Runs and Goals

Runs and Goals All about Sports especially Cricket and Football.

I'd rather prioritise playing 4-5 Big Bash Matches than playing an entire BPL season. :)This is harsh and pathetic.. আমা...
02/01/2025

I'd rather prioritise playing 4-5 Big Bash Matches than playing an entire BPL season. :)

This is harsh and pathetic..

আমাদের একজন বিগ ব্যাশ এ খেলবে এটা অনেক বড় একটা অর্জন হতে পারত দেশের ক্রিকেট এর জন্য। সাকিবের পর ২য় ক্রিকেটার হিসেবে সেই সুযোগ টা পাওয়ার পরেও সে যেতে পারল না। এখন তাকে বরিশাল এর ডুবন্ত লঞ্চের একাদশে জায়গা দেয়া হচ্ছেনা।

পুরো বিপিএল এ বাংলাদেশী ও ফরেনার মিলিয়ে বিগ ব্যাশ এ ফরেন কোটায় খেলার মত খেলোয়াড় এর সংখ্যা মেবি ১০ ও হবেনা৷ সেখানে রিশাদ কে না দেয়া হলো যেতে আর না খেলাচ্ছে ইলেভেন এ। খুব ভাল আইডিয়া নেই ভেতরে কি ঘটছে। তবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি, আমাদের বিপিএল এর যে মান তাতে এখানে খেলার চেয়ে বিগ ব্যাশ এ গিয়ে ২ টি ম্যাচ খেলে ৫ ম্যাচে পানি বহন করাও ভাল অর্জন :)।

Speaking Harsh but the Truth :)

30/11/2024

রংপুরের ক্রিকেট নিয়ে মত ব্যক্ত করলেন রংপুর ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা ও খ্যাতনামা ক্রিকেট কোচ শাকিল রায়হান।

হোস্ট: Shifat Khan Lincoln

26/11/2024

Rangpur CWAB Cricket League 2024 এর ফাইনালের দিনে রংপুরের উদীয়মান ও খ্যাতিমান কিছু খেলোয়াড় এর কথোপকথন। ক্রিকেটার রাজিব (ভাই), রাকিব, ইমরান, নির্ঝর, মারুফ সহ সকলের ম্যাচ খেলার আকাঙ্খা, ক্রিকেটীয় চ্যালেঞ্জ, ও ক্যারিয়ার ভাবনা সহ রংপুরের ক্রিকেট এর হালচাল জানতে পারবেন এই ভিডিওটিতে 😊

উপস্থাপনায়: Shifat Khan Lincoln
লাইক ও ফলো: Runs and Goals
বিশেষ কৃতজ্ঞতা: CWAB 'Rangpur' - Cricketers Welfare Association of Bangladesh

হ্যান্সি ফ্লিক এর উল্লেখযোগ্য রেকর্ড:৮-২ বনাম বার্সেলোনা ৪-১ বনাম বায়ার্ন মিউনিখ৪-০ বনাম রিয়াল মাদ্রিদ দল চেইঞ্জ হয়, কিন...
27/10/2024

হ্যান্সি ফ্লিক এর উল্লেখযোগ্য রেকর্ড:

৮-২ বনাম বার্সেলোনা
৪-১ বনাম বায়ার্ন মিউনিখ
৪-০ বনাম রিয়াল মাদ্রিদ

দল চেইঞ্জ হয়, কিন্তু কীর্তিমান ম্যানেজার একই থাকেন।

সবচেয়ে মজার বিষয়, বার্সার ৮-২ ভরাডুবির মাস্টারপ্ল্যানার ছিলেন ফ্লিক। আর তার তুরূপের তাস ছিলেন লেওয়ানডস্কি। এতদিন তাদের সেই কীর্তির জন্য বার্সা ফ্যানদের সবচেয়ে ট্রল করেছে মাদ্রিদ ও বায়ার্ন ফ্যানরা।

আর এবার বার্সার হয়ে আবার সেই প্রতিশোধ নিলেন স্বয়ং ফ্লিক ও লেওয়া। পরপর দুই ম্যাচে বায়ার্ন ও রিয়ালের বিপক্ষে ফ্লিকের অধীন বার্সার রেকর্ড দাড়ালো ৪-১ + ৪-০ অর্থাৎ ৮-১।

ফ্লিক বার্সা ফ্যানদের যেই আঘাত হেনেছিলেন, সেই ফ্লিক-ই বার্সা ফ্যানদের ক্ষতে মলম এর প্রলেপ লাগিয়ে প্রশমিত করে উলটো ক্ষত এটে দিলেন বায়ার্ন রিয়াল ফ্যানদের গায়ে।

ফুটবল বড়ই রসিক খেলা। আর নেপথ্যে থাকেন এমন সব মাস্টারমাইন্ড কোচেরা, যারা মাঠের বাইরে থেকেও কন্ট্রোল করেন পুরো গেইম ❤️💥

Like and Follow: RRuns and Goals














26/10/2024

বার্সা বনাম রিয়াল মাদ্রিদ এর আজকের ম্যাচ টি লাইভ দেখবেন কিভাবে?











20/10/2024

বাংলাদেশ এ বনাম আফগানিস্তান এ ইমার্জিং এশিয়া কাপ ২০২৪ আজকের লাইভ ম্যাচটি দেখার উপায়

লাইক ও ফলো: Runs and Goals​

How to Watch Bangladesh A vs Afghanistan A, BD A vs Afghan A Emerging Asia Cup 2023 Live Cricket Match Today. BD A vs Afghan A Time, Venue, Playing 11, Equation for Semis.



























Top Start Ladies. 🥰☺️👏🏏
03/10/2024

Top Start Ladies. 🥰☺️👏🏏

02/10/2024

প্রসঙ্গ যখন গোলকিপিং তখন এই মুহুর্তে পুরো বিশ্বে এমিলিয়ানো মার্টিনেজ ই সেরা।

আপনি মানুন কিংবা না মানুন। কিচ্ছু যায় আসেনা।

বিশ্বকাপ চ্যাম্পিয়ন, পরপর দুবার এর কোপা জয়ী। ৪২ বছর পর ভিলা কে চ্যাম্পিয়নস লীগ এ ফেরানোয় রেখেছেন অপরিহার্য ভূমিকা।

আজ বিগত ৪ ম্যাচে ২১ গোল করা বায়ার্নকে যারা এই সিজনে ৬ ম্যাচে ২৬ গোল করেছে, তাদেরকে প্রথমবার এর মতো রাখলেন গোল শুন্য!!

শেষ মুহুত্তের অসাধারণ দুটো সেইভ। আর বাকিটা ভিডিও তেই দেখে নিতে পারবেন।

কেউ ফ্রিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়না। আদায় করে নিতে হয়। ভিলার মতো দলকে নিয়ে মাইটি বায়ার্ন এর মতো বাঘা দলকে হারিয়ে দিতে হলে যেমন তেমন হলে চলে না, বিশ্বের একদম সেরাদের সেরা হতে হয়।

Hats of to Emiliano Martinez 💥💥 Like and Follow: Runs and Goals​

সারাদিনে এক ফোটা বৃষ্টির পানি না পড়া সত্ত্বেও টানা ২য় দিনের মতো মাঠে কোন বল গড়ালো না কানপুরে। এই হচ্ছে ভারতীয় গ্রাউন্ড এ...
29/09/2024

সারাদিনে এক ফোটা বৃষ্টির পানি না পড়া সত্ত্বেও টানা ২য় দিনের মতো মাঠে কোন বল গড়ালো না কানপুরে। এই হচ্ছে ভারতীয় গ্রাউন্ড এর অবস্থা।

ভারতীয়দের মনে রাখা উচিত শুধু আই.পি.এল চালালেই অস্ট্রেলিয়া - ইংল্যান্ডের লেভেল এ যাওয়া যায়না। সিডনী লন্ডন অনেক দূর :)

বড়ই অদ্ভুত! ২ সেশন এই রান উঠেছে ৮৮ করে, উইকেট গেছে ৩ টি করে
19/09/2024

বড়ই অদ্ভুত! ২ সেশন এই রান উঠেছে ৮৮ করে, উইকেট গেছে ৩ টি করে

Here We Go!কাউন্টি চ্যাম্পিয়নশীপের গুরুত্বপূর্ণ ম্যাচে সারির হয়ে সমারসেট এর বিপক্ষে আজ মাঠে নামছেন সাকিব আল হাসান। বাংলা...
09/09/2024

Here We Go!

কাউন্টি চ্যাম্পিয়নশীপের গুরুত্বপূর্ণ ম্যাচে সারির হয়ে সমারসেট এর বিপক্ষে আজ মাঠে নামছেন সাকিব আল হাসান।

বাংলাদেশ সময় বিকেল ৩:৩০ মিনিটে শুরু হবে ম্যাচ টি৷ কাউন্টি চ্যাম্পিয়নশীপ ডিভিশন ১ এর ১ম ও ২য় অবস্থানের দুই দলের খেলাটি সরাসরি সম্প্রচার করবে Somerset YouTube Channel.

Surrey Cricket❤️ Thanks for signing our Bangladeshi star

এরকম আপডেট পেতে লাইক ও ফলো করুন: Runs and Goals​

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Runs and Goals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share