উত্তম সময়

উত্তম সময় Digital Content Creator

রংপুরের টাউন হল
03/08/2024

রংপুরের টাউন হল

02/08/2024

এতো কিছু দেখার পরও যদি আপনার বিবেকে নাড়া না দেয়। তবে জেনে রাখুন, আপনিও জা'লিমদের অন্তর্ভুক্ত। আর চুপ করে বসে থাকার সময় নেই। জা'লিমদের বিরুদ্ধে সমন্বিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ভয় করুন সেদিনকে, যেদিন আল্লাহ সমস্ত কৃতকর্মের হিসেব নিবেন।

ভিডিও : খুলনা

দফা ১দাবি ১
02/08/2024

দফা ১দাবি ১

'ও যাবে। না গেলে মুনাফিক হয়ে যাবে।'১৯ জুলাই শুক্রবার। ঘড়িতে সময় বিকাল ৫টা বেজে ৩০ মিনিট।মিরপুর সরকারি বাঙলা কলেজের রাষ্ট...
31/07/2024

'ও যাবে। না গেলে মুনাফিক হয়ে যাবে।'
১৯ জুলাই শুক্রবার। ঘড়িতে সময় বিকাল ৫টা বেজে ৩০ মিনিট।
মিরপুর সরকারি বাঙলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাগর আহম্মেদ তাঁর বাবার সাথে কথা বলছিলেন। বাবা গ্রামে থাকা সাধারণ কৃষক।
সাগর: আব্বু আমাদের এখানকার অবস্থা ভালো না। আমাকে বিকাশে এক হাজার টাকা পাঠাও।

বাবা::মণিরে সাবধানে থাইকো।
বাবা জানান, 'ফোনের কথা শেষ করেই নারুয়া বাজারে যাই। বিকাশে টাকা পাঠিয়ে সাইকেলে বাড়ি ফিরতে ফিরতে টাকা পাইছে কি না নিশ্চিত হতে ফোন করি, কিন্তু ফোন আর ধরে না। তখন থেকে আমার বুকটা কেমন যেন করছিল।
মাগরিবের নামাজ শেষ করে সালাম ফেরানোর সময় পকেটের ফোন বাইজা ওঠে। মনটা কেমন যেন আঁতকে ওঠে। আমার মেয়ে মৌসুমি ফোন করে বলে, “আব্বু বাড়ি আইসো।”
বাড়ি আইসা দেখি সব এলোপাতাড়ি। কেউ কিছু বলছে না। বড় ভাইয়ের বড় জামাতা রঞ্জু এদিক-ওদিক করছে। পরে আমার এক নাতি বলছে, বাবাইর (সাগর) মাথায় গুলি লাগছে, হাসপাতালে আছে।’
১৯ জুলাই সকালেও মা-বাবার সাথে সাগরের কথা হয়।
সাগর ওর মাকে বলে- ঢাকার পরিস্থিতি ভাল না। আমার জন্য দোয়া করো, আন্দোলনে যাব। মা বলেছিলেন- যেয়ো না বাবা।
তখন বাবা বললেন- ও যাবে। না গেলে মুনাফিক হয়ে যাবে।
তোফাজ্জল হোসেন বলেন, ‘যখনই কথা হতো তখনই সাগর বলত, “আব্বু তোমাকে আর রোদে পুড়ে মাঠে কাজ করতে হবে না। চাকরি করে তোমাদের ঢাকায় নিয়ে যাব।” আমার মানিক হোটেলে কাজ করত। রাতে মেসে ফেরার সময় কিছু খাবার নিয়ে আসত, রাস্তায় থাকা মানুষকে দিত।’
মায়ের কাছে দোয়া চেয়ে সাগর বলেছিল- মা তোমার সাগরের জন্য না, লক্ষ সাগরের জন্য দোয়া কোরো।
সাগরের চাচাতো ভাই সাইফুল বলেন, সোহরাওয়ার্দী হাসপাতালে লাশের স্তূপ থেকে প্রায় তিন ঘণ্টা খোঁজ করে পরিচয়পত্র দেখে সাগরের লাশ শনাক্ত করেন তাঁরা। দেখা যায়, সাগরের মাথার ডান দিকে গুলি লেগে পেছন দিয়ে বের হয়েছে।

- আসিফ আদনান

ইনশাআল্লাহ একদিন আমাদের ভাইদের প্রতিটি ফোটা রক্তের হিসাব দিতে হবে তাদেকে
12/07/2024

ইনশাআল্লাহ একদিন আমাদের ভাইদের প্রতিটি ফোটা রক্তের হিসাব দিতে হবে তাদেকে

༅༎﷽༎༅༊• সৌন্দর্য নিয়ে মানুষের কত অহংকার। অথচ এই সেই সৌন্দর্য যার কোনোই মূল্য নেই,!.মানুষগুলো নির্বোধ বোকা।মরে পচে যাবে ...
06/07/2024

༅༎﷽༎༅
༊• সৌন্দর্য নিয়ে মানুষের কত অহংকার। অথচ এই সেই সৌন্দর্য যার কোনোই মূল্য নেই,!.
মানুষগুলো নির্বোধ বোকা।মরে পচে যাবে যেনেও দুনিয়ার উপর নিজের দেহের সৌন্দর্য পর পুরুষদের দেখিয়ে বেড়াই।
আল্লাহ হেদায়েত নসিব করুক।
~~~(....)~~~

একাকিত্ব সুন্দর হয় তখন যখন আল্লাহর স্মরণে কাটে
21/06/2024

একাকিত্ব সুন্দর হয় তখন যখন আল্লাহর স্মরণে কাটে

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when উত্তম সময় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share