Gobindagonj Institute Of Information Technology

Gobindagonj Institute Of Information Technology Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gobindagonj Institute Of Information Technology, Digital creator, Gobindagonj, BM, Grils Road Ghilpara, Rangpur.

আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ঢাকায় এসে পৌঁছলাম বিশেষ  একটি কাজের উদ্দেশ্যে ঢাকায় আসা কাজ শেষে আবার গোবিন্দগঞ্জের উদ্দেশ...
06/09/2025

আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ঢাকায় এসে পৌঁছলাম বিশেষ একটি কাজের উদ্দেশ্যে ঢাকায় আসা কাজ শেষে আবার গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে নিরাপদে ফেরার প্রত্যাশা

|| 'রংপুর ইপিজেড' দ্রুত বাস্তবায়নের দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত ||গোবিন্দগঞ্জে প্রস্তাবিত '...
26/06/2025

|| 'রংপুর ইপিজেড' দ্রুত বাস্তবায়নের দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত ||

গোবিন্দগঞ্জে প্রস্তাবিত 'রংপুর ইপিজেড' দ্রুত বাস্তবায়নের দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ জুন বৃহস্পতিবার, ঢাকায় বসবাসরত সচেতন গোবিন্দগঞ্জ বাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচিতে ঢাকায় বসবাসরত ও গোবিন্দগঞ্জ থেকে আগত বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ও সচেতন নাগরিকবৃন্দ অংশগ্রহন করেন।

গোবিন্দগঞ্জ ইপিজেড বাস্তবায়ন আন্দোলনের অন্যতম সমন্বয়ক অয়ন সুলতানের সভাপতিত্বে এবং মাকসুদ রহমান ও জিহাদ সরকারের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- গোবিন্দগঞ্জ ক্ষুদ্র, শিল্প ও ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সানোয়ার হোসেন দিপু, গোবিন্দগঞ্জ উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি চরন মুরমু ও সাধারণ সম্পাদক মিখাইল বেসরা মাইকেল।

এছাড়াও ঢাকায় অবস্থানরত সচেতন গোবিন্দগঞ্জ বাসীর পক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এ্যালামনাই ও ব্যাংক কর্মকর্তা আহসান হাবীব প্রধান লিংকন, তানভীর প্রধান, নাজমুস সাকিব সরকার, সাবেক সেনা কর্মকর্তা ও ফাঁসিতলা বক্সিং ফেডারেশনের সভাপতি আবু রায়হান রাশেদ, সাবেক সেনা কর্মকর্তা সার্জেন্ট আব্দুর রহিম, গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুমানা নাইলাত শখ, মিজানুর আরেফিন, শাহরিয়ার গালিব, জাহিদ প্রধান, সিহাব প্রধান, রাসেল মিয়া, আলিফ, মুন্না সরকার প্রমুখ।

বক্তারা বলেন, অনতিবিলম্বে গোবিন্দগঞ্জে প্রস্তাবিত 'রংপুর ইপিজেড বাস্তবায়নের কার্যক্রম শুরু করতে হবে। সকল প্রকার ষড়যন্ত্র রুখে দিতে গোবিন্দগঞ্জ উপজেলা বাসী বদ্ধপরিকর এবং, সেই সাথে ইপিজেড বাস্তবায়নের প্রক্রিয়া বিলম্ব হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহন করবে বলে হুশিয়ারি দেন।

এতে ধর্ম, গোত্র, দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণীপেশার প্রায় ৪ শতাধিক মানুষ ঢাকাস্থ এ মানববন্ধনে অংশ নেন।

16/06/2025

ঈদ পরবর্তী যাত্রা উদ্দেশ্য একটাই ঢাকা

03/04/2025

আনন্দঘন মুহূর্ত যেন মানুষের হৃদয়ে একটি অংশ যার বিনিময়ে মানুষ বেঁচে থাকার স্বপ্ন দেখে ভালো থাকার এবং ভালোবাসার স্বপ্ন দেখে হৃদয়ের কুঠিরে যেন তার আশাবাদে সব কিছু মিলিয়ে মানুষের মনের যে ছোট্ট কুঠিরে প্রতি ছবি সেটাকে প্রকাশ করে জীবন জীবিকা আর ভালোবাসাই যেন একটি নিবিড় বিশুদ্ধ স্থাপনা তৈরি করে। হৃদয়ের কুটিরে যার ফলে মানুষ তার সুন্দর স্বভাব আচরণ আর ন্যায়পরনতা দশের নজরে শুভ্রতাই ভাষা

ইজরাইল কতৃর্ক ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত মুসলিমদের উপরে হামলার প্রতিবাদে ফুসে উঠেছে বাংলার বিভিন্ন জনপদ সহ সড়ক মহাসড়ক...
21/03/2025

ইজরাইল কতৃর্ক ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত মুসলিমদের উপরে হামলার প্রতিবাদে ফুসে উঠেছে বাংলার বিভিন্ন জনপদ সহ সড়ক মহাসড়ক ফুঁসে উঠতে শুরু করে বাংলাদেশের পাড়া-মহল্লায়,এরি ধারাবাহিকতায় গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর হিমাদ্রী কোল্ডস্টোরেজ এর সামনে আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে তারাবির নামাযের পরে ঢাকা-রংপুর মহাসড়কে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ দোয়া পরিচলনা করেন,বকচর মধ্যে জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম,মাওলানা ইসমাইল হোসেন সিরাজীর সভাপতিত্বে ,হাফেজ মাসুদসহ এলাকার সাধারন মানুষ এ প্রতিবাদ কর্মসূচীতে অংশগ্রহন করে ।
এ প্রতিবাদ কর্মসূচীতে বক্তরা বলেন, ফিলিস্থিনে আর যদি হামলা হয়,ইজরায়েলের দুতাবাস পুড়িয়ে বৃহত্তর প্রতিবাদ করা হবে। এসময় তারা ইজরায়েলের সকল পন্য বয়কটের ঘোষনা দেন।

গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের ঘোড়ামারা বার্না গ্রামে পূর্ব বিরোধের জের ধরে ৩ জনকে কোদাল দিয়ে কুপিয়ে  হত্যার চেষ্টা,স্থা...
20/03/2025

গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের ঘোড়ামারা বার্না গ্রামে পূর্ব বিরোধের জের ধরে ৩ জনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা,স্থানীয়রা অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সেখানেও ফের হামলা করে। কর্তব্যরত চিকিৎসক থানায় খবর দিলে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম হাসপাতাল যান।

কনিকা স্টাড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিস লিমিটেড  গোবিন্দগঞ্জ শাখার পক্ষ থেকে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন স্ব...
19/03/2025

কনিকা স্টাড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিস লিমিটেড গোবিন্দগঞ্জ শাখার পক্ষ থেকে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন স্বনামধন্য গোবিন্দগঞ্জ শাখার বিক্রয় প্রতিনিধিরা সবাইকে আনন্দ দেওয়ার জন্য বড় ধরনের মোরগের পিঠে আহরণ করে বগুড়া রংপুর মহাসড়ক সহ গোবিন্দগঞ্জ পৌরসভার বিভিন্ন রাস্তা দিয়ে ঘোরাফেরা করছেন মানুষকে আনন্দ দিচ্ছেন এবং তাদের সকল পণ্যের প্রচার প্রচারণার লিফলেট বিতরণ করছেন

15/03/2025

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি রাতের আঁধারে কে বা কাহারা অলংকার জুয়েলার্স এ পাশের দোকান সেতু লাইব্রেরী ভেতরে ঢুকে ওয়াল কেটে অলংকার জুয়েলাস এর প্রোপাইটার শ্রী কার্তিক চন্দ্র সরকারের দোকানে ভিতরে ঢুকে প্রায় ১৬ লাখ টাকার মালামাল নগদ ক্যাশ সহ চুরি করে নিয়ে পালিয়ে যায়

গোবিন্দগঞ্জ সোনালী ব্যাংক শাখায় টাকা ছিনতাই প্রস্তুতির সময় দুই ছিনতাইকারী  চক্রের সদস্য জনতার হাতে আটক বিস্তারিত কিছুক...
18/02/2025

গোবিন্দগঞ্জ সোনালী ব্যাংক শাখায় টাকা ছিনতাই প্রস্তুতির সময় দুই ছিনতাইকারী চক্রের সদস্য জনতার হাতে আটক বিস্তারিত কিছুক্ষণ পরে আসছে

28/12/2024

প্রকৃতির অপরূপ সৌন্দর্য ভরা আমাদের এই বসুন্ধরা

মহান আল্লাহতালার সৃষ্টির যে অপরূপ মহিমা বোঝা বড় কঠিন প্রকৃতির যে লীলাভূমি প্রত্যেকটা মানুষের হৃদয়ের মাঝে নাড়া দিয়ে য...
27/12/2024

মহান আল্লাহতালার সৃষ্টির যে অপরূপ মহিমা বোঝা বড় কঠিন প্রকৃতির যে লীলাভূমি প্রত্যেকটা মানুষের হৃদয়ের মাঝে নাড়া দিয়ে যায় কখনো সবুজ কখনো শ্যামল কখনো রুক্ষ কখনো বন্যা কখনো খরতা কখনো প্রচন্ড বর্ষাই পথঘাট প্লাবিত কখনো ফসলের মাঠে সবুজের সমারোহ কখনো পাকা ধানের হলুদ বর্ণের ফসলের মাঠ এ যেন প্রকৃতির অপরূপ মহিমান্বিত এক দৃশ্য মহান আল্লাহ তা'আলা মানুষের জন্যই এই সমস্ত কিছু সৃষ্টি করিয়েছেন এরই মাঝেই আমরা খুঁজে পাই শান্তির পরশ হে আল্লাহ প্রত্যেকটা মানুষকে সুস্থ এবং সুন্দর জীবন যাপনের তৌফিক দান করুন

13/12/2024

Address

Gobindagonj, BM, Grils Road Ghilpara
Rangpur
5740

Telephone

01719467915

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gobindagonj Institute Of Information Technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gobindagonj Institute Of Information Technology:

Share