01/10/2025
২০১১ সালের আইপিএল নিলামে ক্রিস গেইলকে কোনো দল কিনল না। একজন বিশ্বসেরা ব্যাটার, যাকে সবাই ভয় পেত, সেই মানুষটা তখন "UNSOLD" হয়ে গেলেন। অনেকেই ভেবেছিল, হয়তো তার সময় শেষ হয়ে এসেছে।
কিন্তু ভাগ্য সবসময় পরিশ্রম আর প্রতিভার সঙ্গে থাকে। মাঝপথে চোটে পড়া ডির্ক ন্যানেসের বদলি খেলোয়াড় হিসেবে যখন আরসিবি দলে যোগ দিলেন, তখন থেকেই শুরু হলো এক কিংবদন্তির কাহিনী।
🏏 হাতে ব্যাট নিয়ে মাঠে নেমেই আগুন ঝরাতে শুরু করলেন। বোলারদের জন্য আতঙ্ক হয়ে গেলেন। সেই আইপিএলেই করলেন ৬০৮ রান, আর হয়ে গেলেন অরেঞ্জ ক্যাপ উইনার! 🔥
এটাই জীবন – আজকে যদি ব্যর্থতা আসে, কালকে হয়তো তার চেয়েও বড় সাফল্য অপেক্ষা করছে। শুধু হাল না ছেড়ে লড়াই করে যেতে হয়..!🏏💥👏