এক্স বেরোবিয়ান

এক্স বেরোবিয়ান Bangladesh First | Against Discrimination | Spread Positivity | Spread Truth
(3)

স্পষ্টত বার্তা-যদি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাবর্তনে অংশগ্রহণের জন্য যৌক্তিক একটা রেজিস্ট্রেশন ফি পুননির্ধারণ ...
24/11/2025

স্পষ্টত বার্তা-
যদি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাবর্তনে অংশগ্রহণের জন্য যৌক্তিক একটা রেজিস্ট্রেশন ফি পুননির্ধারণ ঘোষণা না করে আমরা প্রাক্তন শিক্ষার্থীরা একযোগে সমাবর্তনকে না বলবো!

আমরা চাই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি যেহেতু প্রথম সমাবর্তন সেটি অংশগ্রহণমূলক হোক।এজন্য প্রশাসনের উচিত সার্বিক খরচাদি বাস্তবতা মাথায় রেখে সমাবর্তনের যৌক্তিক একটা ফি পুননির্ধারণ করা।

স্পষ্ট কথা এটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির পকেট বাণিজ্য কিংবা টাকা ভাগভাটোয়ারার কোনো বিষয় নয়! সমাবর্তন বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েটসহ পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য আনন্দের দিন।সুতরাং জুলাই পরবর্তী বাংলাদেশে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মনগড়া কোনো স্বৈরাচারী অযৌক্তিক সিদ্ধান্ত আমরা মেনে নিব না,এটি হতে আমরা দিব না।

আমরা উপাচার্য মহোদয়সহ সমাবর্তন আয়োজনের সাথে সংশ্লিষ্ট আহ্বায়ক কমিটিতে যারা আছেন তাঁদের আন্তরিক সুদৃষ্টি কামনা করছি।অতিদ্রুত যৌক্তিক ফি পুননির্ধারণ ঘোষণা করুন।অন্যথায় আমরা পুরো প্রাক্তন শিক্ষার্থী পরিবার আপনাদের আয়োজিত সমাবর্তনকে না বলতে বাধ্য হবো।

আশা করছি খুব শীঘ্রই আমরা প্রাক্তন শিক্ষার্থী সমাবর্তন প্রত্যাশীদের পক্ষ থেকে উপাচার্য বরাবর স্মারকলিপির মাধ্যমে সমাবর্তন ফি কমানোর দাবিটি জানানো হবে।ইতোমধ্যে আমাদের অনেক সিনিয়ররা বিভিন্নভাবে প্রশাসনের সাথে যোগাযোগ চালিয়ে আসছে সমাবর্তন ফি কমানো বিষয়ে।

একটা বিষয়ে আমি এখনো সন্দিহান যে,প্রশাসন এখনো সমাবর্তন বক্তা কে থাকবেন এটি নিশ্চিত করতে পারেনি! অথচ বি.প্রশাসন সমাবর্তন তারিখ ঘোষণা করে বসে আছে........! একটু খটকা লাগছে!

সকল প্রাক্তনদের অনুরোধ করবো,সমাবর্তন ফি কমানোর বিষয়ে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন।সবাই প্রাক্তন হিসেবে একযোগে এগিয়ে আসি।

#সমাবর্তন চাই তবে যৌক্তিক ফি পুননির্ধারণ হোক
#বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সমাবর্তন

জাকের পাশা
বিএসএস, এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান)
১১তম ব্যাচ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

24/11/2025

বিজয়–২৪ হলের ছাদে বাংলা বিভাগের নিজ সিনিয়র কর্তৃক র‌্যা*গিং*য়ের শিকার ১৭ তম ব্যাচের শিক্ষার্থীরা!
সবচেয়ে অবাক করা ব্যাপার হলো- ছেলেটার ১৫-২০ ব্যাচমেট, কেউই ঘটনার কথা বলতে চাচ্ছে না। তাইলে বুঝেন এইবার ওদের কি পরিমাণ ভয় দেখানো হয়েছে কিংবা হুমকি ধামকি দেয়া হয়েছে!?
বেরোবি প্রশাসন কিন্তু ক্যাম্পাসকে র‍্যাগিং মুক্ত ঘোষণা করেছে আরো আগেই। এইবার দেখেন র‍্যাগিং মুক্ত ক্যাম্পাসের নমুনা! আর বর্তমান প্রশাসন হলো অথর্ব, মেরুদন্ডহীন প্রশাসন। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে স্থায়ী বহিষ্কার করে বেরোবিতে দৃষ্টান্ত স্থাপন করা উচিত। দেখার অপেক্ষায় আছি প্রশাসন কি করে!

Video: Kabbo

২০১৯ সাল!তখন আমি বেরোবির তৃতীয় বর্ষের শিক্ষার্থী।জানুয়ারির শুরুতেই বিয়ে করে ঘরে বউ আনলাম।কয়দিন পর বউকে ক্যাম্পাসে ঘুরতে ...
20/11/2025

২০১৯ সাল!

তখন আমি বেরোবির তৃতীয় বর্ষের শিক্ষার্থী।জানুয়ারির শুরুতেই বিয়ে করে ঘরে বউ আনলাম।কয়দিন পর বউকে ক্যাম্পাসে ঘুরতে নিয়ে আসলাম।বউ এই বিল্ডিংটা দেখে জিজ্ঞেস করলো এটা কিসের জন্য তৈরি করা হচ্ছে? বললাম এটা রিসার্চ ইনস্টিটিউট হবে।শিক্ষক-শিক্ষার্থীরা এখানে রিসার্চ করবে।বউ মাথা নারিয়ে বললো বুঝেছি।বছর পেরুতেই ২০২০সালের করোনা কালীন ছুটিতে মার্চে আমাদের সংসারে একটা পুত্র সন্তানের আগমন হলো।সবাই খুব খুশি।আজ এবার দ্বিতীয়বার আমার বউ ও পুত্র সন্তানকে নিয়ে ক্যাম্পাসে ঘুরতে এসেছি।আমার ছেলেও আজ এই বিল্ডিংটা দেখে প্রশ্ন করলো এটা কিসের জন্য তৈরি করা হচ্ছে? যথারীতি আমি সেদিনের মত উত্তর দিলাম।ছেলে আমার এটা শুনে বড় হয়ে এখানে রিসার্চ করবে সেই স্বপ্ন আমার কাছে প্রকাশ করলো।

এ বিষয়ে আমি উত্তর দেয়ার আগে ওর মা বললো "সব স্বপ্ন দেখতে নেই বাবা,তুমি যে এখন রাতে স্বপ্ন দেখে বিছানায় হিসু করো ঠিক এমন অনেক স্বপ্নই তোমার ২০বছর পরেও পূরণ হবে।কিন্তু এখানে রিসার্চ করার স্বপ্ন তোমার কোনোদিন পূরণ হবে না বাবা।এমন স্বপ্ন দেখিও না।"🙂

বিয়ের কিছুদিন পর মেয়েরা এভাবেই আপনার কথার স্বাধীনতা কেড়ে নেয়।🙂

©অনিক জুবায়ের

প্রভিশলান সার্টিফিকেট তুলতে ৫২০+৫২০= ৳১০৪০ বা ৭৪০+৭৪০= ৳১৪৮০ খরচ গেসে। এখন নাকি আবার মুল সার্টিফিকেটের জন্য ১০৫০+১০৫০= ৳...
20/11/2025

প্রভিশলান সার্টিফিকেট তুলতে ৫২০+৫২০= ৳১০৪০ বা ৭৪০+৭৪০= ৳১৪৮০ খরচ গেসে। এখন নাকি আবার মুল সার্টিফিকেটের জন্য ১০৫০+১০৫০= ৳২১০০ দিতে হবে। (টাকার অংক একটু কম বেশি হতে পারে)

হয় প্রভিশনাল সার্টিফিকেটের টাকা ফেরত দেয়া হউক, আর নাহলে সমন্বয় করা হউক।

নতুন ভার্সিটি! সেই হিসাবে এখনো অনেকেই চাকরিতে ঢুকে নাই৷ তাই সার্টিফিকেটের বাড়তি টাকার হিসাব বাদ দেয়াই ভালো হত। কর্তৃপক্ষ যদি ব্যবসা করার চিন্তা করে থাকে, তাহলে সেটা আলাদা কথা।

আমি কখনো মূল সনদ উঠাবো না। এখন আমি যদি জাস্ট ৳৩০০০ দিয়ে রেজিষ্ট্রেশন করি, কর্তৃপক্ষ কি আমাকে সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ দেবে?

- তবে দেয়া উচিত বলে মনে করছি। একই সার্টিফিকেটের জন্য আমি দুইবার টাকা কেন দেব? দেব না!

ভিসি স্যারের এই বক্তব্যে স্থির থাকা উচিত! বিশ্ববিদ্যালয়ে একটা শক্ত দৃষ্টান্ত স্থাপন হওয়া উচিত যেন ভবিষ্যতে কেউ আর এগুলো ...
14/10/2025

ভিসি স্যারের এই বক্তব্যে স্থির থাকা উচিত! বিশ্ববিদ্যালয়ে একটা শক্ত দৃষ্টান্ত স্থাপন হওয়া উচিত যেন ভবিষ্যতে কেউ আর এগুলো করার সাহস না পায়!

তবে, অতীত ইতিহাস ভিসি স্যারের পক্ষে নাই৷ উকি সকালে কিছু বললে, বিকালে উইথড্র করেন। দেখা যাক, এইবার উনি উনার বক্তব্যে অবিচল থাকতে পারেন কিনা!

#বেরোবি

যখন বেরোবিয়ান ছিলাম, তখন মেসের সকালে আলু ভর্তা, ডাল খেয়ে নাস্তা করতাম। এখন সাবেক বেরোবিয়ান হয়ে খেঁজুর, ছোলা, বাদাম এগুলো...
14/10/2025

যখন বেরোবিয়ান ছিলাম, তখন মেসের সকালে আলু ভর্তা, ডাল খেয়ে নাস্তা করতাম। এখন সাবেক বেরোবিয়ান হয়ে খেঁজুর, ছোলা, বাদাম এগুলো দিয়ে নাস্তা করি।

এটাই বর্তমান আর সাবেকদের মধ্যে পার্থক্য! 😛

বেরোবিতে নাকি মারামারি হয়েছে!? ঘটনা কি!?কি অদ্ভুত! নিজেরাই নিজেদের ঘর ভাঙ্গে, অথচ কথা ছিলো গড়ার!
13/10/2025

বেরোবিতে নাকি মারামারি হয়েছে!? ঘটনা কি!?

কি অদ্ভুত! নিজেরাই নিজেদের ঘর ভাঙ্গে, অথচ কথা ছিলো গড়ার!

শুনেছি ঢাকার গুলশানে নাকি রাতের বেলা এই রকম লিফলেট লাগাইলে চাকরি পাওয়া যায়। ঘটনা কি সত্য!?
13/10/2025

শুনেছি ঢাকার গুলশানে নাকি রাতের বেলা এই রকম লিফলেট লাগাইলে চাকরি পাওয়া যায়। ঘটনা কি সত্য!?

বেরোবি'র ছাত্র সংসদ নির্বাচনে এমন প্রচারণা না চালাইলে, সবাই ভোট দান হতে বিরত থাকবেন।ওয়াইট, ওয়াইট... বেরোবিতে তো ছাত্র সং...
13/10/2025

বেরোবি'র ছাত্র সংসদ নির্বাচনে এমন প্রচারণা না চালাইলে, সবাই ভোট দান হতে বিরত থাকবেন।

ওয়াইট, ওয়াইট... বেরোবিতে তো ছাত্র সংসদ নির্বাচনই হবে না! 😂

বিদেশী সাদা শসা নিয়ে আসছিলাম আজকে! ডাল দিয়ে রান্না করসি! অনেক মজা হয়সে। বাজারে মনে হয় এই শসা নতুন আসছে। দোকানদার ৩টা শসা...
13/10/2025

বিদেশী সাদা শসা নিয়ে আসছিলাম আজকে! ডাল দিয়ে রান্না করসি! অনেক মজা হয়সে। বাজারে মনে হয় এই শসা নতুন আসছে। দোকানদার ৩টা শসা ১২০ টাকা নিলো।
নতুন সব জিনিসের দাম বেশি, স্বাদও বেশি।

১৯৪৫ সাল। যু*দ্ধবিধ্বস্ত জাপান।এক কিশোর তার মৃ*ত ভাইকে মাটি চাপা দিতে পিঠে করে বয়ে নিয়ে যাচ্ছে। একজন আর্মি অফিসার বিষয়...
29/08/2025

১৯৪৫ সাল। যু*দ্ধবিধ্বস্ত জাপান।

এক কিশোর তার মৃ*ত ভাইকে মাটি চাপা দিতে পিঠে করে বয়ে নিয়ে যাচ্ছে। একজন আর্মি অফিসার বিষয়টি লক্ষ্য করে কিশোরকে বললেন, "লাশটা পিঠ থেকে ফেলে দাও, ওটা অনেক ভারী।"

কিশোরটি সঙ্গে সঙ্গে দৃঢ় স্বরে জবাব দিল, "সে ভারী নয়, সে আমার ভাই!" আর্মি অফিসারের কিছুক্ষণ সময় লাগে ঘটনাটি বুঝতে। এরপর পুরো বিষয়টি অনুধাবন করতে পেরে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এই ঘটনা নিমেষে ছড়িয়ে পড়ে সমগ্র জাপান জুড়ে। সেই থেকে ছবিটি হয়ে ওঠে দেশটির ঐক্যের প্রতীক। ভাইকে পিঠে তুলে নেওয়া কিশোরের ওই উক্তি হয়ে যায় তাদের জাতীয় স্লোগান: "সে বোঝা নয়, সে আমার ভাই/বোন।" (He’s not a burden, he’s my brother/sister.)

আপনার ভাই বা বোন যদি পড়ে যায়, তাকে উঠান। যদি তার সামর্থ্য না থাকে, যদি সে দুর্বল হয়, তার পাশে দাঁড়ান। আর যদি সে ভুল করে, তাকে ক্ষমা করে দিন। পৃথিবী যদি তাকে পরিত্যাগ করে, আপনি তাকে আপনার পিঠে তুলে নিন। কারণ সে বোঝা নয়, সে আপনার ভাই/বোন।

#জীবন_চক্র

ভাড়া নেওয়ার জন্য অনুমোদন দেয়া হয়েছে? সিরিয়াসলি?ঢাবি'র জন্য দরকার না লাগলেও হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া যায়, আর আবু...
06/08/2025

ভাড়া নেওয়ার জন্য অনুমোদন দেয়া হয়েছে? সিরিয়াসলি?
ঢাবি'র জন্য দরকার না লাগলেও হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া যায়, আর আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ের জন্য ৫টি স্টুডেন্ট বাস, শিক্ষকদের জন্য ১টি কোস্টার, কর্মচারীদের জন্য ১টি বাস দিতে পারেনা ইউজিসি তথা সরকার?

২০২৫-২৬ অর্থবছরে বেরোবি'র বাজেট কত!?

Address

Park More
Rangpur
5440

Website

Alerts

Be the first to know and let us send you an email when এক্স বেরোবিয়ান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share