
17/07/2025
শকুনের চোখ,,
মোঃ আছলাম হোসেন।
ভালো নয় দেশের খবর,,
আশু সম্ভাবনায় নতুন বদর।
যেথায় মানুষ নিজের সাথেই লড়ে,
অযতনে মরে থাকবে পড়ে।
ঘরে বসে দশে ফেলবে পলক,
চারিদিকে শেয়াল শকুনের চোখ।
লড়বে ভাইয়ে ভাইয়ে মরবে সবে,
লাভটা শকুন শেয়ালদেরই হবে।
উস্কে দিয়ে খাবে লুটেপুটে,
কেড়ে নেবে ফায়ে বসত, বাড়ি ভিটে।