Md Latiful Islam

Md Latiful Islam I have over 5+ year of experience with everything regarding SEO specialist & Digital Marketing Expert Welcome to my page

বাজেট কিন্তু বেশী বলি নাই..
28/07/2025

বাজেট কিন্তু বেশী বলি নাই..

18/07/2025

কিসের এত অংকার 🥺🖤

🚨 গুগলের উপর সবচেয়ে বড় হুমকি আসছে — OpenAI আনছে AI চালিত ব্রাউজার!গত ১৬ বছরে Google Chrome ছিল ইন্টারনেট ব্রাউজিংয়ের রাজ...
12/07/2025

🚨 গুগলের উপর সবচেয়ে বড় হুমকি আসছে — OpenAI আনছে AI চালিত ব্রাউজার!

গত ১৬ বছরে Google Chrome ছিল ইন্টারনেট ব্রাউজিংয়ের রাজা।
কিন্তু এবার OpenAI আনতে যাচ্ছে এমন একটি ব্রাউজার, যা শুধু আরেকটা Chrome বিকল্প নয় —
এটি হতে পারে গুগলের সার্চ, ব্রাউজার এবং বিজ্ঞাপন ব্যবসার অন্তিম ধাক্কা!

🔍 এই ব্রাউজার সম্পর্কে যা জানা গেছে:
✅ Chromium ভিত্তিক (মানে Chrome, Edge, Brave-এর মতো দ্রুত ও সাপোর্টেড)
✅ ChatGPT ইন্টারফেস — প্রাকৃতিক ভাষায় ওয়েব ব্রাউজিং
✅ Operator নামে AI এজেন্ট — ফর্ম পূরণ, অ্যাপয়েন্টমেন্ট বুকিং, অটো সাইট নেভিগেশন
✅ AI Co-Pilot — শুধু দেখাবে না, আপনার হয়ে কাজও করবে
✅ নেই গোপন ডেটা ট্র্যাকিং, নেই টার্গেটেড বিজ্ঞাপন
✅ গুগলের মতো ad-driven মডেল নয়, বরং প্রাইভেসি-ফোকাসড

🤯 এখানে সবচেয়ে বড় চমক কী?
OpenAI-এর আগে থেকেই আছে ৫০ কোটির বেশি ChatGPT ব্যবহারকারী।
এদের মাত্র ২০% ইউজারও যদি নতুন ব্রাউজারে আসে, তবে ১০ কোটির বেশি ব্যবহারকারী প্রথম দিনেই যুক্ত হয়ে যাবে — যা ইতিহাসে এক নজির!

📉 গুগলের জন্য বিপদ কোথায়?
→ Google প্রতি বছর $১০০ বিলিয়নের বেশি আয় করে শুধু বিজ্ঞাপন থেকে
→ যদি OpenAI ব্রাউজারের কারণে ব্যবহারকারীরা Google Search বাদ দেয়
→ তাহলে গুগলের প্রধান আয় উৎসই ধসে পড়বে
→ আর Chrome হারাবে মার্কেট লিড

💡 আরও আছে:
OpenAI কাজ করছে Jony Ive (Apple-এর আইকনিক ডিজাইনার)-এর সাথে নতুন AI হেডওয়্যার নিয়ে।
আজকের এই ব্রাউজার হতে পারে ভবিষ্যতের AI-চালিত OS বা স্মার্ট ডিভাইসের ভিত্তি!

📲 ভাবুন একবার — আপনি প্রতিদিন কতটা সময় ব্রাউজারে কাটান?
যদি সেটি এমন হয়, যেখানে AI আপনার হয়ে কাজ করে দেয়, তাহলে কেমন হতো?



🧠 এই যুদ্ধ শুধুই ব্রাউজার নিয়ে নয়,
এই লড়াই হচ্ছে ইন্টারনেট নিয়ন্ত্রণের জন্য!
Google কি টিকতে পারবে?
নাকি OpenAI-ই হবে নতুন রাজা?

👇 আপনি কি OpenAI ব্রাউজার ব্যবহার করতে আগ্রহী?
কমেন্টে মতামত জানান!

©️

29/05/2025

বৃক্ষের চিত্বকার কাঠুরিয়া পরোয়া করে না 🙂

আলহামদুলিল্লাহ ❤️
28/05/2025

আলহামদুলিল্লাহ ❤️

28/05/2025

তোমার বিষন্নতায় কাটুক এ জীবন তবুও তোমার জায়গায় দ্বিতীয় কেও না আসুক 🌸

27/05/2025

মেঘলা আকাশ আর শান্ত জল-রাশির মাঝে এক অনন্ত শান্তি..❤️

27/05/2025

প্রকৃতির এই রূপ বৈচিত্র্যকে অনুশীলন করলেই জীবনের আসল মানে খুঁজে পাওয়া যায় 🍃🙂

26/05/2025

স্বার্থের সাথী হওয়ার চেয়ে °
_ বিনা স্বার্থে একা থাকাই ভালো.!🙂❤️‍🩹

25/05/2025

জীবন নিয়ে গল্প সাজানো যায় কিন্তু গল্পের মতো জীবন সাজানো যায় না :)🙂🌸

25/05/2025

—ভালোবাসলে ছাড়তে হয় না! শক্ত করে ধরে আগলে রাখতে হয় :)🖤

আমাদের কোর্সে কখনোই শেখানো হয় না — নিজের Fiverr অ্যাকাউন্টে রিভিউ কিনে অর্ডার আনতে হবে!এটা একটা ভুয়া ও বিপদজনক প্র্যাক...
18/05/2025

আমাদের কোর্সে কখনোই শেখানো হয় না — নিজের Fiverr অ্যাকাউন্টে রিভিউ কিনে অর্ডার আনতে হবে!

এটা একটা ভুয়া ও বিপদজনক প্র্যাকটিস, যেটা অনেকেই করে, কিন্তু আমরা এসব থেকে বরাবরই দূরে থাকি।
আমরা বিশ্বাস করি রিয়েল স্কিল আর ক্লায়েন্ট হান্টিং-এর মাধ্যমেই কাজ পাওয়া সম্ভব।
রিভিউ বিক্রি করা বা এমন কিছুতে উৎসাহ দেওয়া আমাদের শিক্ষার নীতির বাইরে।

✅ আপনার স্কিল থাকলে,
✅ সঠিক কমিউনিকেশন জানলে,
✅ গাইডলাইন ফলো করলে —
অর্ডার আসবেই, ইনকাম হবেই!

আশা করি সবাই বুঝতে পারছেন — আমরা শর্টকাট নয়, লং-টার্ম ভ্যালু তেই বিশ্বাস করি।

Address

Rangpur
5470

Alerts

Be the first to know and let us send you an email when Md Latiful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share