Muntaha Morse

Muntaha Morse Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Muntaha Morse, Digital creator, Rangpur.

স্ত্রী তার স্বামীকে পরীক্ষা করার জন্য একটা চিঠি লিখল - "দেখো, আমি তোমার প্রতি এবং আমাদের লাইফ নিয়ে প্রচন্ড বিরক্ত। আমি আ...
11/01/2024

স্ত্রী তার স্বামীকে পরীক্ষা করার জন্য একটা চিঠি লিখল -

"দেখো, আমি তোমার প্রতি এবং আমাদের লাইফ নিয়ে প্রচন্ড বিরক্ত। আমি আর তোমার সাথে থাকতে চাই না। আমি সারা জীবনের জন্য চলে গেলাম।"

স্ত্রী এই চিঠিটা লিখে টেবিলের উপর রাখল এবং নিজে খাটের নিচে লুকিয়ে রইলো।

সন্ধ্যায় বেচারা স্বামী বাসায় আসল। আসার পরে স্বামী প্রথমে চিঠিটা হাতে নিয়ে পড়ল। তারপর কলম দিয়ে চিঠিতে একটা লাইন কি যেন লিখল। আবার চিঠিটা টেবিলে রেখে দিলো। একটু দুঃখ ভারাক্রান্ত থেকে কয়েক মিনিট পর, স্বামীর নীরবতা থেকে হঠাৎ খুব খুশি হলো। শিস বাজাতে লাগলো। গান ছেড়ে ধামাক নৃত্য শুরু করলো। তারপর টেলিফোন সেটটাকে বিছানার উপর আনল। আনার পর তার স্বামী তার কোনো এক বান্ধবীকে ফোন দিলো। ফোনে ঐ প্রান্তকে বলছে--

"আজ অটোম্যাটিক্যালি আমার লাইফ থেকে আমার আ*প*দ দূর হয়েছে। ডার্লিং তুমি আমার জীবনে আগের মতই থাকবে। আমার স্ত্রী আমাদের মাঝে আর বাঁধা হয়ে থাকবে না। তুমি এনিটাইম আমার বাসায় চলে আসবে। বেবী , তোমাকে ছাড়া আমি বাঁচব না।"

এমন অনেকক্ষন কথা বলার পর স্বামী ফোন রেখে বাসার বাইরে চলে গেলো হাসতে হাসতে। হয়তো তার
ফোনের ঐ প্রান্তের বান্ধবীকে বা অন্য কাউকে আনতে গেছে।

এদিকে তার স্ত্রী তো খাটের নিচে থেকে কাঁদতে কাঁদতে বের হলো। এমন কু/লা/ঙ্গা/র স্বামীর সাথে সংসার করেছে এতোদিন এই ভেবে কপাল চা/প/ড়া/চ্ছিল । হঠাৎ তার মনে হলো, দেখিতো স্বামী চিঠিতে কি লিখছে। তাই তাড়াতাড়ি টেবিলের কাছে এসে চিঠিটা হাতে নিলো । চিঠির ভাঁজ খুলে স্বামীর লেখাটা বের করলো।

স্বামী যে এক লাইন লিখে রাখছে , তা হলো -

"আমার জীবন থেকে চলে গেছো ভালো কথা, কিন্তু খাটের নিচে থেকে কেন তোমার পা দেখা যাচ্ছে?

আমি ডিম আনতে বাইরে গেলাম।"
পেইজে লাইক ফলো করে রাখবেন!

Follow →Muntaha Morse

11/01/2024

হয়তো কোনো একদিন আমাদের আবার দেখা হবে,
কোনো রাস্তার মোড়ে বা ব্রিজ পাড়ে।
তুমি থাকবে জীর্ন শীর্ণ হাতে ভাঙা থালা নিয়ে,
থালায় কয়েন পড়ার ঝনঝন শব্দ আমার কানে বাজবে।

তারপর তোমার মুখে ধুলো উড়িয়ে চলে যাবে একটি নীল গাড়ি,
তুমি আমার দিকে আফসোসের দৃষ্টিতে তাকিয়ে ভাববে,'আমার প্রিয় রঙ ছিল নীল'।

তখন আমি হাতে থাকা স্পিকারে বলে উঠবো-
'' জয়েন্টে জয়েন্টে ব্য'থা, গিরায় গিরায় ব্য'থা, ভা'ঙ্গা-মচকার ব্য'থা, হাতে পায়ে কোমরে ব্য'থা। বসলে উঠতে পারেন না, উঠলে বসতে পারেন না। কিনে ফেলুন পান্ডার মলম,এখন লাগান এখন ভালো। মাত্র বিশ টাকা, বিশ টাকা, বিশ টাকা।"
Follow :Muntaha Morse

নতুন ছাত্রীকে জিজ্ঞেস করলাম...😊আমিঃ" বাবু তোমার কোন কোন সাবজেক্টে প্রব্লেম আছে??"🙂ছাত্রীঃ"কি? শুনতে পেলাম না। আবার একটু ...
10/01/2024

নতুন ছাত্রীকে জিজ্ঞেস করলাম...😊
আমিঃ" বাবু তোমার কোন কোন সাবজেক্টে প্রব্লেম আছে??"🙂
ছাত্রীঃ"কি? শুনতে পেলাম না। আবার একটু বলবেন?"🤨
আমিঃ"বললাম,তোমার কোন কোন সাবজেক্টে প্রব্লেম আছে?"🙂
ছাত্রীঃ "না না তার আগে কি বললেন?"😐
আমিঃ"বাবু???"😜
ছাত্রীঃ "এক্স্যাক্টলি।আমারে আপনার বাবু লাগে???"😑
আমিঃ"ক্লাস সিক্সে পড় তুমিতো বাবুই।"😬
ছাত্রী "আপনি জানেন আমার বয়ফ্রেন্ড আপনার থেকে বয়সে বড়। "😒😒
রুমার মুখ থেকে এই কথাটা শুনে আমার হাত থেকে চা এর কাপটা ঠাস করে নিচে পড়ে গেল। আমি শুধু ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। ওর মা তাড়াতাড়ি রুমে দৌড়ে চলে এল।🥹🥹
আন্টিঃ"কি হয়েছে বাবা?? চা এর কাপটা পড়ল কিভাবে🙄
রুমাঃ"না মা কিছু হয় নি, চা টা একটু বেশি গরম ছিলতো তাই স্যার নিতে পারে নাই।"😊
আমিঃ"জি আন্টি, সত্যিই আমি নিতে পারলাম না এইটা।😮‍💨"
আন্টিঃ"কোনটা?"
আমিঃ"চা…. চা…..চা এর কাপ.."
আন্টিঃ"ওহ আচ্ছা ঠিক আছে।আমি তাহলে সখিনাকে পাঠিয়ে দিচ্ছি, ও এগুলো পরিষ্কার করে তোমাকে আরেক কাপ চা দিয়ে যাবে। কেমন?"
এই বলে আন্টি বেরিয়ে গেল। আমি তখনও ঘামছি, হাত কাঁপছে। আস্তে আস্তে রুমা কে জিজ্ঞেস করলাম,
-"তাহলে তোমাকে কি বলে ডাকব? নাম ধরেই"
-"আচ্ছা স্যার আপনি যেন কোন ইয়ার এ পড়েন?"
-"সেকেন্ড ইয়ার।"
-"আচ্ছা, আর ও থার্ড ইয়ারে পড়ে,আপনার ভার্সিটিতেই। সে ক্ষেত্রে ও আপনার ভার্সিটির বড় ভাই,আর সেই হিসেবে আমি আপনার ভাবী হই ভাবী!!🥴🥴
,

মন ছুয়ে যাওয়া নতুন নতুন গল্প পেতে ফলো দিয়ে রাখুন আইডিতে👉👉Muntaha Morse

বল্টুর সাথে এক মেয়ের রাস্তায় দেখা হল...😱.!!বল্টু :- "তোমার নাম কী....😎...?"মেয়ে :- "মুখে বলব,নাকিপায়ে দেখাব...🤭..?"ব...
10/01/2024

বল্টুর সাথে এক মেয়ের রাস্তায় দেখা হল...😱.!!
বল্টু :- "তোমার নাম কী....😎...?"
মেয়ে :- "মুখে বলব,নাকি
পায়ে দেখাব...🤭..?"
বল্টু :- "মানে...😒...!!"
মেয়ে :- "মানে আমার নাম
'নুপূর' তোমার নাম
কী......?"😊
বল্টু :- "মুখে বলব,
নাকি করে দেখাব...🤫....?"
মেয়ে :- "মানে....🤨.....!"
বল্টু :- "মানে, আমার
নাম......🫢
'আদর'....."🙂




নিয়মিত মজার সব গল্প পড়তে ফলো দিয়ে রাখুন, 🥰

10/01/2024

বল্টু আর বল্টুর স্যার..🥹🫰🏻

স্যারঃ আচ্ছা বল্টু বলতো Tense কয় প্রকার!

বল্টুঃ তিন প্রকার স্যার! 🫡🫡

স্যারঃ কী কী ? নাম বল!

বল্টু: Past Tense , Present Tense, FutureTense!☺️☺️

স্যার: Past Tense এর একটা উদাহরণ দে!

বল্টুঃগতকাল আপনার মেয়েকে দেখলাম! 😒😒

স্যার: present tense এর উদাহরণ দে একটা!

বল্টু:আজ প্রোপোজ করবো!🫣🫣

স্যার: Future Tense এর একটা উদাহরণ দে!

বল্টু: আগামী কাল বিয়ে করবো।🥹🥹

স্যার বেহুঁশ🫠🫠🫠

জবা সুন্দরী!!💗
10/01/2024

জবা সুন্দরী!!💗

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muntaha Morse posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share