Md Latiful Islam

Md Latiful Islam I have over 5+ year of experience with everything regarding SEO specialist & Digital Marketing Expert Welcome to my page

যদিও Meta Andromeda আপডেট নিয়ে ইতোমধ্যে অনেকেই অনেক আলোচনা করে ফেলেছেন, তারপরও একজন ক্ষুদ্র মেটা এডভার্টাইজার হিসেবে এই ...
18/10/2025

যদিও Meta Andromeda আপডেট নিয়ে ইতোমধ্যে অনেকেই অনেক আলোচনা করে ফেলেছেন, তারপরও একজন ক্ষুদ্র মেটা এডভার্টাইজার হিসেবে এই আপডেটের ব্যাপারে আমারও কিছু বলাটা দায়িত্বের মধ্যে পড়ে যায়।

এতোদিনে হয়তো জেনে গেছেন, Andromeda আসলে কী! তাই এটা নিয়ে আর বিস্তারিত বলছি না, জাস্ট সংক্ষেপে বললেঃ-

এটা হচ্ছে মেটার নতুন এক ধরণের AI + Machine Learning + Hardware System, যা মেটার এ্যড/বিজ্ঞাপন ডেলিভারির সিস্টেম পুরোপুরি বদলে দিয়েছে। আগে যেখানে অনেক টার্গেটিং করতে হতো (অডিয়েন্স বাছাই করে), সেখানে এখন মেটা নিজের ডেটা, সিগন্যাল আর AI দিয়ে বুঝে নিচ্ছে কাকে, কোথায়, কখন সেই বিজ্ঞাপন দেখালে সবচেয়ে ভালো পারফর্ম করবে এবং এটা রিয়েলটাইমে, অর্থাৎ, এখন ফেসবুক রিয়েল-টাইমে দেখে: ইউজার কোন বিজ্ঞাপনের সাথে এখনই ইন্টার‍্যাক্ট করলো, সে কি এখন আগ্রহ দেখাচ্ছে? সাথে সাথে তাকে সেই রকম আরও বিজ্ঞাপন দেখানো হয়।

এটাই Real-Time Targeting।

এখন Andromeda কিভাবে কাজ করে সেটা বলছিঃ

Andromeda আসার পর ফেসবুকের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে সঠিক বিজ্ঞাপন, সঠিক পার্সনকে, সঠিক সময়ে দেখানো।

যেমনঃ এখন ফেসবুকের ডেটাবেজে অসংখ্য বিজ্ঞাপন আছে, যেটাকে ফেসবুকের ভাষায় Ad Corpus বলা হয়েছে।

অর্থাৎ এন্ড্রোমেডার মেইন কাজ হচ্ছে রিয়েল টাইমে অসংখ্য বিজ্ঞাপনের মধ্য থেকে সবচেয়ে পার্সোনালাইজড (ব্যক্তি অনুযায়ী) বিজ্ঞাপন বেছে এনে ইউজারকে দেখানো।

প্রসেসটা এমনঃ

🔹 ইউজার কোনো বিজ্ঞাপনে ক্লিক বা এঙ্গেইজ করলো।

🔹 ফেসবুকের সিস্টেমে এর সিগনাল গেলো।

🔹 এন্ড্রোমেডা সিস্টেম অসংখ্য বিজ্ঞাপনের মধ্যে সবচেয়ে প্রাসঙ্গিক বিজ্ঞাপন খুঁজে বের করলো।

🔹 সাথে সাথেই আপনার ফিডে সেই বিজ্ঞাপন দেখালো।

এখন আমাদের করণীয় কী?

🔹 একাউন্ট স্ট্রাকচার সহজ করাঃ

একই অবজেক্টিভের আন্ডারে অনেক গুলো এড সেট না রেখে, সীমিত এড সেটের আন্ডারে মাল্টিপল এড (ক্রিয়েটিভ) রাখতে হবে।

🔹 টার্গেটিং সহজ করাঃ

যেহেতু ফেসবুক/মেটা এখন open targeting পছন্দ করে, মানে আমরা শুধু ডেমোগ্রাফিক (Location, Age, Gender) দিবো, বাকি বুদ্ধিমত্তার কাজ করবে অ্যালগরিদম।

🔹 Advantage+ Placements ব্যবহার করাঃ

প্লেসমেন্ট ম্যানুয়ালি না দিয়ে ফেসবুকের উপর ছেড়ে দিলে, সিস্টেম নিজে ঠিক করবে কোন জায়গায় বিজ্ঞাপন দেখালে রেজাল্ট ভালো আসবে।

🔹 এ্যড লেবেলে মাল্টিপল এ্যড/ক্রিয়েটিভ দেওয়াঃ

Meta এখন চায়, এডভার্টাইজাররা কম টেকনিক্যাল সেটআপ করুক, বেশি ভালো ক্রিয়েটিভ বানাক। কারণ অ্যালগরিদমই এখন ঠিক করে কাকে কোন বিজ্ঞাপন দেখাবে। এক্ষেত্রে শুধু একই টাইপের ক্রিয়েটিভ দিয়ে ভ্যারিয়েশন বাড়ালে চলবে না, ফানেল (TOFU,MOFU,BOFU) ওয়াইজ সাজাতে হবে, কোনোটা অ্যাওয়ারনেসের উদ্দেশ্যে, কোনোটা কনসিডারেশনের উদ্দেশ্যে, কোনোটা সেলসের উদ্দেশ্যে, আবার কোনোটা স্ট্রং অফার দিয়ে।

আর একই ক্রিয়েটিভ/বিজ্ঞাপনেরও একাধিক ভার্সন তৈরি করতে হবে। যেমনঃ

- ৫ টা প্রাইমারী টেক্সট

- ৫ টা হেডলাইন

- ৫ টা ডেসক্রিপশন

- বিভিন্ন প্লেসমেন্টের জন্য বিভিন্ন ক্রিয়েটিভ র‍্যাশিও, (যেমন- রিলসের জন্য ৯:১৬, ফিডের জন্য ১:১ , এটা ক্রিয়েটিভ আপলোডের সময় রিকোমেন্ডেশনে দেখতে পাবেন।)

তাহলে মেটা সেগুলো থেকে প্রতিটা ইউজারের জন্য ঠিক সেই কম্বিনেশনটাই বেছে নিবে, যেটায় তার কনভার্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

🔹 ক্লিয়ার ম্যাসেজঃ

এ্যড/ক্রিয়েটিভের ম্যাসেজে স্পষ্ট হতে হবে কার জন্য এটা। তাহলে এন্ড্রোমেডা সিস্টেম আপনার ক্রিয়েটিভের সব ভেরিয়েশন (ছবি, ভিডিও, হেডলাইন ইত্যাদি ) দেখে বুঝবে, কে সবচেয়ে বেশি রেসপন্স করতে পারে। যদি ম্যাসেজ স্পষ্ট না হয়, সিস্টেম ঠিকভাবে পার্সোনালাইজ করতে পারবে না।

🔹 Pixel+CAPI সেটআপঃ

যদি ওয়েবসাইটে বিজ্ঞাপন চালানো হয় সেক্ষেত্রে অবশ্যই কনভারসন এপিআই সহ সেটআপ করতে হবে।

_____

তাই ফেসবুকের নতুন এই আপডেটকে ভয় না পেয়ে, বুঝে নিয়ে কাজে লাগাতে পারলে সেটাই হবে আমাদের এডভান্টেজ।

মেটার এন্ড্রোমেডা আসার পর চিন্তা করতে হবে একটু সিম্পল ভাবে ! একটা সময় ছিল আমরা Ad Set Level -এ প্রোডাক্ট অডিয়েন্স টেস্টি...
14/10/2025

মেটার এন্ড্রোমেডা আসার পর চিন্তা করতে হবে একটু সিম্পল ভাবে !

একটা সময় ছিল আমরা Ad Set Level -এ প্রোডাক্ট অডিয়েন্স টেস্টিং করতাম, টার্গেটটিং, রিমার্কেটিং, এক্সক্লুশন নিয়ে অনেক কিছু করতাম। কিন্তু সিস্টেম এখন অনেক পরিবর্তন হয়েছে। মেটা এখন সাজেস্ট করে খুবই সিম্পল ক্যাম্পেইন স্ট্রাকচার। কেমন হবে মেটা এন্ড্রোমেডা এর পর উইনিং ক্যাম্পেইন স্ট্রাকচার? কথাটা শুধু আমার নিজের না, কমেন্টে আমি মেটা অফিসিয়াল ডকুমেন্টেশন এবং কিছু ফরেন এক্সপার্টদের ওপিনিয়ন শেয়ার করে দিচ্ছি, এই স্ট্রাকচার নিয়ে ডিটেল-ভিডিও ২-৩ দিনের মধ্যে আমার ইউটুব-এ চলে আসবে, এবং ইতিমধ্যেই আমার ফেসবুক কোর্সে এটার ডিসকাশন ইনক্লুড করা আছে।

যেমন হবে ক্যাম্পেইন স্ট্রাকচার :
প্রতি অবজেক্টিভ-এ মেটা সাজেস্ট করে ১টি ক্যাম্পেইন, ১ টি ক্যাম্পেইন এর ভেতর জাস্ট একটি এডসেট, একটি এডসেটে আপনার বিজনেস ধরণ অনুযায়ী ৬-৭টি ইন্টারেস্ট (যেমন ফ্যাশন, ট্রাভেল, ENGAGED SHOPPERS ) দিতে পারেন, অডিয়েন্স সাইজ হবে অবশ্যই 2M এর বেশি, একই সাথে কাস্টম এবং look alike অডিয়েন্স থাকবে সাজেশন হিসেবে, যেটি আগে করা যেত না ! এখন সেই এড-সেটে থাকবে ৬-৭টি ক্রিয়েটিভ, জ্বি ৬-৭ টি ক্রিয়েটিভ ! ২টা হতে পারে ইমেজ, ২ টা হতে পারে ভিডিও, ১টা Carousel, ১ টা Existing অ্যালবাম Post, কিংবা একটা ফ্লেক্সিবল মিডিয়া। ক্রিয়েটিভ গুলো হবে অবশ্যই ফানেল মেনে, অর্থাৎ কিছু কনটেন্ট থাকবে Procuct Awarenss Specific , কিছু থাকবে প্রোডাক্ট ফিচার, কিছু হবে স্ট্রং CTA এবং কিছু হবে এগ্রিসিভ অফার।

এর পর টাইটেল এবং ডেসক্রিপশন প্রপারলি META ফ্রেন্ডলি করে ছেড়ে দিবেন ! এরপর এন্ড্রোমেডা নিজেই ডিসিশন নিবে সেলস ফানেল-এর কাকে কোন AD দেখাবে ! আরো বিস্তারিত ভাবে ফানেল-ওয়াজ ক্রিয়েটিভ নিয়ে ভিডিওতে ডিসকাশন করেছি, ভিডিও পাবলিশ হলে লিংক কমেন্টে দিয়ে দিবো, তাছাড়া খুব তাড়া থাকলে ফেসবুক এর কোর্সে দেখে নিতে পারেন !

©

বর্তমান সময়ে Meta অ্যালগরিদম অনেক বদলে গেছে। CPM বাড়ছে ২-৩ গুণ এবং প্রতিযোগিতা আগের থেকে অনেক বাড়ছে।আপনি যদি New Audi...
13/10/2025

বর্তমান সময়ে Meta অ্যালগরিদম অনেক বদলে গেছে। CPM বাড়ছে ২-৩ গুণ এবং প্রতিযোগিতা আগের থেকে অনেক বাড়ছে।

আপনি যদি New Audience, Engaged Audience, এবং Existing Customer দের ক্যাম্পেইন থেকে আলাদা করতে না পারেন, তাহলে আপনার বাজেট নষ্ট হবে ১০০%।

এবার আসুন সমাধান নিয়ে একটু কথা বলি।

আপনার ক্যাম্পেইনটিকে মূলত ৩টি আলাদা ভাগে ভাগ করতে হবে:

১️ । Prospecting (New) → একদম নতুন কাস্টমার
২️ । Retargeting (Engaged) → যারা ওয়েবসাইটে গিয়েছেন বা কার্টে প্রোডাক্ট অ্যাড করেছেন।
৩️ । Retention (Existing) → পুরনো কাস্টমার

প্রতিটি ক্যাম্পেইন করার সময়, একটি থেকে অন্যটির অডিয়েন্সকে 'Hard Exclude' করে দিতে পারেন।

এতে করে আপনার New Audience এর জন্য Allocate করা বাজেট শুধুমাত্র New Audience এর পিছনে Spent হবে। একইভাবে, Retargeting এর অডিয়েন্সের জন্য যে বাজেট Allocate করছেন, সেটি শুধু Retargeting এর কাজেই Spent হবে।

নিচের ছবি দেখলে ক্লিয়ার ধারণা পাবেন।

©

বাজেট কিন্তু বেশী বলি নাই..
28/07/2025

বাজেট কিন্তু বেশী বলি নাই..

18/07/2025

কিসের এত অংকার 🥺🖤

🚨 গুগলের উপর সবচেয়ে বড় হুমকি আসছে — OpenAI আনছে AI চালিত ব্রাউজার!গত ১৬ বছরে Google Chrome ছিল ইন্টারনেট ব্রাউজিংয়ের রাজ...
12/07/2025

🚨 গুগলের উপর সবচেয়ে বড় হুমকি আসছে — OpenAI আনছে AI চালিত ব্রাউজার!

গত ১৬ বছরে Google Chrome ছিল ইন্টারনেট ব্রাউজিংয়ের রাজা।
কিন্তু এবার OpenAI আনতে যাচ্ছে এমন একটি ব্রাউজার, যা শুধু আরেকটা Chrome বিকল্প নয় —
এটি হতে পারে গুগলের সার্চ, ব্রাউজার এবং বিজ্ঞাপন ব্যবসার অন্তিম ধাক্কা!

🔍 এই ব্রাউজার সম্পর্কে যা জানা গেছে:
✅ Chromium ভিত্তিক (মানে Chrome, Edge, Brave-এর মতো দ্রুত ও সাপোর্টেড)
✅ ChatGPT ইন্টারফেস — প্রাকৃতিক ভাষায় ওয়েব ব্রাউজিং
✅ Operator নামে AI এজেন্ট — ফর্ম পূরণ, অ্যাপয়েন্টমেন্ট বুকিং, অটো সাইট নেভিগেশন
✅ AI Co-Pilot — শুধু দেখাবে না, আপনার হয়ে কাজও করবে
✅ নেই গোপন ডেটা ট্র্যাকিং, নেই টার্গেটেড বিজ্ঞাপন
✅ গুগলের মতো ad-driven মডেল নয়, বরং প্রাইভেসি-ফোকাসড

🤯 এখানে সবচেয়ে বড় চমক কী?
OpenAI-এর আগে থেকেই আছে ৫০ কোটির বেশি ChatGPT ব্যবহারকারী।
এদের মাত্র ২০% ইউজারও যদি নতুন ব্রাউজারে আসে, তবে ১০ কোটির বেশি ব্যবহারকারী প্রথম দিনেই যুক্ত হয়ে যাবে — যা ইতিহাসে এক নজির!

📉 গুগলের জন্য বিপদ কোথায়?
→ Google প্রতি বছর $১০০ বিলিয়নের বেশি আয় করে শুধু বিজ্ঞাপন থেকে
→ যদি OpenAI ব্রাউজারের কারণে ব্যবহারকারীরা Google Search বাদ দেয়
→ তাহলে গুগলের প্রধান আয় উৎসই ধসে পড়বে
→ আর Chrome হারাবে মার্কেট লিড

💡 আরও আছে:
OpenAI কাজ করছে Jony Ive (Apple-এর আইকনিক ডিজাইনার)-এর সাথে নতুন AI হেডওয়্যার নিয়ে।
আজকের এই ব্রাউজার হতে পারে ভবিষ্যতের AI-চালিত OS বা স্মার্ট ডিভাইসের ভিত্তি!

📲 ভাবুন একবার — আপনি প্রতিদিন কতটা সময় ব্রাউজারে কাটান?
যদি সেটি এমন হয়, যেখানে AI আপনার হয়ে কাজ করে দেয়, তাহলে কেমন হতো?



🧠 এই যুদ্ধ শুধুই ব্রাউজার নিয়ে নয়,
এই লড়াই হচ্ছে ইন্টারনেট নিয়ন্ত্রণের জন্য!
Google কি টিকতে পারবে?
নাকি OpenAI-ই হবে নতুন রাজা?

👇 আপনি কি OpenAI ব্রাউজার ব্যবহার করতে আগ্রহী?
কমেন্টে মতামত জানান!

©️

29/05/2025

বৃক্ষের চিত্বকার কাঠুরিয়া পরোয়া করে না 🙂

আলহামদুলিল্লাহ ❤️
28/05/2025

আলহামদুলিল্লাহ ❤️

28/05/2025

তোমার বিষন্নতায় কাটুক এ জীবন তবুও তোমার জায়গায় দ্বিতীয় কেও না আসুক 🌸

27/05/2025

মেঘলা আকাশ আর শান্ত জল-রাশির মাঝে এক অনন্ত শান্তি..❤️

27/05/2025

প্রকৃতির এই রূপ বৈচিত্র্যকে অনুশীলন করলেই জীবনের আসল মানে খুঁজে পাওয়া যায় 🍃🙂

26/05/2025

স্বার্থের সাথী হওয়ার চেয়ে °
_ বিনা স্বার্থে একা থাকাই ভালো.!🙂❤️‍🩹

Address

Rangpur
5470

Alerts

Be the first to know and let us send you an email when Md Latiful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share