ঞানী এলিস সিলভারের চাঞ্চল্যকর দাবি: মানুষ পৃথিবীর জীব নয়

তাঁর 'হিউম্যান আর নট ফ্রম আর্থ: এ সায়েন্টিফিক ইভ্যালুয়েশন অফ দ্য এভিডেন্স' বইটিতে রীতিমতো যুক্তি দিয়ে প্রমাণ করতে চেয়েছেন, 'মানুষ পৃথিবীর জীব নয়'।

বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং অনেক আগেই বলেছিলেন, “এলিয়েন আছে, অবশ্যই আছে।” নাসার গবেষকেরা কেপলার টেলিস্কোপের সাহায্যে এমন ২০টি গ্রহের সন্ধান পেয়েছেন, যাদের মধ্যে সম্ভবত প্রাণ আছে। নাসার প্রথম সারির বিজ্ঞানী অ্যালেন স্টেফান, বিজ্ঞানী সিলভানো পি কলম্বানো, বিজ্ঞানী থমাস জুরবিউকেন বিভিন্ন সময় বলেছেন এলিয়েনদের থেকে নাসা আর বেশি দূরে নেই। কয়েক বছরের মধ্যেই নাসা এলিয়েনদের কাছে পৌঁছে যাবে।

কিন্তু সম্প্রতি নাসার এই বক্তব্যে জল ঢেলে দিয়েছেন এক বিজ্ঞানী। তাঁর চাঞ্চল্যকর মতবাদ নিয়ে ঝড় উঠেছে বিজ্ঞানপ্রেমীদের মধ্যে। তিনি দাবী করেছেন মানুষই এলিয়েন বা ভিনগ্রহের জীব। অথচ বিজ্ঞান বলেছিল, প্রায় ১৮ লক্ষ বছর আগে আফ্রিকায় সৃষ্টি হয়েছিল প্রথম মানব প্রজাতি হোমো ইরেকটাস।

এলিয়েনরা কি আদৌ এরকম দেখতে?
ডঃ এলিস সিলভার বললেন, মানুষই ভিনগ্রহের জীব
আমেরিকার প্রখ্যাত ইকোলজিস্ট ডঃ এলিস সিলভার। তিনি তাঁর ‘হিউম্যান আর নট ফ্রম আর্থ: এ সায়েন্টিফিক ইভ্যালুয়েশন অফ দ্য এভিডেন্স’ বইটিতে রীতিমতো যুক্তি দিয়ে প্রমাণ করতে চেয়েছেন, ‘মানুষ পৃথিবীর জীব নয়’। বহুদিন ধরে গবেষণা করার পর তাঁর সিদ্ধান্ত, অন্য জীবদের মতো মানুষের সৃষ্টি পৃথিবীতে হয়নি।

কয়েক লক্ষ বছর আগে অন্য গ্রহ থেকে মানুষকে পৃথিবীতে ছেড়ে যাওয়া হয়েছিল। ডঃ সিলভার বলেছেন, মানুষের শরীরে থাকা অনেক ত্রুটি বুঝিয়ে দেয়, পৃথিবী আমাদের নিজের গ্রহ নয়। পৃথিবীর অনান্য উন্নত প্রাণীর সঙ্গে মানুষের শরীরের এত পার্থক্য কেন! এই প্রশ্নটির ওপরেই দাঁড়িয়ে আছে ডঃ এলিস সিলভারের মতবাদটি।

ডঃ এলিস সিলভারের সেই চাঞ্চল্য সৃষ্টিকারী বই।
ডঃ সিলভারের সেই চাঞ্চল্যকর থিয়োরির কিছু ঝলক
● ডঃ সিলিভারের মতে, পৃথিবীতে মানুষ ছাড়া থাকা সব প্রজাতির উদ্ভিদ ও প্রাণী পরিবেশ থেকেই সরাসরি তাদের প্রয়োজন মিটিয়ে নেয়। উদ্ভিদ তার গায়ে এসে পড়া সূর্যালোক, বাতাসের কার্বন-ডাই-অক্সাইড আর মাটি থেকে জল নিয়ে নিজের খাবার তৈরি করে নেয়। বিভিন্ন প্রজাতির প্রাণীরা সরাসরি উদ্ভিদকে খেয়ে, বা অনান্য প্রাণীকে খেয়ে পৃথিবীতে বেঁচে থাকে। কিন্তু মানুষ প্রকৃতিতে স্বাভাবিকভাবে পাওয়া বা গজিয়ে ওঠা খাবার সরাসরি খেতে অপছন্দ করে কেন!

ডঃ সিলিভারের মতে, সরাসরি পরিবেশ থেকে নেওয়া খাবার হজম করতে পারে না একমাত্র মানুষই। তাই সে অন্যভাবে তার খাদ্যের প্রয়োজন মেটায়। মানুষ যদি পৃথিবীরই জীব হতো, তাহলে সে বাকি প্রাণীদের মতোই পরিবেশ থেকে পাওয়া খাবার সরাসরি খেয়ে হজম করতে পারত।

● মানুষকে এই গ্রহের সবচেয়ে উন্নত প্রাণী বলে মনে করা হয়। কিন্তু ডঃ সিলভারের মতে মানুষই হল পৃথিবীর সবচেয়ে খাপছাড়া জীব। মানুষই হল পৃথিবীর জলবায়ুতে টিকে থাকার পক্ষে সবচেয়ে অনুপযুক্ত জীব। কারণ, পৃথিবীর বাকি সব জীব সারাজীবন খোলা আকাশের নীচে, প্রখর রৌদ্র, তুমুল ঝড় বৃষ্টি সহ্য করে বেঁচে থাকতে পারে। মানুষ কেন পৃথিবীর বাকি সব প্রাণীর মতো বৃষ্টিতে ঘন্টার পর ঘন্টা ভিজতে পারে না! কয়েকঘন্টার বেশি সূর্য্যের প্রখর রৌদ্রে থাকলে একমাত্র মানুষেরই কেন ‘সান স্ট্রোক’ হয়! সূর্য্যের আলোয় বেশিক্ষণ থাকলে আমাদের ত্বকের চামড়া কালো হয়ে যায় কেন! ! কেন সূর্যের আলোয় মানুষেরই চোখ ধাঁধিয়ে যায়! অন্য প্রাণীদের তো তা হয় না। এগুলি কি প্রমাণ করেনা সূর্য রশ্মি মানুষের পক্ষে উপযুক্ত নয় এবং মানুষ থাকত কোনও নরম আলোয় ভরা গ্রহতে।
● মানুষের মধ্যেই প্রচুর দীর্ঘস্থায়ী রোগ বা ক্রনিক ডিজিজ দেখা দেয় কেন! ডঃ সিলভারের মতে ব্যাক পেন (back ache) হল মানুষের অন্যতম দীর্ঘস্থায়ী রোগ। পৃথিবীর বেশিরভাগ মানুষ এই রোগে ভোগেন। কারণ মানুষ পৃথিবীর অনান্য প্রাণীর মতো চারপায়ে হাঁটে না। ফলে হাঁটা চলা ও বিভিন্ন কাজে মাধ্যাকর্ষণের সাহায্য পায় না। পৃথিবীর বাকি প্রাণীদের কি ঘাড়ে, পিঠে, কোমরে ব্যাথা হয়! মানুষের এই ‘ব্যাক পেন’ রোগটিই প্রমাণ করে, মানুষের দেহ অন্য কোনও গ্রহে বসবাসের উপযুক্ত হয়ে সৃষ্টি হয়েছিল। যে গ্রহের মাধ্যাকর্ষণ ছিল পৃথিবীর তুলনায় অনেক কমজোরি।

● পৃথিবীতে থাকা কিছু দীর্ঘজীবী প্রাণী, যেমন আফ্রিকার হাতি, অ্যালডাবরা ও গ্যালাপাগোস কচ্ছপ, বো-হেড তিমি, গ্রেটার ফ্লেমিঙ্গো, গ্রিন-উইং ম্যাকাওদের চোখেও কি চল্লিশের পর চালসে (হাইপার মেট্রোপিয়া) পড়ে! বয়েসের সঙ্গে সঙ্গে তাদের শ্রবণক্ষমতা কমে যায়!

● পৃথিবীর কোনও মানুষই ১০০% সুস্থ নয় কেন! প্রত্যেকেই এক বা একাধিক রোগে ভোগেন কেন!
● মানব শিশুর মাথা বড় হওয়ার জন্য নারীদের স্বাভাবিক উপায়ে প্রসব করতে প্রবল যন্ত্রণা ভোগ করতে হয়। প্রসব করতে গিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে লক্ষ লক্ষ মা ও শিশুর মৃত্যু হয়েছে। মানুষ ছাড়া পৃথিবীর অন্য কোনও প্রজাতির লক্ষ লক্ষ স্ত্রী প্রাণী ও শাবক প্রসবকালে মারা গিয়েছে কি? মানব শিশু জন্মের পরেই পৃথিবীর উন্নত প্রাণীগুলির শাবকদের মতো হাঁটতে শেখে না কেন?

● মানুষের দেহে কেন ২২৩টি অতিরিক্ত জিন আছে! পৃথিবীর অনান্য প্রাণীদের দেহে অতিরিক্ত জিন নেই কেন!

● মানুষের ঘুম নিয়ে গবেষণা করে গবেষকরা বলছেন পৃথিবীতে দিন ২৪ ঘন্টার, কিন্তু আমাদের দেহের অভ্যন্তরীণ ঘড়ি (body clock) বলছে, আমাদের দিন হওয়া উচিত ছিল ২৫ ঘন্টার। মানবজাতির সৃষ্টিলগ্ন থেকেই দেহঘড়িতে একটি দিনের জন্য কেন ২৫ ঘন্টা বরাদ্দ করা হয়েছিল!

বিভিন্ন বিজ্ঞানী ডঃ সিলভারের থিওরিটির বিস্তর সমালোচনা করেছেন। কিন্তু অনেকে আবার তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন। তাঁরা বলেছেন ডঃ সিলভার যে যুক্তিগুলি হাজির করেছেন, সেগুলি কিন্তু একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। সত্যিই তো পৃথিবীর অনান্য প্রজাতির জীবের চেয়ে আমরাই কেন আলাদা হলাম। সত্যিই কি আমরা পৃথিবীর প্রাণী! নাকি আমরা ভিনগ্রহের প্রাণী হয়ে পৃথিবীকে শাসন করছি! রহস্যটির উত্তর লুকিয়ে আছে কালের গর্ভে। একটা প্রশ্নটা কিন্তু থেকেই গেল,মানুষের সৃষ্টি যদি পৃথিবীতে না হয়ে থাকে বা আমরাই যদি ভিনগ্রহ থেকে পৃথিবীতে এসে থাকি, তাহলে কাদের খুঁজতে নাসা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচা করছে!"

Address

Rangpur
5400

Telephone

+8801723907891

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাইস্ গেলাক্সি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নাইস্ গেলাক্সি:

Share

Our Story

বাজারের ঝূট ঝামেলা ছারাই ঘরে বসেই আপনি আপনার পছন্দের পণ্য কিনতে পারবেন। ঘরে বসে পণ্য কিনুন, পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন।

আমাদের লক্ষ্য :

সততা ও বিশ্বস্ততার মাধ্যমে দীর্ঘস্থায়ীভাবে আপনার সাথে ব্যবসায়িক সুসম্পর্ক স্থাপন কর আমাদের অনলাইন দোকান থেকে পণ্য কেনার নিয়মঃ আপনি যে পণ্য কিনতে চান, সেই পণ্যের কোড নাম্বার উল্লেখ করে আমাদেরকে ফোন করুন, অথবা ইনবক্সে মেসেজ করুন। আপনার নাম-ঠিকানা জানিয়ে দিন। ব্যস! আপনার অর্ডারকৃত পণ্য দ্রুত (২৪ঘন্টার মধ্যে) আপনার ঠিকানায় পৌঁছে যাবে। পণ্যের প্যাকেট হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন। Hotline: 01723907891 ( সকাল ৮ টা থেকে রাত ১২ টা পর্যন্ত)