Voice of Bangla

Voice of Bangla Voice of Bangla is a page about education advice technology and Learning Video

রক্তাক্ত এক পিতা নিজেই আহত,তবু মেয়ের ক্ষত সারাতে ব্যস্ত।হাসপাতাল উপচে পড়েছে আহতদের ভিড়ে,চিকিৎসা নেই, সহায়তা নেইতাই বাবার...
21/08/2025

রক্তাক্ত এক পিতা নিজেই আহত,
তবু মেয়ের ক্ষত সারাতে ব্যস্ত।
হাসপাতাল উপচে পড়েছে আহতদের ভিড়ে,
চিকিৎসা নেই, সহায়তা নেই
তাই বাবার ভালোবাসাই হয়ে উঠেছে
মেয়ের একমাত্র চিকিৎসা।

12/08/2025
13/07/2025

🇧🇩এক নজরে বাংলা বর্ণমালা🇧🇩

➡️স্বরবর্ণ - 11টি
➡️ব্যঞ্জনবর্ণ - 39 টি
➡️মৌলিক স্বরধ্বনি - 7 টি
➡️যৌগিক স্বরধ্বনি -২টি
➡️যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ - ২৫টি।
➡️দীর্ঘস্বর স্বরধ্বনি - 7টি
➡️হ্রসস্বর স্বরধ্বনি - 4 টি
➡️মাত্রাহীন - 10 টি
➡️অর্ধমাত্রা - 8 টি
➡️পূর্ণমাত্রা - 32 টি
➡️কার - 10 টি
➡️স্পর্শবর্ণ - 25 টি
➡️বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে ৫০টি(স্বরবর্ণ ১১টি
+ ব্যঞ্জণবর্ণ ৩৯টি)
➡️বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জণবর্ণ ৩৯টি(প্রকৃত ৩৫টি + অপ্রকৃত ৪ টি)
➡️বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রাযুক্তবর্ণ আছে ৩২টি ➡️(স্বরবর্ণ ৬টি + ব্যঞ্জণবর্ণ ২৬টি)
বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ ১১টি(হ্রস্ব স্বর ৪টি + দীর্ঘ স্বর ৭টি)
➡️বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্তবর্ণ আছে ৮টি (স্বরবর্ণ ১টি + ব্যঞ্জণবর্ণ ৭টি)
➡️বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণআছে ১০টি
(স্বরবর্ণ৪টি + ব্যঞ্জণবর্ণ ৬টি)
➡️বাংলা বর্ণমালায় কার আছে এমন স্বরবর্ণ ১০টি (“অ” ছাড়া)
➡️বাংলা বর্ণমালায় ফলা আছে এমন ব্যঞ্জণবর্ণ ৫টি (ম, ন, ব,য, র) { সৌমিত্র শেখরের বই যে ৬টি।যেমন: ন, ম, য, র ল, ব
➡️বাংলা বর্ণমালায় স্পর্শধ্বনি/বর্গীয় ধ্বনি আছে ২৫টি
(ক থেকে ম পর্যন্ত)
➡️বাংলা বর্ণমালায় কন্ঠ/জিহবামূলীয়ধ্বনি আছে ৫টি
(“ক” বর্গীয়ধ্বনি)
➡️বাংলা বর্ণমালায় তালব্য ধ্বনি আছে৮টি (“চ” বর্গীয় ধ্বনি + শ,য, য়)
➡️বাংলা বর্ণমালায় দন্ত্য ধ্বনি আছে৭টি(“ত” বর্গীয় ধ্বনি + স,ল)
➡️বাংলা বর্ণমালায় ওষ্ঠ্য ধ্বনি আছে৫টি (“প” বর্গীয় ধ্বনি)
➡️বাংলা বর্ণমালায় মূর্ধন্য/পশ্চাৎদন্তমূলীয়ধ্বনি আছে ৯টি (“ট” বর্গীয়ধ্বনি + ষ, র, ড়, ঢ়)
➡️বাংলা বর্ণমালায় অঘোষ ধ্বনি আছে১৪টি (প্রতি
বর্গের ১ম ও ২য় ধ্বনি + ঃ, শ, ষ, স)
➡️বাংলা বর্ণমালায় ঘোষ ধ্বনি আছে১১টি (প্রতি বর্গের
৩য় ও ৪র্থ ধ্বনি + হ)
➡️বাংলা বর্ণমালায় অল্পপ্রাণ ধ্বনিআছে ১৩টি (প্রতি
বর্গের ১ম ও ৩য় ধ্বনি + শ, ষ, স
➡️বাংলা বর্ণমালায় নাসিক্য/অনুনাসিকধ্বনি আছে ৮টি(প্রতি বর্গের ৫ম ধ্বনি + ং, ৺, ও)
➡️বাংলা বর্ণমালায় মহাপ্রাণ ধ্বনিআছে ১১টি (প্রতি
বর্গের ২য় ও ৪র্থ ধ্বনি + হ)
➡️বাংলা বর্ণমালায় উষ্ম/শিষ ধ্বনি৪টি (শ,ষ, স, হ)
➡️বাংলা বর্ণমালায় অন্তঃস্থ ধ্বনি৪টি (ব,য, র, ল)
➡️বাংলা বর্ণমালায় পার্শ্বিক ধ্বনি১টি (ল)
➡️বাংলা বর্ণমালায় তাড়নজাত ধ্বনি২ টি (ড়, ঢ়)
➡️বাংলা বর্ণমালায় কম্পনজাত ধ্বনি১টি (র)

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
03/05/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

02/05/2025

ভুল করাটাও একটি যোগ্যতা।

কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো, না হলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কিনা! মাঝে মাঝে ভুল লিখো, তাহলে যে তোমার ফেসবুকে জীবনেও কমেন্ট করবে না বলে পণ করেছে, সেও কমেন্ট করবে।

দুধ খারাপ হলে দই হয়ে যায়। দই কিন্তু দুধের চেয়ে দামি। যদি এটা আরো খারাপ হয়, এটা পনির হয়ে যায়। দই এবং দুধের চেয়ে পনিরের মূল্য অনেক বেশি।

আঙুরের রস টক হলে তা ওয়াইনে রূপান্তরিত হয়, যা আঙ্গুর রসের চেয়েও দামি। আপনি ভুল করেছন মানেই আপনি ব্যর্থ ব্যাপারটা এমন নয়। ভুল হলো সেই অভিজ্ঞতা যা আপনাকে একজন ব্যক্তি হিসেবে আরো মূল্যবান করে তোলে। আপনি ভুল থেকে শেখেন যা আপনাকে আরো বেশি নিখুঁত করে তোলে!

আলেকজান্ডার ফ্লেমিংয়ের ভুল তাকে পেনিসিলিন আবিষ্কার করতে সাহায্য করেছিল। টমাস আলভা এডিসনকে জিজ্ঞেস করা হয়েছিল, "আপনি জীবনে কতবার ভুল করেছেন?" তিনি মৃদু হেসে জবাব দিয়েছিলেন, "অসংখ্যবার!" এটা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন, "তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম?" উত্তরে এডিসন যা বলেছিলেন তা এরকম, "মাথায় বুদ্ধি কম ছিল কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে বহুগুণ বড় হয়ে গিয়েছে!" ব্যাপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন।

কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, "ভুল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা।" বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, "কেউ যদি বলে সে কখনো ভুল করেনি, তার মানে সে কখনো চেষ্টাই করেনি!"

বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে, "নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না, বরং চেষ্টা এবং বার বার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয়।"

এক প্রেমিকের ভাষ্য, "ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ।"

কথায় আছে, সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না। যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না।

16/11/2023

পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতা, উদারতা আর ভালবাসা।
পাল্লা দিয়ে বাড়ছে শুধু পরনিন্দা, হিংসা, লোভ এবং অহংকার।

03/11/2023

অর্থহীনতা মারাত্মক ভয়ঙ্কর,,

02/10/2023

আমি মানুষকে খুব কাছ থেকে দেখেছি!
মানুষ আসলে দূর থেকেই অনেক বেশি সুন্দর।

Address

Rangpur
5710

Telephone

+8801722933696

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share