
02/01/2025
I'd rather prioritise playing 4-5 Big Bash Matches than playing an entire BPL season. :)
This is harsh and pathetic..
আমাদের একজন বিগ ব্যাশ এ খেলবে এটা অনেক বড় একটা অর্জন হতে পারত দেশের ক্রিকেট এর জন্য। সাকিবের পর ২য় ক্রিকেটার হিসেবে সেই সুযোগ টা পাওয়ার পরেও সে যেতে পারল না। এখন তাকে বরিশাল এর ডুবন্ত লঞ্চের একাদশে জায়গা দেয়া হচ্ছেনা।
পুরো বিপিএল এ বাংলাদেশী ও ফরেনার মিলিয়ে বিগ ব্যাশ এ ফরেন কোটায় খেলার মত খেলোয়াড় এর সংখ্যা মেবি ১০ ও হবেনা৷ সেখানে রিশাদ কে না দেয়া হলো যেতে আর না খেলাচ্ছে ইলেভেন এ। খুব ভাল আইডিয়া নেই ভেতরে কি ঘটছে। তবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি, আমাদের বিপিএল এর যে মান তাতে এখানে খেলার চেয়ে বিগ ব্যাশ এ গিয়ে ২ টি ম্যাচ খেলে ৫ ম্যাচে পানি বহন করাও ভাল অর্জন :)।
Speaking Harsh but the Truth :)