19/03/2024
বড় ভয় লাগে! যদি হাজার বছর পর!
পৃথিবীর মানুষ সভ্য হয়ে যায় ,সকল নারী ও নর।
যদি তারা ইতিহাস খুঁজে !এ যুগের ইতিহাস!
যুগের চিত্র দেখে ধিক্কার দেবে, দেবে শত ঘৃণা উপহাস।
ইতিহাস পড়তে পড়তে সহসা জ্ঞান হারাবে কেহ।
নদীর কিনারায় পড়ে থাকতে দেখে ,নবজাতকের ক্ষতবিক্ষত দেহ।
আফসোস করে বলবে হায় !
কেমন বর্বর জাতি ছিল ওরা ,সন্তান মারত মায়!
ইতিহাস যদি লিখে রাখে ,সংস্কৃতির কথা।
হাজার হাজার কোটি টাকা নষ্ট করে, একটা ছোট্ট বল কে কাটের লাঠিতে টোকা মেরে ।
অথচ একই সমাজে চিকিৎসা ,ভাতের অভাবে হাজার হাজার রোগা আর ভূখা মরে।
পড়তে পড়তে রাগে-দুঃখে কেউ বইখানি ছিড়ে ফেলবে, কেউবা ঝরাবে আখি পাতা।
নারীরা গর্ব করে বলবে, ভাগ্যিস জন্মাইনি সেই কালে!
যে কালের মানুষ ভারী রাগ হত ,মেয়ে জন্ম নিলে।
মা তার সন্তানকে ইতিহাস পড়াতে পড়াতে হঠাৎ যাবে থেমে ।
যখন লেখা পাবে এ যুগে পাঁচ বছরের শিশু এবং সত্তুর বছরের বৃদ্ধা ও ধর্ষণের শিকার হতো ,শরীর ভিজে যাবে ঘামে।
ইতিহাস পড়তে পড়তে আবেগাপ্লুত হয়ে যাবে বৃদ্ধা।
হাতের কাছে কিছু না পেয়ে রাগে নিজের চশমাটা ভেঙে দেবে শেষে ,
যখন পড়বে সন্তান জীবিত থাকতেও বৃদ্ধাশ্রমে পঁচে মরত বৃদ্ধারা ,সেই কালে সেই দেশে।
ইতিহাসবিদরা যদি নীতি-নৈতিকতার বর্ণনা এভাবে লেখে!
চোরের উৎপাতে মসজিদে গেলেও জুতা লুকিয়ে রাখতে হত ,
সভ্যরা হতবাক হয়ে যাবে , থুথু দেবে মুখে।
দোহাই ইতিহাসের পাতা।
তোমার মাঝে এ যুগের করে লেখ না আমার কথা।
আমি সইতে পারি না এসব !
রুখতে ও পারিনা ,
লড়ে যাই বৃথা।
আমি মর্মাহত !প্রতিবাদ করে পাই না কোন ফল।
সাহারা মরু তে কি বা কাজে আসে একটু শিশির জল!
না হয় শিরা ,উপশিরা ,ধমনী কেটে সবটুকু রক্ত দিয়ে দিলাম ,
দিলাম চোখের জল ও!
ভিজবে কি তাতে পাপ-তাপ অনিয়ম অনাচারে উত্তপ্ত মরুর ধূলো!
আমি নিশ্চুপ, নিরুপায়!
মর্মাহত হয়ে মাথা ঠুকে মরি ভাঙ্গা দেয়ালের গায়।
হাল ছাড়িনি তবু ,
আছে মোর যত পুণ্য কাজ
সপে দিয়েছি আজ
বদৌলতে এই সমাজটাকে রক্ষা করো প্রভু।
কলঙ্কিত যুগ
একে কাওসার