12/12/2024
সব থেকে কঠিন কাজ হলো ছলোনা বোঝা!
মানুষ হাতে হাত রেখে ছলোনা করে,
বুকে জড়িয়ে ধরে ছলোনা করে, চোখে চোখ রেখে ছলোনা করে, ভালোবাসি বলতে বলতে ছলোনা করে।
এই মানুষ গুলো দেখতে খুবই সাধা-সিধে টাইপের হয়। উপরে দেখতে সাধা-সিধে মনে হলেও আসলে তারা জাত অভিনেতা।
তাদের উপরের এই আবরনটার জন্য আমরা বুঝতে পারি না একটা মানুষ এতোটা জঘন্য হতে পারে।
একজনকে ভালোবাসি বলতে বলতে আরেকজনেরে নিয়া পার্কে,রেল লাইনে, হোটেলে ঘুড়ে বেরায়। তাদের এসব নিজের চোখে দেখার পরও নিজের চোখ কেই বিশ্বাস করতে পারবেন না। নিজেকে কুয়াসার ঘোরের মধ্যে মনে হবে,মেনে নিতে না চাইলেও ওটাই সত্যি।
যখন এসব নিয়ে কথা বলতে যাবেন তার সাথে তখন নিজেই সব থেকে বেশি খারাপ থাকবেন, কারন আপনার সাথে ঝগড়া হলে তার মন খারাপ ভালো করার জন্য আরো দুই চারজন আছে।
কিন্তু আপনার মন ভালো করার জন্য আপনার কাছে শুধুই সে ছিলো।
আপনি সব যেনে শুনে মেনে নিয়ে ঠিক করতে চাইলেও কোনো কিছুই আর আগের মতো ঠিক হবে না।
আমাদের গ্রামের লোক মুখে এখনো একটা কথা প্রচলিত আছে,, যতোই ঘী দিয়ে ডলো কুত্তার লেজ কখনো সোজা হয় না।
ঠিক সেটাই আপনি ,সব ঠিক করে নিতে চাইলেও কোনো কিছুই আর ঠিক হয় না।
তারপর একটা সময় পর ঠিকানা পরিবর্তন করে ফেলে আপনি চাইলেও তার সাথে যোগাযোগ করতে পারেন না,,
তার সাথে একটু কথা বলার তৃষ্ণায় রোজ পুড়ে ছারখার হবেন কিন্তু তার কিছু যায় আসবে না,
মাসের পর মাস যাবে বছর কেটে যাবে কিন্তু সে ভুলেও জানতে আসবে না আপনি কেমন আছেন?,কেমন করে সহ্য করতেছেন তার দেওয়া বিরহো বিচ্ছেদের যন্ত্রনা?
তার দেওয়া বিরহো বিচ্ছেদের আগুনে পুড়তে পুড়তে অনেকটা সময় পর বুঝতে পারবেন ,আসলে
নিজের ভালো নিজেকেই রাখতে হয়, কারো উপর নির্ভর হয়ে থাকলে শুধু জ্বলে পুড়ে ছারখার হতে হয় ।
তারপর একটা পর্যায়ে ভালো থাকা শিখে যাবেন,,
তখন আগের মতো অতো সহজে আর কাউকে বিশ্বাস করতে পারবেন না,,
বিশ্বাস টা একেবারই মরে যায়।