Sdp news.24

Sdp news.24 সৈয়দপুরের ২৪ ঘন্টার খবরাখবর পেতে লাইক,শেয়ার ও ফলো দিয়ে পাশে থাকুন..!!

মামা খুশি তো।
13/08/2025

মামা খুশি তো।

দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বেলাল হোসেন নামে একজনের গাভী গরু থেকে একটি দুই মাথা আলা বাছুর জন্...
03/08/2025

দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের
৬ নং ওয়ার্ডের বেলাল হোসেন নামে একজনের গাভী গরু থেকে একটি দুই মাথা আলা বাছুর জন্ম হয়, বাছুরটি জন্ম নেওয়ার ৩০ মিনিট পর মৃ,ত্ হয়েছে।

ভালোবাসা যদি জীবন থেকে চলে যায়, জীবন যেন না চলে যায়। তুমি বা আমি – কেউই অপ্রয়োজনীয় নই। তুমি এই পৃথিবীতে এসেছো কারণ ত...
31/07/2025

ভালোবাসা যদি জীবন থেকে চলে যায়, জীবন যেন না চলে যায়। তুমি বা আমি – কেউই অপ্রয়োজনীয় নই। তুমি এই পৃথিবীতে এসেছো কারণ তোমার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য খুঁজে পাওয়া ভালোবাসার থেকেও বড় কিছু।

অনেক সময় সমাজ এই মৃত্যু নিয়ে গুঞ্জন করে, দোষ দেয় পরিবারকে বা ছেলেটিকে। এতে পরিবার আরও ভেঙে পড়ে, একঘরে হয়ে যায়। কেউ কেউ আত্মীয়দের সামনে যেতে লজ্জা পায়।
লক্ষণপুর পাঠানপাড়ার ছেলে।

28/07/2025

➤এইমাত্র পাওয়া
সড়ক দূর্ঘটনায় সৈয়দপুর থানার এএসআই শাহিনুর ইসলাম ও পুলিশ সদস্য সিরাজুল ইসলাম গুরুতর আহত: রংপুর মেডিকেলে স্থানান্তর।

21/07/2025

বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেছিলেন পাইলট তৌকির..
বিস্তারিত কমেন্টে

কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা ময়দান পাড়ার জমিতে কৃষি কাজ করার সময় শিয়ালের আক্রমনে গুরুতর আহত তিনজন।হাসপাতালে ভর্তি।
16/07/2025

কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা ময়দান পাড়ার জমিতে কৃষি কাজ করার সময় শিয়ালের আক্রমনে গুরুতর আহত তিনজন।
হাসপাতালে ভর্তি।

12/07/2025

হঠাৎ করেই আজ দেশের বিভিন্ন স্থানে, অটো থেকে চাঁ*দা তোলা লোকগুলো নেই,
ওরা না বৈধ ইজারাদার।
তো এখন কোথায়..?

09/07/2025

আগামী ১০/০৭/২০২৫ খ্রি. তারিখে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য সকল শিক্ষাক্রমের পরীক্ষা অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হল।

06/07/2025

আজ ১০ মহররম, পবিত্র আশুরা। মুসলিম বিশ্বে এক শোকাবহ ও তাৎপর্যপূর্ণ দিন।

চীন গোপন অভিযানের জন্য ০.৬ সেমি মশার মতো স্পাই ড্রোন উন্মোচন করেছে!গোপন অভিযান পরিচালনায় আধুনিক যুদ্ধকৌশলের অন্যতম ভিত্ত...
27/06/2025

চীন গোপন অভিযানের জন্য ০.৬ সেমি মশার মতো স্পাই ড্রোন উন্মোচন করেছে!

গোপন অভিযান পরিচালনায় আধুনিক যুদ্ধকৌশলের অন্যতম ভিত্তি হলো নিরব, অদৃশ্য এবং তথ্য সংগ্রহে সক্ষম প্রযুক্তি। সেই লক্ষ্যেই চীনের সামরিক গবেষণা ও প্রযুক্তি বিভাগ সম্প্রতি উন্মোচন করেছে একটি অতিক্ষুদ্র নজরদারি ড্রোন, যার আকার মাত্র ০.৬ সেন্টিমিটার, প্রায় একটি মশার সমান। তবে এর বহিরাকৃতি সাধারণ হলেও, অন্তর্গত প্রযুক্তি ও সামর্থ্য একে পরিণত করেছে এক মারাত্মক গোয়েন্দা অস্ত্রে।

এই মশা-সদৃশ স্পাই ড্রোনটি বিশেষভাবে নকশা করা হয়েছে শত্রুপক্ষের নিরাপত্তা বলয় ভেদ করে তাদের স্থলবাহিনী, বিমানঘাঁটি কিংবা নৌসদরের মতো উচ্চ পর্যায়ের কৌশলগত স্থানে প্রবেশ করার জন্য। একবার লক্ষ্যবস্তুতে ঢুকে গেলে, এটি তার ক্ষুদ্র ক্যামেরা ও অডিও ট্রান্সমিশন ব্যবস্থার মাধ্যমে উচ্চ মানের ভিডিও ও শব্দ ধারণ করে প্রেরণ করতে পারে নিয়ন্ত্রণকেন্দ্রে।

দৃষ্টিগোচর হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। এর গতি, ওজন ও গঠন এতটাই নিখুঁতভাবে মিলিয়ে তৈরি যে এটি রাডারে ধরা পড়ে না, ইনফ্রারেডেও নেই তার উপস্থিতির ছাপ। এটি শব্দহীন, এবং একদম নিম্ন উচ্চতায় উড়তে পারে, ফলে সাধারণ প্রহরার চোখ ফাঁকি দিয়ে অবলীলায় প্রবেশ করতে পারে যেকোনো সীমান্তবর্তী স্থাপনায়।

কৌশলগত দৃষ্টিকোণে এই ড্রোন যুদ্ধের চেহারা পাল্টে দেওয়ার মতো। কারণ যুদ্ধের ময়দানে ট্যাংক, কামান কিংবা ক্ষেপণাস্ত্রের আগেই এখন চলে এসেছে তথ্য সংগ্রহের লড়াই ইন্টেলিজেন্স ডমিন্যান্স। যেখানে যে পক্ষ আগে তথ্য সংগ্রহ করতে পারবে, সেই পক্ষই তৈরি হয়ে নামবে আসল লড়াইয়ে। শত্রু কোন রুটে অগ্রসর হবে, কোথায় তাদের লজিস্টিক সাপোর্ট, কোথায় আছে কমান্ডারদের উপস্থিতি—সবকিছু আগেই জানতে পারলে, আঘাত হানার জন্য প্রস্তুতি নেয়া যাবে নিখুঁতভাবে, নিঃশব্দে।

এই প্রযুক্তি শুধুমাত্র সামরিক ব্যবস্থায় নয়, বরং কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও কার্যকরভাবে ব্যবহৃত হতে পারে। রাষ্ট্রীয় নীতি নির্ধারকদের গতিবিধি, গোপন সভা কিংবা উচ্চ পর্যায়ের পরিকল্পনার ওপর নজরদারি চালানোর মাধ্যমে একটি দেশের পূর্ণ অভ্যন্তরীণ কাঠামো সম্পর্কে ধারণা নেওয়া সম্ভব।
🔥 সামরিক ও সমরাঙ্গনের সর্বশেষ আপডেট তথ্য পেতে ফলো করে রাখুন।

এন্তনিয়ো গুতরেজ পশ্চিমাদের পুতুল বানানো জাতীসংঘ। যা পুতুলের মত ব্যবহার করেন পশ্চিমারা!কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস...
14/06/2025

এন্তনিয়ো গুতরেজ পশ্চিমাদের পুতুল বানানো জাতীসংঘ। যা পুতুলের মত ব্যবহার করেন পশ্চিমারা!

কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা,
ইরানের তেহরানে তেল আবিব যখন বিমান হামলা চালালো তখন কোথায় ছিল এন্তনিয়ো গুতরেজ? হামলার প্রায় ১৭ ঘণ্টা ও বেশি সময় তেহরান ছিল আপনার করা প্রশ্নের জবাব এ তেল আবিব। তখন তো আপনি ছিলেন নিরবতা।
আর ইরান যখন তেল আবিব এ মিসাইল দিয়ে পাল্টা জবাব দিল তখন আপনি থামতে বললেন। আপনাকে তো এ কথা বলার ছিল অনেক আগেই যে সময় ফিলিস্তিন মাটি মরূভূমির মতো ধ্বংসাত্মক হয়ে গেছে।
সেখানে ছিল না কোন মানবাধিকার,
ছিল না কোন জাতিসংঘের সংগঠন!

Address

Rangpur
NILPHAMARI

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sdp news.24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share