14/06/2025
🔍 “ইরান বনাম ইসরায়েল – আবেগ নয়, বাস্তবতা বোঝার সময়”
❝
আমি ইসরায়েলকে ঘৃণা করি।
কিন্তু তার থেকেও বেশি ঘৃণা করি তথাকথিত আরব বিশ্বকে।
কারণ ওরা মুখে মুসলমান, কিন্তু কাজে নয়।
ইসরায়েল?
ওটা একটা দেশ না।
ওটা একটা গোয়েন্দা দানব।
আপনি জানেন না, আপনার পাশের ফ্ল্যাটের ভাই কোন বিছানায় ঘুমায়।
আর মোসাদ জানে, কে কোন শহরের কোন বিল্ডিংয়ের কোন ফ্লোরে ঘুমায়।
---
🛰️ গোয়েন্দা শক্তির লজ্জাজনক পরাজয়: ইরান
ইসরায়েল ২০০+ যুদ্ধবিমান নিয়ে
সিরিয়া, ইরাক, জর্ডান হয়ে ইরানে ঢুকে
গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক স্ট্রাইক করে ফিরে যায়।
ইরানের রাডার কিছুই ধরতে পারেনি।
এর আগে মোসাদের এজেন্টরা ভিতরে ঢুকে
ইরানের S.A.M ব্যাটারিগুলো অকার্যকর করে রেখেছে।
এটাই গোয়েন্দা শক্তি। এটাই আধুনিক যুদ্ধ।
---
🚀 ক্ষেপণাস্ত্র বনাম বাস্তবতা:
ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে—
বেশির ভাগই Iron Dome আর David’s Sling সিস্টেম দিয়ে Intercept হয়।
আর যেগুলো পড়ে, সেগুলো হয় খালি জায়গায়,
না হয় একেবারেই গুরুত্বহীন স্থাপনায়।
অন্যদিকে ইসরায়েল
টার্গেট করে মারে জেনারেল,
মারে পরমাণু প্রকল্পের ভেতরের মস্তিষ্ককে।
মারে গোপন গবেষণাগারের গভীরে থাকা ছায়া-সেনাদের।
---
⚠️ প্রশ্নটা এখন আবেগের না—দক্ষতার
ইরান বড় দেশ, হুম।
শক্তিও আছে, হুম।
কিন্তু:
গোয়েন্দা দুর্বল
এয়ার ডিফেন্স দুর্বল
প্রতিক্রিয়া মন্থর
আর নেতৃত্ব আবেগপ্রবণ
যে খেলায় গোয়েন্দা তথ্যই সবচেয়ে বড় অস্ত্র—
সেখানে আবেগ দিয়ে যুদ্ধ হয় না।
যুদ্ধ হয় ঠান্ডা মাথার কৌশলে।
---
💬 শেষ কথা:
ইরান প্রতিশোধ চাইলে আগে নিজের ঘর সামলাক।
আরব বিশ্ব একজোট না হলে,
ইসরায়েল এই অঞ্চলে একাই রাজত্ব করবে আরও ৫০ বছর।
আমরা চাই বা না চাই—
বাস্তবতা বদলায় না।
🧠 “আবেগ নয়, বাস্তবতা বোঝো।”
❞
-
📌
✍️ লেখাঃ All Things Nishad