24/11/2025
স্পষ্টত বার্তা-
যদি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাবর্তনে অংশগ্রহণের জন্য যৌক্তিক একটা রেজিস্ট্রেশন ফি পুননির্ধারণ ঘোষণা না করে আমরা প্রাক্তন শিক্ষার্থীরা একযোগে সমাবর্তনকে না বলবো!
আমরা চাই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি যেহেতু প্রথম সমাবর্তন সেটি অংশগ্রহণমূলক হোক।এজন্য প্রশাসনের উচিত সার্বিক খরচাদি বাস্তবতা মাথায় রেখে সমাবর্তনের যৌক্তিক একটা ফি পুননির্ধারণ করা।
স্পষ্ট কথা এটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির পকেট বাণিজ্য কিংবা টাকা ভাগভাটোয়ারার কোনো বিষয় নয়! সমাবর্তন বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েটসহ পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য আনন্দের দিন।সুতরাং জুলাই পরবর্তী বাংলাদেশে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মনগড়া কোনো স্বৈরাচারী অযৌক্তিক সিদ্ধান্ত আমরা মেনে নিব না,এটি হতে আমরা দিব না।
আমরা উপাচার্য মহোদয়সহ সমাবর্তন আয়োজনের সাথে সংশ্লিষ্ট আহ্বায়ক কমিটিতে যারা আছেন তাঁদের আন্তরিক সুদৃষ্টি কামনা করছি।অতিদ্রুত যৌক্তিক ফি পুননির্ধারণ ঘোষণা করুন।অন্যথায় আমরা পুরো প্রাক্তন শিক্ষার্থী পরিবার আপনাদের আয়োজিত সমাবর্তনকে না বলতে বাধ্য হবো।
আশা করছি খুব শীঘ্রই আমরা প্রাক্তন শিক্ষার্থী সমাবর্তন প্রত্যাশীদের পক্ষ থেকে উপাচার্য বরাবর স্মারকলিপির মাধ্যমে সমাবর্তন ফি কমানোর দাবিটি জানানো হবে।ইতোমধ্যে আমাদের অনেক সিনিয়ররা বিভিন্নভাবে প্রশাসনের সাথে যোগাযোগ চালিয়ে আসছে সমাবর্তন ফি কমানো বিষয়ে।
একটা বিষয়ে আমি এখনো সন্দিহান যে,প্রশাসন এখনো সমাবর্তন বক্তা কে থাকবেন এটি নিশ্চিত করতে পারেনি! অথচ বি.প্রশাসন সমাবর্তন তারিখ ঘোষণা করে বসে আছে........! একটু খটকা লাগছে!
সকল প্রাক্তনদের অনুরোধ করবো,সমাবর্তন ফি কমানোর বিষয়ে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন।সবাই প্রাক্তন হিসেবে একযোগে এগিয়ে আসি।
#সমাবর্তন চাই তবে যৌক্তিক ফি পুননির্ধারণ হোক
#বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সমাবর্তন
জাকের পাশা
বিএসএস, এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান)
১১তম ব্যাচ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।