
02/10/2025
রংপুরে যুবদলের ২ টি ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত।।
-------------------------------
বিপুল উৎসাহ-উদ্দিপনা ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে রংপুর মহানগর যুবদলের আওতাধীন ২ ও ৩ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১ অক্টোবর) বিকাল ৫ টায় ২ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক সুমন মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলামের সঞ্চালনায় মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এবং সন্ধ্যা ৭ টায় ৩ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক হাফিজুল ইসলাম সাগরের সভাপতিত্বে ও সদস্য সচিব শহিদুল ইসলামের সঞ্চালনায় উত্তম হাই স্কুল মাঠে যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, যুগ্ম আহবায়ক ওয়াহেদ মুরাদ প্রমুখ।
পরে দ্বিতীয় অধিবেশনে মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রেজাউল ইসলাম রাবুর সভাপতিত্বে ও মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তারিকুল ইসলাম তারেকের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে নির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়।
২ নং ওয়ার্ডে নির্বাচিত নেতৃবৃন্দরা হলেন, সভাপতি নুরুজ্জামান কামরুল,
সিনিয়র সহ সভাপতি মাইদুল ইসলাম,
সাধারণ সম্পাদক শামীম হাসান, যুগ্ন সম্পাদক মিনাজুল হক মিলন ও সাংগঠনিক সম্পাদক নুর আমিন।
৩ নং ওয়ার্ডে নির্বাচিত নেতৃবৃন্দরা হলেন,
সভাপতি শাকিল হোসেন মিলন,
সিনিয়র সহ সভাপতি মোঃ বিপ্লব মিয়া,
সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম,
যুগ্ন সম্পাদক মোঃ ইসমাইল হোসেন ও
সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম জুয়েল।
সম্মেলনের সার্বিক দায়িত্ব পালন করেন, মহানগর যুবদলের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইফুল ইসলাম, জুবায়ের হাসান রজু ও সিরাজুদ্দৌলা ডন।