Ak jiboner golpo

Ak jiboner golpo valobasha keno ato ashohay?

16/12/2023

কোন মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের।
কিন্তু তার চেয়েও অনেক অনেক গুন বেশি কষ্টের হলো,,,
সে আসবেনা জেনেও তার জন্য অপেক্ষা করা!!!!!

16/12/2023

কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায়না,, শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়।

16/12/2023

কেউ কাউকে ভুলে যেতে পারে না,,,প্রয়োজন শেষ হয়ে গেছে,,
তাই আর যোগাযোগ রাখেনা ♡♡

16/12/2023

জানি তুমি ফিরবেনা,,,,, এই হ্রদয়ের নিড়ে তবুও
💔অপেক্ষায় থাকবো সারা জীবন💔

আজকের মতো এক ফুটফুটে কিরণরাঙা দিনে এসেছিলে তুমি পৃথিবীর বুকে আমার গৃহপ্রদীপ হয়ে। সেই গৃহপ্রদীপের আলোক শিখা যেন প্রজ্জ্বল...
10/12/2023

আজকের মতো এক ফুটফুটে কিরণরাঙা দিনে এসেছিলে তুমি পৃথিবীর বুকে আমার গৃহপ্রদীপ হয়ে। সেই গৃহপ্রদীপের আলোক শিখা যেন প্রজ্জ্বলিত থাকে জীবনের প্রতিটি পদচিহ্নে সেই আকুল প্রার্থনা জানায় সৃষ্টিকর্তার কাছে। ভালো থেকে ভালো রাখার ক্ষমতা দিয়ে প্রাণবন্ত সফলতায় ভরিয়ে দিক জীবন তোমার সেই প্রত্যাশায় রইলো এই বিশেষ দিনে। “শুভেচ্ছা জানাই জন্মদিনের, ভবিষ্যৎ রচিত হোক এক আগামী সাফল্যবানের।”

10/12/2023

رَّبَّنَا إِنِّي أَسْكَنتُ مِن ذُرِّيَّتِي بِوَادٍ غَيْرِ ذِي زَرْعٍ عِندَ بَيْتِكَ الْمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُواْ الصَّلاَةَ فَاجْعَلْ أَفْئِدَةً مِّنَ النَّاسِ تَهْوِي إِلَيْهِمْ وَارْزُقْهُم مِّنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ

04/12/2023

অভিমান
ভুলে গিয়ে একবার কথা
বলে নিও,,
" কারণ,,
জানো না এখন মানুষ আর
বেশি দিন বাঁচে না

মাটির মানুষ

03/12/2023

ভুল নাহয় আমারই ছিল বেশি
করোনি ক্ষমা, করেছো দোষী
অভিমান লুকিয়ে রাখো যদি
থাকবো সারাজীবন অপরাধী
প্রতিশোধ নেবে, নাও
আমি বাধা দেবো না
একবার বলে যাও
কেন আমার হলে না?

03/12/2023

বহুদিন তোর দেখা নাই.মনের দরিয়ায়.
কতদিন থাকবি দূরে. ঘরে ফিরে আয়..❤️

03/12/2023

একা পথ চলতে চলতে অভ্যাসহয়ে গেছে,তাই হয়ত আজ আর পথ ভুলকরি না …

01/12/2023
01/12/2023

কতোটা হাহাকার,
না পাওয়ার পর্দ ছাপিয়ে,
আমরা গুনে যাচ্চি মৃত্যুর পহর!

তুই আর কতো অভিমানী হবি পাগলি?

Address

Rangpur
5700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ak jiboner golpo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share