All things Nishad

All things Nishad বেবি প্রোডাক্ট রিভিউ থেকে শুরু করে মায়ের জীবনের বাস্তব গল্প—
All things Nishad এ সব কিছু পাবেন ভালোবাসা আর সততার সঙ্গে।

14/06/2025

🔍 “ইরান বনাম ইসরায়েল – আবেগ নয়, বাস্তবতা বোঝার সময়”

আমি ইসরায়েলকে ঘৃণা করি।
কিন্তু তার থেকেও বেশি ঘৃণা করি তথাকথিত আরব বিশ্বকে।
কারণ ওরা মুখে মুসলমান, কিন্তু কাজে নয়।

ইসরায়েল?
ওটা একটা দেশ না।
ওটা একটা গোয়েন্দা দানব।

আপনি জানেন না, আপনার পাশের ফ্ল্যাটের ভাই কোন বিছানায় ঘুমায়।
আর মোসাদ জানে, কে কোন শহরের কোন বিল্ডিংয়ের কোন ফ্লোরে ঘুমায়।

---

🛰️ গোয়েন্দা শক্তির লজ্জাজনক পরাজয়: ইরান

ইসরায়েল ২০০+ যুদ্ধবিমান নিয়ে
সিরিয়া, ইরাক, জর্ডান হয়ে ইরানে ঢুকে
গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক স্ট্রাইক করে ফিরে যায়।
ইরানের রাডার কিছুই ধরতে পারেনি।

এর আগে মোসাদের এজেন্টরা ভিতরে ঢুকে
ইরানের S.A.M ব্যাটারিগুলো অকার্যকর করে রেখেছে।

এটাই গোয়েন্দা শক্তি। এটাই আধুনিক যুদ্ধ।

---

🚀 ক্ষেপণাস্ত্র বনাম বাস্তবতা:

ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে—
বেশির ভাগই Iron Dome আর David’s Sling সিস্টেম দিয়ে Intercept হয়।
আর যেগুলো পড়ে, সেগুলো হয় খালি জায়গায়,
না হয় একেবারেই গুরুত্বহীন স্থাপনায়।

অন্যদিকে ইসরায়েল
টার্গেট করে মারে জেনারেল,
মারে পরমাণু প্রকল্পের ভেতরের মস্তিষ্ককে।
মারে গোপন গবেষণাগারের গভীরে থাকা ছায়া-সেনাদের।

---

⚠️ প্রশ্নটা এখন আবেগের না—দক্ষতার

ইরান বড় দেশ, হুম।
শক্তিও আছে, হুম।
কিন্তু:

গোয়েন্দা দুর্বল

এয়ার ডিফেন্স দুর্বল

প্রতিক্রিয়া মন্থর

আর নেতৃত্ব আবেগপ্রবণ

যে খেলায় গোয়েন্দা তথ্যই সবচেয়ে বড় অস্ত্র—
সেখানে আবেগ দিয়ে যুদ্ধ হয় না।
যুদ্ধ হয় ঠান্ডা মাথার কৌশলে।

---

💬 শেষ কথা:

ইরান প্রতিশোধ চাইলে আগে নিজের ঘর সামলাক।
আরব বিশ্ব একজোট না হলে,
ইসরায়েল এই অঞ্চলে একাই রাজত্ব করবে আরও ৫০ বছর।

আমরা চাই বা না চাই—
বাস্তবতা বদলায় না।

🧠 “আবেগ নয়, বাস্তবতা বোঝো।”


-

📌
✍️ লেখাঃ All Things Nishad

Popypapa স্যুটকেস-স্টাইল ফোল্ডিং স্ট্রোলার🧳✨ Popypapa স্যুটকেস-স্টাইল স্ট্রোলার – ঘুরতে যাওয়াটা হোক আরও সহজ! 👶💼ভ্রমণপ্রি...
29/05/2025

Popypapa স্যুটকেস-স্টাইল ফোল্ডিং স্ট্রোলার

🧳✨ Popypapa স্যুটকেস-স্টাইল স্ট্রোলার – ঘুরতে যাওয়াটা হোক আরও সহজ! 👶💼

ভ্রমণপ্রিয় বাবা-মায়েদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটি স্ট্রোলার – যা ফোল্ড করে স্যুটকেসের মতো টেনে নেওয়া যায়!
হালকা ওজন, স্মার্ট ডিজাইন আর আরামদায়ক বসার জায়গা – সব একসাথে পেতে এখনই নিয়ে নিন Popypapa স্ট্রোলার।

✅ ফিচারসমূহ:

✔ স্যুটকেস স্টাইল ফোল্ডিং – ১০ সেকেন্ডে রেডি!
✔ ৩৬০° ঘূর্ণনযোগ্য চাকা – চলাফেরায় কোনো ঝামেলা নেই
✔ ৫-পয়েন্ট সেফটি বেল্ট – বাচ্চার সর্বোচ্চ নিরাপত্তা
✔ সান শেড ও মশারি – রোদ বা মশা, কোনো চিন্তা নেই
✔ বিমানে হ্যান্ড লাগেজ হিসেবেও ব্যবহারযোগ্য 🎒✈

🎯 উপযুক্ত: ৬ মাস থেকে ৩ বছর বয়সী শিশুর জন্য
📦 প্যাকেজে পাচ্ছেন: স্ট্রোলার, সান শেড, মশারি, ক্যারি ব্যাগ

---

📲 ইনবক্স করুন এখনই অর্ডার করতে!
📍 পেজ: All Things Nishad

#বাংলাদেশ

27/05/2025

"কিডস প্রিমিয়াম ক্যাসেল টেন্ট হাউজ" – by All things Nishad

একটি রাজকীয় শৈশবের শুরু এখান থেকেই!

আপনার শিশুর ছোট্ট কল্পনার রাজ্য এবার হবে একেবারে বাস্তব!
All Things Nishad নিয়ে এসেছে দারুণ এক প্রিমিয়াম Castle Tent House—যেখানে খেলাধুলা, শেখা, ও মজা সবকিছুই মিলবে একসাথে।

প্রধান বৈশিষ্ট্য:

👉 রাজপ্রাসাদ ডিজাইন: পর্দা, জানালা, আর রঙিন ছাদের সাথে স্টাইলিশ লুক ।

👉 শিশুর জন্য নিরাপদ: হাই-কোয়ালিটি নরম ফেব্রিক, কোনো তীক্ষ্ণ অংশ নেই ।

👉 সহজ সেটআপ ও মোবাইল: অল্প সময়ে বানিয়ে ফেলা যায়, আবার ভাঁজ করে রাখা যায় ।

👉 ইনডোর-আউটডোর দুইভাবেই ব্যবহারযোগ্য

👉 শিশুর কল্পনা শক্তি বিকাশে সহায়ক

উপযুক্ত বয়স: ১ থেকে ১০ বছর

ডেলিভারি: সারা বাংলাদেশে হোম ডেলিভারি
অর্ডার করুন আজই!
Inbox করুন অথবা কল করুন: (০১৭০৯২৩৯৪৬১)

স্টকে সীমিত! অর্ডার করতে ইনবক্স করুন এখনই।
---

ছোট রাজপুত্র-রাজকন্যার জন্য রাজকীয় উপহার!
Kids Castle Tent House - এখন All Things Nishad -এ!
সফট ফেব্রিক, সুন্দর কার্টেন, আর রঙিন ডিজাইনে এই টেন্ট হাউজ হবে আপনার শিশুর প্রিয় খেলার ঘর!
খেলা, গল্প, পড়া—সবই হবে এখন এক চমৎকার রাজপ্রাসাদে!

Follow করুন All Things Nishad– শিশুর জন্য সব কিছু এক জায়গায়!

বেবি হেড সেফটিআপনার আদরের সোনামণির মাথায় আঘাত পাওয়া থেকে সেফটি নিশ্চিত করতে আজই অর্ডার করুন Baby Safety Helmet/ Head Pro...
27/05/2025

বেবি হেড সেফটি
আপনার আদরের সোনামণির মাথায় আঘাত পাওয়া থেকে সেফটি নিশ্চিত করতে আজই অর্ডার করুন Baby Safety Helmet/ Head Protection Helmet

৬ মাস বয়সের বাবু হুটহাট করে পরে যাবে এটাই স্বাভাবিক তাই তার জন্য সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন 🤗

সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া সম্ভব।তাই দ্রুত ইনবক্স করুন

আপনার সন্তানদের হাসি বিক্রি করি আমরা।সাথেই থাকবেন All things Nishad এর 😊
26/05/2025

আপনার সন্তানদের হাসি বিক্রি করি আমরা।
সাথেই থাকবেন All things Nishad এর 😊

কিডস প্রিমিয়াম ক্যাসেল টেন্ট হাউজ – by All things Nishad একটি রাজকীয় শৈশবের শুরু এখান থেকেই!আপনার শিশুর ছোট্ট কল্পনার র...
25/05/2025

কিডস প্রিমিয়াম ক্যাসেল টেন্ট হাউজ – by All things Nishad

একটি রাজকীয় শৈশবের শুরু এখান থেকেই!

আপনার শিশুর ছোট্ট কল্পনার রাজ্য এবার হবে একেবারে বাস্তব!
All Things Nishad নিয়ে এসেছে দারুণ এক প্রিমিয়াম Castle Tent House—যেখানে খেলাধুলা, শেখা, ও মজা সবকিছুই মিলবে একসাথে।

প্রধান বৈশিষ্ট্য:

👉 রাজপ্রাসাদ ডিজাইন: পর্দা, জানালা, আর রঙিন ছাদের সাথে স্টাইলিশ লুক ।

👉 শিশুর জন্য নিরাপদ: হাই-কোয়ালিটি নরম ফেব্রিক, কোনো তীক্ষ্ণ অংশ নেই ।

👉 সহজ সেটআপ ও মোবাইল: অল্প সময়ে বানিয়ে ফেলা যায়, আবার ভাঁজ করে রাখা যায় ।

👉 ইনডোর-আউটডোর দুইভাবেই ব্যবহারযোগ্য

👉 শিশুর কল্পনা শক্তি বিকাশে সহায়ক

উপযুক্ত বয়স: ১ থেকে ১০ বছর

ডেলিভারি: সারা বাংলাদেশে হোম ডেলিভারি
অর্ডার করুন আজই!
Inbox করুন অথবা কল করুন: (০১৭০৯২৩৯৪৬১)

স্টকে সীমিত! অর্ডার করতে ইনবক্স করুন এখনই।
---

ছোট রাজপুত্র-রাজকন্যার জন্য রাজকীয় উপহার!
Kids Castle Tent House - এখন All Things Nishad -এ!
সফট ফেব্রিক, সুন্দর কার্টেন, আর রঙিন ডিজাইনে এই টেন্ট হাউজ হবে আপনার শিশুর প্রিয় খেলার ঘর!
খেলা, গল্প, পড়া—সবই হবে এখন এক চমৎকার রাজপ্রাসাদে!

Follow করুন All Things Nishad– শিশুর জন্য সব কিছু এক জায়গায়!

25/05/2025

All things Nishad নিয়ে এলো

♣Baby Mosquito Net Fit ♣

নবজাতক থেকে ১৫ মাস বয়সী শিশুদের জন্য নিরাপদ মশারি!

আপনার আদরের সোনামনিকে মশা ও কীটপতঙ্গের ঝামেলা থেকে নিরাপদ রাখতে নিয়ে এলাম
Mosquito Net Fit (0-15 Months) — নতুন মায়েদের জন্য আদর্শ পছন্দ!

বৈশিষ্ট্যসমূহ:

♦ নরম ম্যাট্রেসসহ, শিশুর আরামদায়ক ঘুম নিশ্চিত করে ।

♦ ভাঁজযোগ্য ও সহজে বহনযোগ্য — ভ্রমণেও ব্যবহারযোগ্য ।

♦ নিঃশ্বাসপ্রশ্বাসযোগ্য জাল — শিশুর আরামের জন্য। উপযোগী

♦ সম্পূর্ণ সুরক্ষা দেয় মশা, মাছি ও অন্যান্য পোকামাকড় থেকে।

বিশেষ মূল্য ছাড় চলছে! এখনই অর্ডার করুন।

অর্ডার করতে ইনবক্স করুন অথবা
কল করুন:০১৭০৯২৩৯৪৬১
ফ্রি হোম ডেলিভারি | ক্যাশ অন ডেলিভারি

24/05/2025

"শিশুর মুখে হাসি আনতে একটুখানি ম্যাজিকই যথেষ্ট!"
ড্যান্সিং ক্যাকটাস টয় – এখন All things Nishad এ।

গান, নাচ আর মজার মজার ভয়েস রিপিট—এই ক্যাকটাস টয় একাই পারে আপনার শিশুকে ঘন্টার পর ঘন্টা আনন্দে ভরিয়ে তুলতে!
একবার কথা বলুন, দেখুন কিভাবে মজার ভঙ্গিতে রিপিট করে—শিশু তো খুশিতে লাফাবে!

ফিচারস:

* মজার নাচ ও গানের সাউন্ড

* ভয়েস রেকর্ডিং ও রিপিট সিস্টেম

* আলোকিত LED লাইট

* নরম ও সেফ ফর বেবি

শিশুর জন্য সেরা গিফট এখন হাতের নাগালে!

অর্ডার করতে মেসেজ দিন আমাদের পেজে – All Things Nishad
স্টক সীমিত, দেরি না করে ইনবক্স করুন এখনই!

23/05/2025

All Things Nishad এ সব কিছু পাবেন ভালোবাসা আর সততার সঙ্গে।

✅ প্যান্ট ডায়াপার ✅ অফারটি সীমিত সময়ের জন্য !!!
প্রিমিয়াম কোয়ালিটি,✅ ফ্রি ডেলিভারি,✅ ডাবল লিক গার্ড
👉 ১০০% লিকেজ প্রুফ,প্রিন্টেড কালার
👉 ৩টি সাইজ: ০-১২মাস, ১২-২৪ মাস, ২৪-৩৬ মাস
👉 বারবার ডায়াপার কেনার ঝামেলা নাই, অর্থ সাশ্রয় করে।
👉 এই ডায়াপার প্যান্ট ক্যামিক্যাল মুক্ত ও কাপড়ের তৈরী তাই বাচ্ছাদের জন্য আরামদায়ক।
✅আমরা কথায় নয় কাজে বিশ্বাসী ১ টাকাও আগে পে করতে হবে না
দ্রুত অর্ডার করতে অর্ডার নাউ বাটনে ক্লিক করে আপনার নাম, মোবাইল নম্বর, ঠিকানা দিয়ে অর্ডার কন্ফার্ম করুন।

Address

Rangpur

Telephone

+8801647792148

Website

Alerts

Be the first to know and let us send you an email when All things Nishad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to All things Nishad:

Share