আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ ফলো দিয়ে পাশে থাকুন।

সিজদার মাধ্যমে স্রষ্টার সর্বাধিক কাছাকাছিআবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘বান্দা আল্লাহর অধিক ন...
09/03/2025

সিজদার মাধ্যমে স্রষ্টার সর্বাধিক কাছাকাছি

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘বান্দা আল্লাহর অধিক নিকটবর্তী হয়, যখন সিজদারত থাকে। অতএব তোমরা তখন অধিক দোয়া করতে থাকো।’ (মুসলিম, হাদিস : ৪৮২)

জীবনে ধরে রাখার সবচেয়ে সেরা জিনিস হলো। একে অপরকে আকড়ে ধরা।— অদ্রি হেপবার্ন
09/03/2025

জীবনে ধরে রাখার সবচেয়ে সেরা জিনিস হলো। একে অপরকে আকড়ে ধরা।
— অদ্রি হেপবার্ন

‘যে ক্ষমা করে ও সংশোধন করে, তার প্রতিদান তো রয়েছে আল্লাহর কাছে।’ (সূরা আশ-শুরা, আয়াত: ৪০)
09/03/2025

‘যে ক্ষমা করে ও সংশোধন করে, তার প্রতিদান তো রয়েছে আল্লাহর কাছে।’ (সূরা আশ-শুরা, আয়াত: ৪০)

হজরত আনাস রাদিয়াল্লাহু  আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদাতের মগজ ব...
08/03/2025

হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদাতের মগজ বা মূলবস্তু।‘ (মিশকাত ২২৩১, তিরমিজি)

‘‘শয়তান তোমাদের শত্রু অতএব তাকে শত্রু রুপেই গ্রহণ কর। সে তার দলবলকে আহবান করে যেন তারা জাহান্নামী হয়’’। (সূরা ফাতির-৩৫:৬...
08/03/2025

‘‘শয়তান তোমাদের শত্রু অতএব তাকে শত্রু রুপেই গ্রহণ কর। সে তার দলবলকে আহবান করে যেন তারা জাহান্নামী হয়’’। (সূরা ফাতির-৩৫:৬)

রাসুল (সা.) বলেছেন, ‘রোজা এমন এক ঢাল, যার বান্দাকে জাহান্নাম থেকে আত্মরক্ষা করবে।’ আরেকটি হাদিসে আছে, ‘যে ব্যক্তি আল্লাহ...
08/03/2025

রাসুল (সা.) বলেছেন, ‘রোজা এমন এক ঢাল, যার বান্দাকে জাহান্নাম থেকে আত্মরক্ষা করবে।’ আরেকটি হাদিসে আছে, ‘যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের দূরত্বে সরিয়ে নেবেন।’ (বুখারি ২৮৪০)

যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদেরকে মৃত বলো না। বরং তারা জীবিত; কিন্তু তোমরা অনুভব করতে পার না। আল-বায়ান
08/03/2025

যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদেরকে মৃত বলো না। বরং তারা জীবিত; কিন্তু তোমরা অনুভব করতে পার না। আল-বায়ান

প্রেম আসলে কোথাও মিলিত হয় না। সারাজীবন এটা সবকিছুতে বিরাজ করে।— জালাল উদ্দিন রুমি
08/03/2025

প্রেম আসলে কোথাও মিলিত হয় না। সারাজীবন এটা সবকিছুতে বিরাজ করে।

— জালাল উদ্দিন রুমি

হে আল্লাহ এ রমজানের উসিলায় আমাদের ক্ষমা করুন। 🤲🤲
08/03/2025

হে আল্লাহ এ রমজানের উসিলায় আমাদের ক্ষমা করুন। 🤲🤲

স্বামী-স্ত্রীর মধ্যকার সম্পর্ক অত্যন্ত গভীর। এই সম্পর্কের মধ্যে কোনো পর্দা থাকে না। ইরশাদ হয়েছে, ‘তারা (স্ত্রীরা) তোমাদে...
07/03/2025

স্বামী-স্ত্রীর মধ্যকার সম্পর্ক অত্যন্ত গভীর। এই সম্পর্কের মধ্যে কোনো পর্দা থাকে না। ইরশাদ হয়েছে, ‘তারা (স্ত্রীরা) তোমাদের জন্য পোশাকস্বরূপ এবং তোমরা তাদের জন্য পর্দাস্বরূপ। ’ (সুরা : বাকারাহ, আয়াত : ১০)

আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না।🤲🤲
07/03/2025

আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না।🤲🤲

রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মৃগনাভির সুগন্ধ অপেক্ষা বেশী উৎকৃষ্ট। (বুখারি, হাদিস : ১৯০৪)
07/03/2025

রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মৃগনাভির সুগন্ধ অপেক্ষা বেশী উৎকৃষ্ট। (বুখারি, হাদিস : ১৯০৪)

Address

Rangpur
Rangpur

Telephone

+8801763800838

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলহামদুলিল্লাহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category