BroTher01

BroTher01 আমি এক রহস্য।
যার উদঘটন করার জন্য আসা মানুষগুলো দিন শেষে রহস্যময় জগতের কালগ্রাসে হারিয়ে যায়।🤟🤟☠️
So,Becarefull Bro 🤟

02/08/2024

মানুষের যখন পতন আসে
তখন সে পথে পথে ভুল করে।

02/08/2024

মনে রাখবে,👉যে স্বপ্ন আমরা দেখেছি, যে দাবি নিয়ে মাঠে নেমেছি, তা সফল না হওয়া পর্যন্ত এলড়াই আমাদের চালিয়ে যেতে হবে। ✊
☝️আমার শিক্ষার্থী সমাজ একা না,আমাদেরও অংশিদার আছে। সাধারণ জনগণেই আমাদের অংশিদার। আমরা কোনো রাজনৈতিক দল,সুবিধাবাদী গোষ্ঠীর অংশিদার নই বা সাপোর্ট চাই না।যেহেতু আমরা সাধারণ তাই সাধারণ জনগণের সাপোর্টেই যথেষ্ট এই শাসকগোষ্ঠীকে রাজপথে নামাতে।👎
😌আমরা অন্যায় কিছুই চাই নি অথবা সংবিধান লঙ্ঘন হবে এরকম দাবিও করিনি।তবু্ও এই শাসক গোষ্ঠী আমাদের উপর গুলি চালিয়েছে, আমাদের ভাই বোনকে মরেছে,গনগ্রেফতার শুরু করেছে,সন্ত্রাস লেলিয়ে দিয়েছে, সুতরাং এই শাসকগোষ্ঠী একটাই প্রায়শ্চিত্ত যে তাকে পদত্যাগ করতে হবে। কারণ যে শিক্ষার্থীদের উপর গুলি চালতে পারে,সে আর যাই হোক কোনো দেশের সরকার তো দূরের কথা নাগরিক হওয়ারও যোগ্যতা রাখেন না।👍
আন্তর্জাতিক পর্যায়ে খবর না পাঠানোর জন্য সকল যোগাযোগ বন্ধ করেও সফল হতে পারেনি তারা।তাই এই খবর যেহেতু আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে সুতরাং আন্দোলন না পিছিয়ে আন্দোলনের নতুন রূপ দেয়াই জরুরি হয়ে দাড়িয়েছে।
আপনারা জানেন দেশ বাচাতে ৩০ লক্ষ মা বোন শহিদ হয়ে।তবে এখন আবার কেন শহিদ হয়ে। সুতরাং যে দেশ স্বাধীন হয়েও বছরের পর বছর পরাধীন শাসন চলে সে দেশে আমরা বর্তমান প্রজন্ম যথটা না লড়াই করছি তার ছেও ভয়ংকর লড়াই করবে আমাদের পরবর্তী প্রজন্ম। সুতরাং আমরা পারি না এমন ভয়ংকর লড়াইয়ের জন্য দিতে।তাই এবারের লড়াই এমন হবে যেন ভবিষ্যতে এরকম কোনো শাসকের জন্ম না হয়।যেন তারা ২৪ কে তাদের আজরাইল হিসেবে আজীবন দেখতে পারে, তবেই প্রকৃত লড়াই হবে।
ইনশাআল্লাহ।

💝💝💝
31/03/2024

💝💝💝

16/03/2024

জীবন টা অদ্ভুত।বারবার হেরে যাওয়ার পরেও উঠে দাড়ার চেষ্টা করতেছি।তবুও স্বপ্ন ছুইতে পারছি না।
এই এডমিশন জার্নিতে সবচেয়ে বেশি সাপোর্ট পাচ্ছি পরিবার থেকে।
ঢাকা আমি তোমার কাছে ৩বার আসলাম স্বপ্ন ছুইতে। কিন্তু তুমি আমার জন্য খুললে না, ঢাকা তো ঢাকাই থাকলে।হয়তো স্বপ্নে থাকলেও কপালে নেই তাই হয়তো এমন।
আব্বু-আম্মু শব্দ দুইটি যেমন অনেক কঠিন প্রত্যয় সাধিত তেমনি মানুষ দুটিও অদ্ভুত, বোঝা বড় দায়।জীবনে কত কি না করলাম তবুও বিন্দু পরিমাণ ভালোবাসা কমেনি তাদের।
বোকা মানুষ দুটা কেন বুঝে না,তাদের যোগ্য সন্তান আমি কখনো ছিলাম না,আর হতে পারবো কিনা,জানি না।কারণ ভাগ্য আমার প্রতি কূলে থাকে সবসময়। আজ প্রর্যন্ত অনুকূলে পেলাম না।
হে আল্লাহ আমি কি কখনোই আপনার পরীক্ষায় পাশ করতে পারবো না।এই ছোট্ট জীবনে অনেক পরীক্ষা দিচ্ছি,আর দিব সমস্যা নেই।যতদিন জীবন ততোদিনেই আপনার কাছে পরীক্ষা দিয়ে যাব।কিন্তু আমার জীবনে এখন যে একটা সুসংবাদ খুবই দরকার।নিশ্চয়ই আপনি আমার চেয়ে ভালো জানেন এখনকার এই সুসংবাদ আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ।তাই দয়াকরে একটা সুসংবাদ শোনার ব্যবস্থা করে দেন।আমার আব্বু -আম্মু অপেক্ষা করে আছে। অধির আগ্রহে অপেক্ষা করতেছে,আমার কাছ থেকে একটা সুসংবাদ শোনার জন্য। 🙏🙏🙏

25/02/2024

অদ্ভুত এই জীবনের অদ্ভুত সব কাহিনী।সবকিছু করছে তছনছ,
বিধাতার এই লিলায় আমি কিছুই বুঝি না।আমি বুঝি না সবসময় কেন আমারি সাথে এমন হয়।
হয়তো আমি কাঁদতে পারি না,এটাই আমার বড় দূর্বলতা, আর এজন্য আমার চাওয়াগুলো পূরণ হয় না।আর তিনিও আমার দোয়া কবুল করেন না।
কারণ এত দোয়া করি কিন্তু আজও খুজে পেলাম না আমার চাওয়ার পূর্ণতা।তবুও আশা ছাড়ি নি।
আমিও ছাড়ার বান্দা না।আমি ভরশা রাখছি এবং রাখবো, কোনো না কোনো একদিন তো তিনি রাগ হয়ে না হয়আমার সন্তুষ্ট তো একদিন না হয় একদিন দিবেন।
ইনশা-আল্লাহ আমিও সেই আশাই আছি।

24/01/2024

বলার অনেক কিছু থাকলেও
না বলার অভ্যাসের গুরুত্বই বেশি।
This IS Me

12/01/2024

আকাশে অনেক তাঁরার ভিরে
আমি তোমায় খুইজা পাইলাম না রে।।।

01947342525ভাইয়া আপনাদের যাদের টাকা লাগবে তারা সবাই এই নম্বরে ফোন দেন।আমাদের এই নম্বরের মালিক ভাইটি কোভিট ১৯ এর উপবৃত্তি...
04/01/2024

01947342525
ভাইয়া আপনাদের যাদের টাকা লাগবে তারা সবাই এই নম্বরে ফোন দেন।
আমাদের এই নম্বরের মালিক ভাইটি কোভিট ১৯ এর উপবৃত্তি দেন। ওনি নাকি বাংলাদেশ মন্ত্রণালয়ের উপবৃত্তি অধিদপ্তরের দায়িত্বে আছেন।নিচের দেওয়া ছবি আমার এক বন্ধুর ফোনের মেসেজ। এই মেসেজটা আসার পর উপরের নম্বর থেকে ফোন আসে তার পর ওনি বলেন যে ৪২০০ টাকা উপবৃত্তি দেওয়া হচ্ছে।এখন সে ফোনের ওটিপি টি চায়।তারপর আমার এই বন্ধু আমাকে ফোন দিয়ে সব বিষয় জানায় আর তারপর আমি তার ফোন দিয়ে ওই নম্বরে ফোন দেই আর বলি আপনি ভাইয়া যে অধিদপ্তরের কর্মকর্তা সেই অধিদপ্তরের চেয়ারম্যান আমি।
আমি এখন কোতোয়ালী থানা যাচ্ছি এই নম্বরের উপর মামলা দেওয়ার জন্য, এই কথা শোনার সাথে সাথে ফোন কেটে দিয় ব্লাক লিস্টে নম্বর তুলে রাখবে।
#এখন কথা হচ্ছে আমি না হয় এভাবে আমার ফ্রেন্ড কে সেভ দিলাম,সে আমায় জানাইছে বিধায়।কিন্তু এভাবে আর কত দিন এদের অত্যাচার সহ্য কবরো আমরা।এভাবে তো অনেক অসহায় মানুষ এদের ফাঁদে পা দিচ্ছে আর সর্ব শান্ত হচ্ছে।
সুতরাং আসেন আমরা এক হই আর এদের বিরুদ্ধে লড়াই করি বেশি লাগবে না ২/৫ জনকে ধরে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করার মাধ্যমেই এদের অত্যাচার বন্ধ করতে পারবো।
#ইনশা_আল্লাহ💖💖💖
সবাই বেশি বেশি করে এই পোস্ট টি শেয়ার করুন এবং এই নম্বরের মালিকে খুঁজে বের করার চেষ্টা করেন, আমিও করতেছি।

24/12/2023

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when BroTher01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BroTher01:

Share