অসমাপ্ত আত্মজীবনী

অসমাপ্ত আত্মজীবনী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ

10/08/2024

রংপুরের মানুষ ঢাকায় যাবে কেনো?
ঢাকার মানুষ রংপুর আসবে

🗣️ড মুহাম্মদ ইউনূস

15/07/2024

কোন সুস্থ মস্তিষ্কের বৈধ
সন্তান ছাত্রলীগ করতে পারে না।

12/07/2024

আচ্ছা যারা বিভিন্ন কোটায় চাকরি পান, তারা কেন স্বীকার করতে চান না যে- কোটায় চাকরি পেয়েছেন?
কোটার মাধ্যমে যদি চাকরি করা যায়, সেটা স্বীকার করতে লজ্জার তো কিছু দেখছি না।

With Rasedul Islam Rashed – I just got recognised as one of their top fans! 🎉
19/05/2024

With Rasedul Islam Rashed – I just got recognised as one of their top fans! 🎉

আলহামদুলিল্লাহ ❤️
01/05/2024

আলহামদুলিল্লাহ ❤️

30/04/2024

অধিকার খাটানো বন্ধ করে দেন! বেটার পাইলে কেউউ পাশে থাকে না, হোক ভালোবাসা কিংবা বন্ধু...!

26/04/2024

আরও অনেক কিছু শিখতে হবে 🫢😁

18/04/2024

10/03/2024

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সিয়াম ঢাল স্বরূপ। সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মত কাজ করবে না। যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায়, তাকে গালি দেয়, তবে সে যেন দুই বার বলে, আমি সওম পালন করছি। ঐ সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ, অবশ্যই সওম পালনকারীর মুখের গন্ধ আল্লাহ্‌র নিকট মিসকের সুগন্ধির চাইতেও উৎকৃষ্ট, সে আমার জন্য আহার, পান ও কামাচার পরিত্যাগ করে। সিয়াম আমারই জন্য। তাই এর পুরস্কার আমি নিজেই দান করব। আর প্রত্যেক নেক কাজের বিনিময় দশ গুণ।
(সহীহ বুখারী)

26/02/2024

শবে বরাতের ফজিলত ও আমল করণীয় ও বর্জনীয় কর্মসমূহ।
#ডক্টর_খোন্দকার_আব্দুল্লাহ_জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)

প্রথম বিষয় হলোঃ

শবে বারআত বা লাইলাতুন নিসফি মিন শা’বানের রাত্রিতে আল্লাহ তাঁর বান্দাদের গুনাহ মাফ করেন,
এটা হাসান হাদীস।

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ “আল্লাহ মধ্য শাবানের রাতে তাঁর সৃষ্টির প্রতি দিকপাত করেন এবং মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করেন।”

[সুনানে ইবনে মাজাহঃ ১৩৯০]

তার মানে এই রাত্রিতে আল্লাহ দুই শ্রেণীর মানুষ বাদে বাকিদেরকে ক্ষমা করেন। দুই শ্রেণী হলোঃ

ক. মুশরিক।

খ. ( হিংসুক ) বিদ্বেষ পোষণকারী।

তার মানে হলো শবে বারআত হলো কমন বোনাস। এই রাত্রিতে আপনি যদি ঘুমিয়ে থাকেন, জেগে থাকেন, কিন্তু আপনার কোনো শিরক নেই, মনে কোনো বিদ্বেষ নেই তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন (ইন শা আল্লাহ)। আপনার একাউন্টে বোনাসটি জমা হয়ে যাবে।

দ্বিতীয় বিষয়টি হলোঃ

এই রাতে আমরা আমল করবো কি-না?

আমল না করে ঘুমিয়ে থাকলেও আপনি বোনাস পাবেন। এই রাতে আমল করার ব্যাপারে কোনো সহীহ হাদীস পাওয়া যায় না,
তবে কিছু যঈফ হাদীস পাওয়া যায়। যঈফ হাদীসের আলোকে তিনটি আমল পাওয়া যায়।

ক. কবর যিয়ারত। [সুনানে ইবনে মাজাহঃ ১৩৮৯]

খ. দু’আ করা। [আল-জামে আস-সাগীরঃ ৩৯৫২]

গ. নামাজ পড়া। [সুনানে ইবনে মাজাহঃ ১৩৮৮]

তবে সবগুলো হাদীসই যঈফ। কিন্তু, যেহেতু এই রাতের ফযিলত সহীহ, সেহেতু কেউ যদি অন্যান্য রাতে তাহাজুদ পড়ে, এই রাতেও পড়ে, অন্যান্য রাতে দু’আ করে, এই রাতেও করে, তাহলে এটাকে কিছু কিছু ইমাম মুস্তাহাব বা বৈধ বলেছেন। যেমনঃ ইমাম আল-আউযায়ী, ইমাম আশ-শাফে’ঈ।

আমরাও মনে করি, যদি কেউ এই রাতে ব্যক্তিগতভাবে (আবারো বলছি, ব্যক্তিগতভাবে) তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কাছে দু’আ করে, তবে সেটা নাজায়েজ হবে না, বিদ’আতও হবে না।
কয়েকটি কারণে এগুলো নাজায়েজ বা বিদ’আত হবে নাঃ

√ সুন্নাত দ্বারা ফযিলত প্রমাণিত, এখানে যঈফ হাদীস দ্বারা আমল করলে বিদ’আত হবে না।

√ তাবে’ঈদের মধ্য থেকে কোনো কোনো তাবে’ঈ এই রাতে ইবাদাত করেছেন। যেমনঃ আবু আব্দুল্লাহ মাকহুল, খালিদ বিন মা’দান, আবু আব্দুল্লাহ হিমসী, লুকমান ইবনু আমির (আল্লাহ সবার উপর রহম করুন)।

√ এই রাত্রিতে সমবেত হয়ে ইবাদাত করাকে সবাই বিদ’আত বলেছেন, মাকরূহ বলেছেন, এটা নিয়ে কোনো মতভেদ নাই। যেমনঃ প্রসিদ্ধ হানাফী ফকীহ আল্লামা হাসান ইবনু আম্মার শুরুম্বুলালী (রাহি)।

এমন খেলা দেখতে কপাল লাগে এবং ভাগ্যের ব্যাপার.!এইটারে বলে ফাইট করা ভাই! 🙌-৯১ রানে ৭ উইকেট হারানো অস্ট্রেলিয়া'কে একা কাঁধে...
07/11/2023

এমন খেলা দেখতে কপাল লাগে এবং ভাগ্যের ব্যাপার.!
এইটারে বলে ফাইট করা ভাই! 🙌

-৯১ রানে ৭ উইকেট হারানো অস্ট্রেলিয়া'কে একা কাঁধে টেনেছে, পা দুটো নড়ছে না, শর্টে কোন ফুটওয়ার্ক করতে পারছে না, তারপরও বুক চিতিয়ে লড়ে গেছে এবং দল'কে অকল্পনীয় এক জয় উপহার দিয়েছে।

আফগানিস্তান অসম্ভব ভালো পারফরম্যান্স করেও একজন ম্যাক্সওয়েলের কাছে হেরে গেলো। ২০১* (১২৮) 😳
অভিনন্দন ওয়ান ম্যান আর্মি Glenn Maxwell 💛

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when অসমাপ্ত আত্মজীবনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অসমাপ্ত আত্মজীবনী:

Share