29/07/2025
👉আগাম বার্তাঃ👈
আমি: রনজিত কুমার রায়
আমার ফেসবুক একাউন্ট থেকে যদি কখনো কোন
বিপরীত ধর্ম সম্পর্কে কোন বাজে মন্তব্য বা কোন প্রকার উসকানিমূলক মেসেজ বা স্ট্যাটাস দিতে দেখা যায় তাহলে বুঝে নিবেন সেটা আমার দ্বারা কোন প্রকারের স্বজ্ঞানে করা কোন কাজ নয়।
বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা আমাদের নিজেদের ঘরে নিরাপদ নই,
যে কোন সময় আমার ফেসবুক একাউন্ট হ্যাক হয়ে যেতে পারে,যে কোন সময় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে,আর তার জন্য আমার মেসেজ বা স্ট্যাটাস কে দায়ী করতেও পারে। কারণ একটি কুচক্রী বাহিনী সর্বত্র ঘুরে বেড়াছে কিভাবে কোন হিন্দু ব্যক্তির একাউন্ট হ্যাক করে ফাঁদে ফেলা যায়।
তাই আমি স্বজ্ঞানে নিজের নিরাপত্তা রক্ষার্থে
একটি অগ্রিম বার্তা আমার সকল ফেসবুক ফ্রেন্ডদের উদেশ্য দিলাম।
ধন্যবাদ।
বিশেষ,, করে কারো সম্পর্কে বিস্তারিত না জেনে কোন কাজ করা, কারো প্রতি অত্যাচার করা, একজন ধার্মিক মানুষ ও বিবেকবান মানুষের কাছে আসা করা যায় না,,,,
আমি কখনো ধর্ম নিয়ে কোন পোষ্ট করি নাই আর করবো না।
আমার কাছে সকল ধর্ম সমান।
(সংগৃহীত)